মেয়র নির্বাচনে স্থগিতাদেশ জারির আরজি খারিজ হাই কোর্টের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া পুর আইন নিয়ে শুনানি চলবে৷ তবে মেয়র নির্বাচনে স্থগিতাদেশের আরজি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট৷ মামলার পরবর্তী শুনানি ১৭ ডিসেম্বর৷ এদিকে রাজ্যে রথযাত্রার অনুমতি চেয়ে হাই কোর্টে মামলা করেছে বিজেপি৷

[উপস্থিতি কম থাকায় পরীক্ষায় বসতে বাধা, ধুন্ধুমার কাণ্ড সাউথ সিটি কলেজে]

বিধায়ক হওয়ার সুবাদে মন্ত্রী হয়েছিলেন৷ আবার কলকাতা পুরসভার কাউন্সিলরও ছিলেন৷ তাই শোভন চট্টোপাধ্যায়ের মেয়র হওয়া নিয়ে প্রশ্ন ওঠেনি৷ সম্প্রতি কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি৷ ৩ ডিসেম্বর মেয়র পদে নির্বাচন৷ শাসকদলের প্রার্থী পুর ও নগরোয়ন্নন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ সংখ্যার বিচারে তাঁর জয় নিয়ে সংশয় নেই৷ কিন্তু সমস্যা ছিল অন্যত্র৷ পুরানো পুর আইনে কাউন্সিল নন, এমন কাউকে মেয়র করার সংস্থান ছিল না৷ ফিরহাদ হাকিম প্রাক্তন কাউন্সিলর৷ পুর আইনে সংশোধনী বিল পাশ হয়ে গিয়েছে বিধানসভায়৷ রাজ্যের অ্যান্টনি জেনারেলের সঙ্গে আলোচনা করে বিলে স্বাক্ষর করেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীও৷ সংশোধিত পুর আইন অনুয়ায়ী, কাউন্সিলর না হয়েও কলকাতা পুরসভার মেয়র হওয়া যাবে৷ তবে শপথ গ্রহণের ছয় মাসের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে কাউন্সিলর নির্বাচিত হতে হবে৷

কলকাতা পুরসভার সংশোধিত আইনকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেছেন বিরোধী দলের এক কাউন্সিলর৷ মেয়র নির্বাচনও স্থগিতের আরজি জানিয়েছেন তিনি৷ শুক্রবার মামলাটির শুনানি হয় বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে৷ মেয়র নির্বাচনে স্থগিতাদেশের আরজি খারিজ করে দিয়েছে আদালত৷ তবে সংশোধিত পুর আইন নিয়ে শুনানি চলবে৷ মামলার পরবর্তী শুনানি ১৭ ডিসেম্বর৷ সেক্ষেত্রে ৩ ডিসেম্বর আনুষ্ঠানিক নির্বাচনের পরেও ভাবী মেয়র ফিরহাদ হাকিমের ভাগ্য নির্ভর করবে হাই কোর্টের রায়ের উপরই৷

[ গলায় তার জড়িয়ে শ্বাসরোধ করে খুন? আইনজীবী মৃত্যুতে নয়া মোড়]



Bengali News Bengali News via Sangbad Pratidin

Comments

Popular posts from this blog

দুর্নীতিমুক্ত প্রশাসন, বেকারত্ব কমানো হাসিনার নয়া চ্যালেঞ্জ

ভারতীয় মহিলা দলে শেষ পাওয়ার জমানা, নতুন কোচের খোঁজে বোর্ড

কাঠমিস্ত্রীকে কিডন্যাপ করে খুনের হুমকি, গ্রেপ্তার ছয় যুবতী