Posts

Showing posts from November, 2018

খুন করে মায়ের দেহ আঁকড়ে ৭ ঘণ্টা শুয়ে রইল ছেলে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরির পর আর কতটুকুই বা সময় পাই আমরা৷ অফিসের কাজের চাপে পরিজনদেরও সেভাবে সময় দিতে পারি না৷ আর পাঁচজনের মতো সময় নিয়ে সমস্যা দেখা গিয়েছিল মুম্বইয়ের বরিভালির যোগেশের জীবনে৷ তুচ্ছ সমস্যা ভেবে বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন সকলেই৷ তবে এই ঘটনার যে এমন মর্মান্তিক পরিণতি হবে, তা বোধহয় স্বপ্নেও কল্পনা করেননি কেউ৷ [মাটির তলায় ‘মৃত্যুফাঁদ’ খুঁজে বের করবে ইসরোর ‘ছোটা ভিম’ ] বিবাহবিচ্ছেদের পর বছর আশির বৃদ্ধা মাকে নিয়েই জগৎ মুম্বইয়ের বোরিভালির বাসিন্দা যোগেশের৷ উচ্চ রক্তচাপ এবং স্পন্ডিলোসিসের সমস্যা ছিল ওই বৃদ্ধার৷ অসুস্থ মায়ের দেখভালের পুরো দায়িত্বই ছিল তার ছেলের কাঁধে৷ একটি রেস্তরাঁয় হিসাবরক্ষকের কাজ করত সে৷ ওই চাকরি সামলে মায়ের যত্ন নেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছিল৷ তাই বাধ্য হয়ে চাকরি ছেড়ে দিয়েছিলেন পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি৷ পরিবারের একমাত্র রোজগেরের চাকরি ছেড়ে দেওয়ার দু’মাসের মধ্যেই স্বাভাবিকভাবেই সংসারে অভাব দেখা দেয়৷ খাবার, মায়ের ওষুধ জোগাতে হিমশিম খাচ্ছিলেন বৃদ্ধার পুত্র৷ আবার মা সুস্থ হয়ে উঠছেন না, তাও মানতে পারছিল না সে৷ সমস্যার জাঁতাকলে মানসি

জাতীয় পুরস্কার পাবেন ভাবতে পারেননি ‘লাদাখ চলে রিকশাওয়ালা’র পরিচালক ইন্দ্রাণী

‘লাদাখ চলে রিকশাওয়ালা’ এখন টক অব দ্য টাউন। ২০১৪ সালে কলকাতা থেকে লাদাখ পর্যন্ত রিকশা নিয়ে পৌঁছেছিলেন সত্যেন দাস । এই অভিযানটাই অল্প করে শুট করতে করতে একটা আস্ত সিনেমা বানিয়ে ফেলেছেন পরিচালক ইন্দ্রাণী চক্রবর্তী । যেটা এই ২০১৮ সালে জাতীয় পুরস্কার পেয়েছে। দুজনের সঙ্গে আলাপচারিতায় কলকাতার আরেক প্রখ্যাত অভিযাত্রী চন্দন বিশ্বাস । চন্দন: সত্যেনবাবু আপনার জার্নিটা সংক্ষেপে বলুন। সত্যেন: রুটটা ছিল কলকাতা থেকে বেনারস, বেনারস থেকে লখনউ, হরিদ্বার, সাহারানপুর, আম্বালা, পাঠানকোট, কাটরা, পাটনিটপ, জহর টানেল, শ্রীনগর, জোজি-লা, দ্রাস কার্গিল হয়ে লে-লাদাখ-খারদুং লা। আমি বিশ্বশান্তির বার্তা নিয়ে বেরিয়েছিলাম। চন্দন: এই রুটটাই কেন বেছে নিয়েছিলেন? সত্যেন: আমি জানতাম এই রুটে একটাই উঁচু পাস পড়বে, জোজি-লা। ওই একটা পাস যতই উঁচু হোক ঠিক পেরিয়ে যাব। আর শুনেছিলাম এই রুটে রাস্তাটা খুব ভাল, লোকালিটি ভাল আছে, সমস্যায় পড়ব না। কিন্তু শেষে গিয়ে দেখলাম পরিস্থিতি অন্য। প্রত্যেকটা জায়গাই নিজের মতো করে কঠিন। চন্দন: আপনাদের দুজনের পরিচয় হল কী করে? ইন্দ্রাণী: নাকতলায় আমার বাড়ির সামনের রিকশা স্ট্যান্ডে সত্

ভুয়ো কল সেন্টার খুলে কোটি টাকার প্রতারণা, গোয়েন্দাদের জালে ৪ অভিযুক্ত

Image
অর্ণব আইচ: ভুয়ো কল সেন্টারের নামে আর্থিক প্রতারণা চক্র ফাঁস কলকাতায়৷ অভিযোগের ভিত্তিতে চার যুবককে গ্রেপ্তার করেছে লালবাজারের সাইবার ক্রাইম শাখার পুলিশ৷ ধৃতদের নাম আনোয়ারুল মোল্লা, মহম্মদ সাহিল কুরেশি, মহম্মদ আমিরুল হক ও আখতার আলম৷ প্রগতি ময়দান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃতদের কাছ থেকে প্রচুর গ্যাজেট-সহ একটি মার্সিডিজ গাড়ি উদ্ধার করেছে পুলিশ৷ ধৃতদের জেরা করে এই চক্রের মূলে পৌঁছাতে চাইছেন লালবাজারের সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা৷ [ চোলাইয়ের কারবারের রমরমা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভপ্রকাশ মমতার ] জানা গিয়েছে, কল সেন্টারের নাম করে একটি ভুয়ো সংস্থা খুলেছিল ধৃতরা৷ বিগত আট মাস ধরে রমরমিয়ে চলছিল তাদের এই জাল কারবার৷ অভিযোগ, এই সংস্থার নাম করেই বিদেশি নাগরিকদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলত অভিযুক্তরা৷ কাউকে বলা হত সফটওয়্যার আপডেট করে দেওয়া হবে অথবা কাউকে বলা হত অ্যান্টি-ভাইরাস ইনস্টল করে দেওয়া হবে৷ লালবাজারের আধিকারিকরা জানিয়েছেন, কোনও তথ্যপ্রমাণ না রাখার জন্য হোয়াটসঅ্যাপের সাহায্য নিয়েছিল অভিযুক্তরা৷ তারা যোগাযোগ করত হোয়াটসঅ্যাপের ভয়েস কলের মাধ্যমে৷ সেখানেই

ফার্স্ট বয় চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ই লক্ষ্য মোহনবাগানের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাহাড়ে গিয়ে কাশ্মীর জয় করে আসার পর যখন মনে হচ্ছিল মোহনবাগান বুঝি দারুণ ছন্দে পৌঁছে গিয়েছে, ঠিক তখনই ছন্দপতন। ঘরের মাঠে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে মারাত্মক বিপর্যয়। যে ০-৩ হারকে শুক্রবারও প্র‌্যাকটিসের পর সাংবাদিক সম্মেলনে বসে কোচ শংকরলাল বলছিলেন, সামগ্রিক দলের বিপর্যয়। “চার্চিল ম্যাচের হারের জন্য কোনও একজন কী দু’জন ফুটবলারের দোষ নেই। আমাদের পুরো দলই সেদিন ভেঙে পড়েছিল। আসলে লম্বা লিগে এরকম দিন কখনওসখনও আসে। যেদিন একটা দলের কোনও কিছুই ঠিকঠাক হয় না। আমাদের জন্য চার্চিল ম্যাচ ঠিক সেরকমই একটা দিন ছিল।” [ঘরের মাঠে ফের আটকে গেল এটিকে, গোয়ার সঙ্গে গোলশূন্য ড্র] সেরকম ‘দিন’ যাতে বারবার ফিরে না আসে তার জন্য চেন্নাই ম্যাচ থেকে একটু অন্যরকম পরিকল্পনা করছেন সবুজ-মেরুন কোচ। চেন্নাই সিটি এই মুহূর্তে ছুটছে অশ্বমেধের গতিতে। ৬ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট। সেখানে মোহনবাগান ৫ ম্যাচ খেলে ৮। কিন্তু হঠাৎ করে চেন্নাইয়ের মতো অখ্যাত দলের আই লিগে এরকম চোখধাঁধানো পারফরম্যান্স কীভাবে সম্ভব? অনেকে মনে করছেন, চেন্নাইয়ের একসঙ্গে চার স্প্যানিশ ফুটবলার যাবতীয় পার্থক্য গড়ে দিচ্

প্রয়াত প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ সিনিয়র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাপ্ত মার্কিন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়৷ প্রয়াত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ এইচ ডাবলিউ বুশ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর৷ স্থানীয় সময়, শুক্রবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷  [খলিস্তানি জঙ্গির সঙ্গে সিধুর ছবি, এনআইএ তদন্তের দাবি স্বামীর ] আমেরিকার ৪১তম প্রেসিডেন্ট ছিলেন প্রয়াত জর্জ হারবার্ট ওয়াকার বুশ৷ ১৯৮৯ থেকে ১৯৯৩ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট পদে ছিলেন তিনি৷ চলতি বছরের এপ্রিল মাসে স্ত্রী বারবারার মৃত্যুর পর থেকেই ভেঙে পড়েছিলেন সিনিয়র বুশ৷ একের পর এক রোগে জর্জরিত হয়ে পড়েছিলেন তিনি৷ কূটনীতিবিদদের মতে সিনিয়র বুশের দেখানো পথেই আমেরিকার রাশ সামলেছেন তাঁর পুত্র তথা  আরেক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ৷ মৃত্যু চিরন্তন৷ তবে শুধু আমেরিকা নয়, সমগ্র বিশ্বের ইতিহাসেই ছাপ রেখে গিয়েছেন সিনিয়র বুশ৷ তৃতীয় বিশ্বযুদ্ধের আশংকা নাশ করে তাঁর আমলেই পতন হয় সোভিয়েত ইউনিয়নের৷ শেষ হয় ঠান্ডা লড়াই৷  শুধু তাই নয়, ডামাডোল পরিস্থিতে আমেরিকাকে সঠিক দিশায় নিয়ে যান তিনি৷ অনেকেই তাঁকে বিচক্ষণ রাজনীতিবিদ বলে মনে করলেও একাংশের কাছে তিনি ছিলেন ‘ভিলেন’

বিপদসীমা বোঝাতে দিঘার সমুদ্রে বেলুন ভাসাবে প্রশাসন

রঞ্জন মহাপাত্র, কাঁথি: সমুদ্রে নামলে আর দুর্ঘটনা নয়। দিঘায় দুর্ঘটনা এড়াতে এটাই যেন স্লোগান হয়ে দাঁড়িয়েছে জেলা প্রশাসনের। মাইকিং থেকে শুরু করে জরিমানার বিধান, দিঘায় সমুদ্রতটে দুর্ঘটনা ঠেকাতে এই সব পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করে ফেলেছে জেলা প্রশাসন৷ এবার বড়দিনের আগে আরও এক অভিনব কৌশল নিল প্রশাসন। পর্যটকদের চোখে আঙুল দিয়ে সমুদ্রের বিপদসীমা বোঝাতে সমুদ্রে ভাসানো হচ্ছে হলুদ রঙের লম্বা লম্বা বেলুন। তা যেমন সমুদ্রতট থেকে দেখা যাবে, আবার সেই ভাসানো বেলুনের কাছাকাছি কোনও পর্যটক পৌঁছালেও তার গায়ে লেখা সাবধানবার্তা চোখের সামনে ভাসবে। [ ভাতারে দলীয় প্রচারের ফ্লেক্স ভাষা বিভ্রাট, বিপাকে তৃণমূল ] বেলুনের গায়ে লেখা রয়েছে ‘এই লাইনটি অতিক্রম করিবেন না’। ভিন রাজ্য ও দেশের পর্যটকদের জন্য সতর্কবার্তা লেখা রয়েছে ইংরাজিতেও। বিপদ এড়াতে দিঘার সমুদ্রতটে নানা সতর্কবার্তা থাকলেও সমুদ্রে এই প্রথম। রাজ্য পর্যটন দপ্তরের আর্থিক সহায়তায় পুরানো দিঘার সমুদ্রে হলুদ রং এর বেলুন ভাসানোর কাজ শুরু হয়েছে। নির্দিষ্ট সীমার বাইরে স্নান করলেই পর্যটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থ

চোলাইয়ের কারবারের রমরমা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভপ্রকাশ মমতার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি চোলাই তৈরির কারখানা৷ এ বিষয়ে শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন নিজ নিজ এলাকায় নজর রাখছেন না মন্ত্রীরা? এ দিনের বৈঠকে সকলের উদ্দেশ্যে সেই প্রশ্নই ছুঁড়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷ মন্ত্রীদের তিনি বিধানসভা এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর এবং পুলিশ ও আবগারি দপ্তরের সঙ্গে যোগাযোগ বজায় রাখার নির্দেশ দিয়েছেন৷ [ কর্মপ্রার্থীদের জন্য সুখবর, ৭ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য ] সূত্রের খবর, চোলাই বন্ধে রাজ্যের আবগারি দপ্তরের কাজকর্মেও অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ আবগারি দপ্তরের নজরদারির গাফিলতিতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে জেলাগুলিতে এই বেআইনি মদের কারখানা গজিয়ে উঠছে৷ এমনটাই মনে করছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকের আগে শুক্রবারই পূর্ব বর্ধমানের কালনার প্রশাসনিক সভাতেও বিষমদ কাণ্ডে উষ্মা প্রকাশ করেন মমতা৷ সেখানে তিনি বলেন, “শান্তিপুরের ঘটনা দুর্ভাগ্যজনক৷ আমি বুঝতে পারছি না, কেন ওঁরা বিষমদ খেতে গেল৷ আমার মনে হয় ওঁরা জেনে বুঝে বিষমদ খ

এবার ভেজাল হলুদ কারখানার হদিশ ফরাক্কায়, গ্রেপ্তার এক

কল্যাণ চন্দ্র, বহরমপুর: ভেজাল ছানা, ভাগাড়ের মাংসের রেশ কাটতে না কাটতেই এবার হদিশ মিলল ভেজাল হলুদের কারখানার৷ শনিবার সকালে এই কারখানার খোঁজ পাওয়ার পরই উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের ফরাক্কায়৷ কারখানা মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ উদ্ধার করা হয়েছে ট্রাকবোঝাই হলুদ গুঁড়ো৷ [শান্তিপুর বিষমদ কাণ্ডেও হুঁশ ফেরেনি, ঘাটালে রমরমিয়ে চলছে চোলাই কারবার ] ফরাক্কার অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুরে বাসিন্দারা জানতেন ওই এলাকায় হলুদ গুঁড়ো তৈরির কারখানা রয়েছে৷ মধ্যবিত্তের সংসারের খরচের বোঝা কিছুটা কমাতে ওই কারখানা থেকে সস্তায় হলুদ গুঁড়ো কিনতেন স্থানীয়রা৷ এছাড়া ওই কারখানা থেকে হলুদ রাজ্যের বিভিন্ন প্রান্তে রপ্তানিও করা হত৷ গোপন সূত্রে পুলিশ খবর পায় ওই এলাকার কারখানায় আসলে ভেজাল হলুদ গুঁড়ো তৈরি হয়৷ সেই খবরের ভিত্তিতেই শনিবার সকালে ওই কারখানায় হানা দেয় ফরাক্কা থানার বিশাল পুলিশবাহিনী৷ তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছে গোটা কারখানা সরেজমিনে খতিয়ে দেখেন৷ উদ্ধার করেন এক ট্রাকবোঝাই ভেজাল হলুদ গুঁড়ো৷ এছাড়াও ওই কারখানা থেকে চালের ভুসি, তুষ, লঙ্কার গুঁড়ো, তেজপাতা গুঁড়ো বাজেয়াপ্ত করে পুলিশ৷

৫ কোটি টাকা ঋণ শোধ করতে না পেরে তিহার জেলে রাজপাল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ছবি তৈরি করবেন বলে পাঁচ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু তা শোধ দিতে না পারায় দোষী সাব্যস্ত হলেন বলিউডের অভিনেতা রাজপাল যাদব। দিল্লি হাই কোর্ট শুক্রবার তাঁকে তিন মাসের কারাবাসের সাজা শুনিয়েছে। তাই আগামী তিনমাস অভিনেতার ঠিকানা তিহার জেল। [সোশ্যাল সাইটে পরিচয় বদল মালাইকার, ব্যাপারটা কী? ] জানা গিয়েছে, ২০১০-এ ওই টাকা দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে ধার নেন রাজপাল এবং তাঁর স্ত্রী রাধা যাদব। ‘আতা পাতা লাপতা’ নামের ছবিটি ২০১২-য় মুক্তিও পেয়ে যায়। কিন্তু পুরনো ধার আর শোধ দেননি অভিনেতা। ফলে আদালতে যান অভিযোগকারী ব্যবসায়ী। দিল্লি হাই কোর্ট পর্যন্ত গড়ায় তদন্তের জল৷ বেশ কয়েকবছর ধরে শুনানি চলে৷ শুক্রবার এই মামলায় রায় দেয় হাই কোর্ট৷ অভিনেতাকে তিন মাসের কারাদণ্ডের দেন বিচারক৷ আগামী তিন মাস  বিহারের তিহার জেলেই থাকতে হবে রাজপাল যাদবকে৷ [প্রতিশোধ নিতেই কি অর্পিতার বউদি মালাইকাকে বিয়ের সিদ্ধান্ত অর্জুনের? ] প্রসঙ্গত, এর আগেও এই মামলায় তথ্য গোপন করার অভিযোগ ওঠে অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে৷  এই অভিযোগে ২০১৩ সালে রাজপালকে তিনদিন তিহার জেলে কাটাতে হয়েছিল। পরে দিল্

মাটির তলায় ‘মৃত্যুফাঁদ’ খুঁজে বের করবে ইসরোর ‘ছোটা ভিম’

সংবাদ প্রতিদিন দিগিয়াল ডেস্ক: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) নতুন সাফল্য উসকে দিয়েছে প্রশ্ন। কোটি কোটি টাকা খরচ করে ‘হাইসিস’ বানিয়ে কতটা চ্যালেঞ্জিং কাজ করেছে ইসরো? উত্তরটা মিলল শুক্রবার। হাইসিস অর্থাৎ হাইপার স্পেকট্রাল ইমেজিং স্যাটেলাইট আসলে মাটির নীচে লুকনো ল্যান্ডমাইনকেও খুঁজে বের করে দেবে। [পৃথিবীর উপর নজর রাখতে মহাকাশে ‘ছোটা ভীম’ পাঠাল ISRO ] প্রসঙ্গত, গত ১৭ বছরে ভারতে ল্যান্ডমাইনে পা পড়ে মৃত্যু হয়েছে ৩,৭০০ জনের। এই একটা তথ্যই বোধহয় হাইসিস উপগ্রহের প্রয়োজনীয়তা বোঝাতে যথেষ্ট। ২.৫x১.১x১.৩ মিটার দৈর্ঘ্যের উপগ্রহ ‘হাইসিস’ (ছোটা ভিম)। এই ছোট আয়তনের উপগ্রহ ভূ-পর্যবেক্ষণ করে হাই-রেজোলিউশন ছবি পাঠাবে ইসরোর বিজ্ঞানীদের। দেশের ভূ-পর্যবেক্ষণের জন্য দেশের শক্তিশালী উপগ্রহ ‘হাইসিস’ বা ‘ছোটা ভীম’ এবং ৩০টা বিদেশি উপগ্রহকে বৃহস্পতিবার সকাল ৯টা বেজে ৫৮ মিনিটে মহাকাশে সফল উৎক্ষপণ করেছেন ইসরোর বিজ্ঞানীরা। ৩৮০ কেজির হাইসিস উন্নত মানের উপগ্রহ যেটি আগামী পাঁচ বছর মূলত ভারতের উপর নজরদারি চালাবে। এবং জলসম্পদ, কৃষিজমি, অরণ্য ইত্যাদি নানা বিষয়ের ছবি পাঠাবে। মাটি থেকে ৬০০ কিলোমিটার ওপরে পৃ

কর্মপ্রার্থীদের জন্য সুখবর, ৭ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য

স্টাফ রিপোর্টার: খুব দ্রুত প্রায় সাত হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। শুক্রবার সবমিলিয়ে ৬৮৭৮টি শিক্ষক পদ তৈরির অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এর মধ্যে নতুন তৈরি হওয়া ২১৯৮টি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে কোনও শিক্ষকপদ না থাকায় জরুরিভিত্তিতে ৬৫৯৪ জনকে সহ-শিক্ষক পদে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সাঁওতালি ভাষার শিক্ষক ও সাঁওতালি মাধ্যম বিদ্যালয়গুলিতে শিক্ষক পদে যোগ দেবেন ২৮৪ জন। এক্ষেত্রে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের জন্য পদ ২২৬টি। বাকি পদ অর্থাৎ ৫৮ জন শিক্ষক পদে যোগ দেবেন মাধ্যমিক বিদ্যালয়ে। [মেয়র নির্বাচনে স্থগিতাদেশ জারির আরজি খারিজ হাই কোর্টের] শুক্রবার নবান্নে ক্যাবিনেট বৈঠকের পর পুর ও নগরোন্নয়ন এবং দমকল দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, বাংলা, হিন্দি, অলচিকি বা সাঁওতালি মাধ্যমের বিভিন্ন স্কুলে এই নিয়োগ হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁর বক্তব্য, “শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত অর্থ দপ্তরের মঞ্জুরির পর ক্যাবিনেটে এসেছে। পদ তৈরি করা হল। এবার শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত মেনে ঠিক হবে। কীভাবে নেওয়া হবে ও কবে পরীক্ষা হবে, পুরোটাই শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত।” উল্লেখ্য, ২১৯৮টি নবগঠিত উচ্

সাউথ সিটি মলে স্তন্যপান বিতর্ক, বরখাস্ত অভিযুক্ত কর্মী

স্টাফ রিপোর্টার: বিতর্ক যেন কিছুতেই থামছে না। সোশ্যাল মিডিয়া থেকে কলকাতার রাজপথ-বিতর্ক যখন জোরালো কণ্ঠে প্রতিবাদ হয়ে উঠেছে, তখন নিজেদের দোষ ঢাকতে একের পর এক যুক্তি খাড়া করছে সাউথ সিটি মল কর্তৃপক্ষ। কখনও নিরাপত্তারক্ষীর ঘাড়ে দোষ চাপাচ্ছে, কখনও আবার বেবি চেঞ্জিং রুম আছে, সেটা ফলাও করে দেখানো হচ্ছে। আর এবার বিতর্কের মাঝে নিজেদের ব্যবসায়িক স্বার্থের দিকে ঝাঁপিয়ে পড়ল মল কর্তৃপক্ষ। সাধারণ মানুষ নজর রাখছেন বুঝে নিজেদের ফেসবুক পেজ ভরিয়ে দেওয়া হল বিজ্ঞাপনে। [মহিলাকে স্তন্যদানে বাধা সাউথ সিটি মলে, পরে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইল কর্তৃপক্ষ] সন্তানকে স্তন্যপান করাতে গিয়ে সাউথ সিটি মলে চরম অপমান ও অপদস্থের মুখে পড়তে হয় গৃহবধূ অভিলাষা দাস অধিকারীকে। মহিলার অভিযোগ, কোলের শিশুকে মলে স্তন্যপান করাতে গেলে কর্মীরা এসে বাধা দেন। মল-কর্মীরা তাঁকে বলেন, টয়লেটে গিয়ে স্তন্যপান করাতে। এই ঘটনায় চরম অপমানিত হন অভিলাষা। বুধবার তিনি তাঁর এই অপদস্থ হওয়ার কথা ফেসবুকে লেখেন। তারপরই বিতর্কের ঝড় ওঠে। বিষয়টিতে তাদের ভুল বুঝতে পেরে পালটা যুক্তি সাজাতে থাকে সাউথ সিটি মল কর্তৃপক্ষ। তাদের বেবি চেঞ্জিং রুম রয়ে

এবার বিশ্বজয় করবে ‘JAI’, আমেরিকা-জাপানের সঙ্গে নয়া মৈত্রী ভারতের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার একসঙ্গে কাজ করতে চলেছে বিশ্বের অন্যতম সেরা তিন শক্তিধর দেশ। আমেরিকা-জাপান এবং ভারতের মধ্যেকার প্রথম ত্রিপাক্ষিক বৈঠক শেষে একথা ঘোষণা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে এই তিন দেশের নয়া সম্পর্কের নামকরণও করেছেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, এবার ‘JAI’-ই বয়ে আনবে শান্তির বার্তা। #WATCH PM Narendra Modi on meeting US President Trump and Japan PM Shinzo Abe says ‘Both countries are our strategic partners and both leaders are my good friends. Japan, USA, India acronym is JAI, so Jai in India means success. This sends a good message.’ #G20 #Argentina pic.twitter.com/VhHPVXd1dB — ANI (@ANI) November 30, 2018 [দক্ষিণ চিন সাগরে মার্কিন রণতরী, পালটা নৌবহর পাঠাল বেজিং] সম্প্রতি আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক চলছিল নরমে-গরমে। সন্ত্রাসবাদ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাশে পেলেও শুল্ক ও ইরান থেকে তেল আমদানি নিয়ে চাপানউতোর চলছিল দু’দেশের মধ্যে। তাই জি-২০ শীর্ষ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বৈঠক বেশ গুরুত্বপূর্ণ ছিল। আর এই বৈঠকে

শান্তি চাইলে ধর্মনিরপেক্ষ হতে হবে পাকিস্তানকে, কড়া বার্তা সেনাপ্রধান রাওয়াতের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্যের পালটা দিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। সাফ জানিয়ে দিলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে পাশাপাশি চলতে হলে আগে তাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হতে হবে। পাশাপাশি, ব্যবস্থা নিতে হবে জঙ্গিদের বিরুদ্ধে। তা না হলে ভারতের তরফে পাকিস্তানের কোনও আবেদনে সাড়া দেওয়া হবে না। ধর্মনিরপেক্ষ না হলে, শান্তির কথা বলার কোনও মানে হয় না, মন্তব্য করেন বিপিন রাওয়াত। [‘রাহুলই আমাকে পাকিস্তানে পাঠিয়েছেন’, বিস্ফোরক সিধু ] উল্লেখ্য, পাকিস্তানে গুরু নানকের শেষ জীবনের বাসস্থানে যাওয়ার জন্য কর্তারপুর করিডর তৈরি করতে সম্মত হয়েছে দিল্লি ও ইসলামাবাদ। গত বুধবার ওই করিডরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ওই অনুষ্ঠানে ইমরান খান মন্তব্য করেন, জার্মানি ও ফ্রান্স যদি সুসম্পর্ক রেখে চলতে পারে তাহলে ভারত ও পাকিস্তান কেন নয়! একই সঙ্গে জানান, দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে সমস্যার কারণ একটাই, কাশ্মীর। অনুষ্ঠানের মঞ্চে রাজনীতি টানায় সে দিনই ইমরানের সমালোচনা করেছিল নয়াদিল্লি। শুক্রবার সেই মন্তব্যের জবাব দিলেন বিপিন রাওয়াতও। [খলিস্তানি জঙ্গির সঙ্গে সিধু

ভোটে হারলেই বাংলাদেশে ধারাবাহিক বিস্ফোরণের ছক বিএনপি-জামাতের

কৃষ্ণকুমার দাস: ভোটের ফল বিএনপি-জামাতের পক্ষে না গেলে ৩১ ডিসেম্বর বাংলাদেশ জুড়ে সিরিয়াল বোমা বিস্ফোরণের পরিকল্পনা করেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূর সম্পর্কের বোন সায়রা বেগমের লন্ডনের বাড়িতে খালেদা পুত্র তারেক রহমান ও আইএসআই-এর ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার এক শীর্ষ অফিসার এক বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন জামায়েত নেতা ব্যারিস্টার আবদুর রাজ্জাক, বুদ্ধিজীবী হত্যার দুই মূল অভিযুক্ত ঢাকায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চৌধুরি মঈনউদ্দিন ও আশরাফুল আলম। বোমা বিস্ফোরণের সঙ্গে পুলিশ-র‌্যাবের উপর হামলা চালিয়ে সরকারি গাড়ি ও সম্পত্তির উপর আগুন লাগিয়ে দেওয়া হবে বলে চক্রান্ত করা হয়েছে। লন্ডনের এক নির্ভরযোগ্য সূত্রের উল্লেখ করে বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ হতেই শুক্রবার আলোড়ন পড়ে গিয়েছে। এখানেই শেষ নয়, ভোটে অশান্তি সৃষ্টির জন্য বাংলাদেশের জামাত নেতাদের হাতে ৫ মিলিয়ন ডলার সাহা়য্যও ওই বৈঠকে তুলে দেওয়া হয়েছে বলে খবর। এমন সংবাদ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার বলে খালেদা শিবিরের তরফে পালটা দাবি করা হয়েছে। [৩০০ আসনে প্র

‘রাহুলই আমাকে পাকিস্তানে পাঠিয়েছেন’, বিস্ফোরক সিধু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্তারপুর করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু। কিন্তু আমন্ত্রণ পেয়েও যাননি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দার সিং। তাঁদের বক্তব্য, পাকিস্তানকে আগে সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করতে হবে। শুধু তাই নয়, সিধুকে পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত বিবেচনা করতেও বলেন অমরিন্দার। অনুরোধ না রাখায় দলীয় সতীর্থকে কটাক্ষ করেছিলেন ‘ক্যাপ্টেন’। দেশে ফিরে এবার তাঁর বিরুদ্ধে তোপ দেগেছেন সিধু। তাঁর পালটা কটাক্ষ, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীই তাঁকে পাক সফরে পাঠিয়েছেন। তিনিই সিধুর ‘ক্যাপ্টেন’। সেনাবাহিনীর প্রাক্তন ‘ক্যাপ্টেন’ অমরিন্দার নন। বুঝিয়ে দিয়েছেন, অমরিন্দারের কথায় গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করছেন না। সিধুর কটাক্ষে পাঞ্জাবে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব ফের প্রকাশ্যে । [সোদপুর স্টেশনে মাওবাদী পোস্টার, এলাকায় তীব্র চাঞ্চল্য ] এর আগেই পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সিধু। ফের তাঁর পাক-যাত্রা নিয়ে বিতর্ক হবে বুঝে

ভাতারে দলীয় প্রচারের ফ্লেস্কে ভাষা বিভ্রাট, বিপাকে তৃণমূল

ধীমান রায়, কাটোয়া:  মোদি সরকারের বিরুদ্ধে সাম্প্রদায়িকতা ও দুর্নীতির অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু তিনি কখনও কি ‘সাম্প্রদায়িক দুর্নীতি’র কথা বলেছেন? শাসকদলের তোরণে ভাষা বিভ্রাটে বিতর্ক তুঙ্গে পূর্ব বর্ধমানের ভাতারে৷ ওই তোরণেই আবার মুখ্যমন্ত্রীকে যুবশ্রী প্রকল্পের রূপকার নয়, ‘রূপকথার’ বলে উল্লেখ করা হয়েছে৷ বেজায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব৷ ভাষাগত ভুল সংশোধন করে নেওয়ার আশ্বাস দিয়েছেন শাসকদলের স্থানীয় নেতারা৷   [ স্মাগলিংয়ের বিরুদ্ধে পুলিশকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর ] ২০১৯ সালে লোকসভা ভোটে মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জাতীয় রাজনীতিতে বিরোধী জোটের প্রধান কান্ডারীও তিনি৷ ১৯ জানুয়ারি ব্রিগেড সম্মেলনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ ব্রিগেডে সেই ঐতিহাসিক সভায় দেশের ১৮ থেকে ২০টি বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতারা হাজির থাকবেন বলে জানা গিয়েছে৷ বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানে জামুড়িয়ার জনসভা থেকে দৃপ্তকণ্ঠে দিল্লির সরকার বদলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলনেত্রীর নির্

আগামী মাসেই ভারতীয় বাজারে আসছে Nokia 7.1, দাম জানেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিন কিংবা নতুন বছরের আগে যদি স্মার্টফোন কেনার প্ল্যান থাকে, তবে এটাই সেরা সময়। কারণ বাজেটের মধ্যেই নোকিয়া নিয়ে আসছে একগুচ্ছ ফিচারের একটি নয়া মডেল। আগামী ৭ ডিসেম্বরই ভারতের বাজারে এসে যাবে Nokia 7.1। শুক্রবারই জানিয়ে দেওয়া হল, ঠিক কত টাকায় ভারতীয় ক্রেতারা ফোনটি কিনে নিতে পারবেন। গত মাসেই লন্ডনে প্রকাশ্যে এসেছিল এই হ্যান্ডসেট। এবার ভারতীয়দের মন জয় করতে প্রস্তুত নোকিয়ার নতুন অ্যান্ড্রয়েড ফোন। বাজারে আসার পরই যদি ফোনটি কিনে ফেলেন তাহলে এয়ারটেল এবং এইচডিএফসি ব্যাংকের তরফে পেয়ে যাবেন একগুচ্ছ অফার। চলুন তাহলে একবার নজর বুলিয়ে নেওয়া যাক স্মার্টফোনটির ফিচারগুলির দিকে। [মোবাইলে ব্যালেন্স থাকলে পরিষেবা বন্ধ করা যাবে না, নির্দেশ ট্রাইয়ের ] ৫.৮৪ ইঞ্চি ফুল-এইচডি ডিসপ্লের ফোনটিতে ভিডিও দেখার অভিজ্ঞতা হবে আরও আকর্ষণীয়। সঙ্গে গোরিলা গ্লাস থ্রি প্রোটেকশন থাকায় ডিসপ্লে ভাঙার চিন্তা একপ্রকার নেই বললেই চলে। ৪ জিবি ব়্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি যুক্ত Nokia 7.1 মডেলটি ভারতীয় ক্রেতাদের জন্য আসবে আপডেটেড অ্যান্ড্রয়েড পাই ভার্সানেই। ২০০ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি

সর্বস্ব হাতিয়ে নিয়ে বৃদ্ধাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল মেয়ে-জামাই!

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর:  বৃদ্ধার বাড়ি বিক্রি করে টাকা হাতিয়ে নিয়ে তাঁকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে টিটাগড় থানার বারাকপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের শঙ্খবণিক কলোনি এলাকায়। [ সোদপুর স্টেশনে মাওবাদী পোস্টার, এলাকায় তীব্র চাঞ্চল্য ] স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় শঙ্খ ব্যবসায়ী নিতাই নন্দীর বেশ কয়েক কাঠা জমি-সহ একতলা একটি বাড়ি ছিল টিটাগড় থানার বারাকপুরের লালকুঠি এলাকায়। তিন বছর আগে বৃদ্ধ বাবা-মাকে দেখভাল করার আশ্বাস দিয়ে জমি-সহ বাড়িটি বিক্রি করে দেয় বড় মেয়ে কবিতা শূর এবং বড় জামাই সুজিত শূর। তারপর নিতাইবাবু এবং তাঁর স্ত্রী নির্মলাদেবী মেয়ে-জামাইয়ের কাছে শঙ্খবণিক কলোনিতেই থাকতে শুরু করেছিলেন। দেড় বছর আগে মারা যান নিতাইবাবু। বাসিন্দাদের অভিযোগ, নিতাইবাবুর মৃত্যুর পর থেকেই নির্মলাদেবীর উপর অকথ্য অত্যাচার শুরু করে মেয়ে ও জামাই। ঠিকমতো খেতে দেওয়া হত না, মারধরও করা হত। অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে, আত্মহত্যারও চেষ্টা করেছিলেন নির্মলাদেবী। গত ২০ নভেম্বর নির্মলা নন্দীকে, তাঁর মেয়ে-জামাই বাড়ি থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ।

অন্তঃসত্ত্বার নবজীবন দান করলেন রাজ্যপাল, জানেন কীভাবে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতিকরা সাধারণত আমজনতার জন্য কিছু করেন না, এমন অভিযোগ প্রায়ই শোনা যায়৷ কিন্তু এবার সেই অভিযোগকে মিথ্যা বলে প্রমাণ করলেন অরুণাচল প্রদেশের রাজ্যপাল৷ এক অন্তঃসত্ত্বা মহিলার ত্রাতা হয়ে উঠলেন তিনি৷ নিজে হেলিকপ্টারে না উঠে ওই মহিলাকে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করে দিলেন রাজ্যপাল। [কুশপুতুল ও খেলনা বন্দুকেই নিরাপত্তারক্ষীদের বিভ্রান্ত করছে মাওবাদীরা ] একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে তাওয়াংয়ে গিয়েছিলেন অরুণাচল প্রদেশের রাজ্যপাল বি ডি মিশ্র। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু-সহ অন্য বিধায়কেরা। হঠাৎই মুখ্যমন্ত্রী ও রাজ্যের এক বিধায়কের কথোপকথন কানে আসে রাজ্যপালের। তিনি জানতে পারেন, স্থানীয় সন্তানসম্ভবা মহিলার অত্যন্ত শরীর খারাপ৷ তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন তাঁকে। সড়কপথে তাওয়াং থেকে গুয়াহাটিতে যেতে সময় লাগে প্রায় ১৫ ঘণ্টা। সে কারণে তাঁকে হেলিকপ্টারের মাধ্যমে হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি। কিন্তু, ওইদিন তাওয়াং থেকে গুয়াহাটির হেলিকপ্টার পরিষেবা বন্ধ থাকার কথা। ফলে রীতিমতো বিপাকে পড়েছেন মহিলা। আকাশপথে ইটানগরের হাসপাতালে নিয়ে গেলেই

জানেন কেন শপিং মলের এক্কেবারে উপর তলাতেই থাকে ফুড কোর্ট?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুগের সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছি আমরা৷ পথের আঁকেবাঁকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে শপিং মল, মাল্টিপ্লেক্স৷ ইট-কাঠ-কংক্রিটের বহুতলেই সময় কাটাতে বেশি পছন্দ করি আমরা৷ এসব ছাড়া কিছুই যেন ভাবতে পারি না৷ শপিং মল বা মাল্টিপ্লেক্সে যাতায়াত করেন না এমন মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে৷ আপনিও শপিং মলে গিয়ে কেনাকাটি নিশ্চয়ই করেন? খাওয়া-দাওয়া করেন না এমনটাও নয়৷ কিন্তু কখনও ভেবে দেখেছেন, শপিং মলের সবচেয়ে উপরের তলাতেই কেন ফুড কোর্ট থাকে? লেখাটি পড়ে নিশ্চয়ই ভাবছেন, এই বিষয়টি কখনও ভেবে দেখা হয়নি তো৷ তাহলে, এখন আর ভেবে লাভ নেই৷ বরং পড়ে ফেলুন কেন শপিং মলের উপরেই থাকে ফুড কোর্ট৷ [পাওলির প্রিয় রান্না কী? রেসিপি শেয়ার করলেন অভিনেত্রী ] সবার প্রথমে বলে রাখা ভালো যে শপিং মলই হোক কিংবা মাল্টিপ্লেক্স দুটির সঙ্গে জড়িত ব্যবসায়িক স্বার্থ৷ শপিং মলে থাকা ফুড কোর্টের সঙ্গেও ব্যবসায়িক সম্পর্ক যুক্ত৷ এদিকে, আবার খাদ্যরসিকের কোনও অভাব নেই পৃথিবীতে৷ যদি শপিং মলের নিচের তলায় ফুড কোর্ট রাখা হয়, সেক্ষেত্রে অন্যান্য কোনও জায়গায় না গিয়ে খাবারের জায়গাতেই বেশি সময় কাট

বিয়ের পর প্রথমবার সিদ্ধিবিনায়ক মন্দিরে দীপবীর, দেখুন ভিডিও

ভারতীয় মহিলা দলে শেষ পাওয়ার জমানা, নতুন কোচের খোঁজে বোর্ড

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় মহিলা দলের কোচ হিসেবে শুক্রবারই শেষ হয়ে গেল রমেশ পাওয়ারের মেয়াদ। আর তারপরই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সাফ জানিয়ে দেওয়া হল, পাওয়ারের মেয়াদ আর বাড়ানো হচ্ছে না। উলটে এদিনই নতুন কোচের খোঁজ শুরু করে দিল বিসিসিআই। টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দলে রাখা হয়নি মিতালি রাজকে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইংল্যান্ডের কাছে হার স্বীকার করে নেয় হরমনপ্রিতের ভারত। সে ম্যাচে মিতালিকে বাদ দেওয়ার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন প্রাক্তন তারকারা। যদিও সিওএ-র অন্যতম মহিলা সদস্য ডায়ানা এডুলজি জানিয়েছিলেন, মিতালিকে বসিয়ে কোনও অন্যায় করেনি টিম ম্যানেজমেন্ট। ক্রিকেটীয় কারণেই তাঁকে বসানো যুক্তিসঙ্গত বলেই প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন এডুলজি। পরবর্তীকালে প্রকাশ্যে আসে মিতালি বনাম পাওয়ারের সংঘাতও। জাতীয় দলের অভিজ্ঞ মহিলা ক্রিকেটার বুঝিয়ে দিয়েছিলেন কোচ রমেশ পাওয়ারের জন্যই তাঁকে খেলানো হয়নি। আবার কোচও পালটা বোঝাতে চান, মিতালির আচরণ মোটেই দলের পক্ষে ইতিবাচক ছিল না। [শর্টস পরে টসে! ফের নেটদুনিয়ায় বিরাটকে নিয়ে বির্তকের ঝড় ] পরে এ নিয়ে পাওয়ারের স

বিয়ে কবে করবে? যুবককে প্রশ্ন করে এ কী হল অন্তঃসত্ত্বার!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কবে বিয়ে করবেন?’ জীবনের একটি নির্দিষ্ট বয়সের পরও অবিবাহিত থাকলে এ প্রশ্নের সম্মুখীন অনেককেই হতে হয়। সমাজের স্বাভাবিক নিয়মেই যেন সে প্রশ্ন উঠে আসে। আত্মীয়-পরিজন থেকে বন্ধু মহল, প্রত্যেকেই কৌতূহলের বশে প্রশ্নটি করে ফেলেন। অগত্যা সে প্রশ্নের উত্তরও দিতে হয়। অনেকে আবার নানা অছিলায় তা এড়িয়ে যাওয়ারও চেষ্টা করেন। কিন্তু ইন্দোনেশিয়ার এক ব্যক্তি এই প্রশ্ন শুনে যে এমন কাণ্ড ঘটাবে, তা স্বপ্নেও ভাবেননি প্রশ্নকর্তা। তর্ক-বিতর্ক, ঝগড়া-ঝাটি, রাগ-অভিমান নয়, এক্কেবারে খুনই হলেন তিনি। [কড়কড়ে নোট নিয়ে চম্পট ইঁদুর, ক্যাশবাক্স খুলে মাথায় হাত ব্যবসায়ীর ] হ্যাঁ, বিশ্বাস না হলে আবার পড়ুন। সিনেমার চিত্রনাট্যের থেকেও বেশি চমকপ্রদ এ ঘটনা। অনেক সময় অলীক কাহিনির থেকেও বাস্তবের ঘটনা বেশি বিস্ময়কর হয়। এটি তারই উদাহরণ বলা যেতে পারে। এবার আসা যাক ঘটনায়। ইন্দোনেশিয়ার ক্যাম্পাং প্যাসির জংয়ের নাগরিক ফৈজ নুরদিন। বছর আঠাশের ওই যুবক এখনও জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেনি। স্বাভাবিকভাবেই প্রতিবেশীদের কৌতূহল, কবে বিয়ের পিঁড়িতে বসবে সে। একইভাবে এ প্রশ্ন জেগেছিল ৩২ বছরের প্রতিবেশী গর্ভবতী

সোদপুর স্টেশনে মাওবাদী পোস্টার, এলাকায় তীব্র চাঞ্চল্য

Image
আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: কয়েকটি হাতে লেখা, কয়েকটি আবার ছাপানো। মাওবাদী পোস্টার পড়ল শিয়ালদহ দক্ষিণ শাখার ব্যস্ততম স্টেশন সোদপুরে৷ এই পোস্টার ঘিরেই এলাকায় তীব্র চাঞ্চল্য। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্ল্যাটফর্ম থেকে কমপক্ষে ২৫টি পোস্টার উদ্ধার করেছে রেল পুলিশ। মুখে কুলুপ প্রশাসন ও রেল পুলিশের কর্তাদের। [ সাঁতরাগাছি ওভারব্রিজে পদপিষ্টের ঘটনায় জমা পড়ল তদন্ত রিপোর্ট ] দক্ষিণ শাখার সোদপুর থেকে নিত্যদিন কলকাতায় যাতায়াত করেন বহু মানুষ।সেই সোদপুর স্টেশনেই কিনা দিনেদুপুরে পোস্টার সেঁটে দিয়ে গেল মাওবাদীরা৷ শুক্রবার দুপুরে এক নম্বর প্ল্যাটফর্মে ওঠার সিঁড়িতে প্রথমে মাওবাদীদের পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা।এরপর একই পোস্টার নজরে পড়ে চার নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনেও।ঘটনাটি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোদপুর স্টেশনে কমপক্ষে ২৫টি মাওবাদী পোস্টার লাগানো হয়েছিল।কয়েকটি পোস্টার লাল ও কালো কালি দিয়ে হাতে লেখা হয়েছিল।আর বাকিগুলি ছাপানো।ছাপানো পোস্টারগুলির নিচে ‘ভারতের কমিউনিস্ট পার্টি(মাওবাদী)’ লেখাও ছিল। খবর পেয়ে পোস্টারগুল

মধ্যবিত্তের জন্য সুখবর, এক ধাক্কায় অনেকখানি কমছে গ্যাসের দাম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  গ্যাসের মূল্যবৃদ্ধিতে মাথায় হাত দেওয়া মধ্যবিত্তের জন্যে সুখবর৷ টানা ৬ মাস মূল্যবৃদ্ধির পর এক ধাক্কায় অনেকটাই কমছে গ্যাসের দাম। কমছে ভরতুকিযুক্ত এবং ভরতুকিবিহীন গ্যাসের দাম৷ ভরতুকিযুক্ত গ্যাসের দাম কমছে ১৩৩ টাকা। সিলিন্ডার পিছু প্রায় ৬ টাকা দাম কমছে ভরতুকিবিহীন গ্যাসের। ১ ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকর হচ্ছে। [গলায় তার জড়িয়ে শ্বাসরোধ করে খুন? আইনজীবী মৃত্যুতে নয়া মোড় ] গত কয়েকমাস ধরে লাগাতার দাম বৃদ্ধি হচ্ছিল গ্যাসের। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়৷ নাভিশ্বাস হতে হয়েছিল মধ্যবিত্তকে৷  প্রায় ৯০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল রান্নার গ্যাসের দাম। এভাবে দাম বৃদ্ধি হওয়াতে কেন্দ্রের বিরুদ্ধে অসন্তোষ ক্রমশ বাড়ছিল। মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলিও৷ কিন্তু ১ ডিসেম্বর থেকে কমছে গ্যাসের দাম৷ তার জেরে মাসছয়েক ধরে বেশি দামে গ্যাস কিনতে কিনতে নাজেহাল মধ্যবিত্তের মুখে শেষমেশ ফুটল হাসি৷ সিলিন্ডার পিছু দাম অনেকটাই কমায় স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন গৃহস্থেরা৷ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, দিল্লিতে ১৪.২ কেজি রান্নার গ্যাসের

প্রথম বিবাহবার্ষিকীতে কী করতে চলেছেন বিরুষ্কা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর ১১ ডিসেম্বর দিনটি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার জীবনের একটি বিশেষ দিন ছিল। সেই দিনটিতেই দীর্ঘদিনের প্রেম বদলে গিয়েছিল পরিণয়ে। ইটালির সুসজ্জিত টাস্কানির মনোরম পরিবেশে চারহাত এক হয়েছিল বিরুষ্কার। রূপকথার মতো সুন্দর সেই বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন সেলেব কাপলের ঘনিষ্ঠরা। দেখতে দেখতে বছর ঘুরে গেল। আগামী মাসেই তাঁদের প্রথম বিবাহবার্ষিকী। আর তা যে স্পেশ্যাল হবেই, সে আর বলার অপেক্ষা রাখে না। [প্রস্তুতি ম্যাচে চোট, অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেলেন পৃথ্বী ] কিন্তু সে সময় তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলের নেতৃত্বে ব্যস্ত থাকবেন বিরাট। তাহলে? আসলে তারকা দম্পতি ব্যক্তিগত ও পেশাদার জীবনকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে শিখে গিয়েছেন। অনুষ্কার জন্মদিন কিংবা করবা চৌথ, প্রত্যেক ক্ষেত্রেই তার প্রমাণ মিলেছে। এবার বিবাহবার্ষিকীর জন্যও আগেভাগেই পরিকল্পনা সেরে ফেলেছেন তাঁরা। শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়াতেই এই বিশেষদিন উদযাপন করবেন তাঁরা। এর জন্য ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে ক্যাঙারুর দেশে উড়ে যাবেন অভিনেত্রী। আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু প্রথম টেস্ট। ১০ তার

শর্টস পরে টসে! ফের নেটদুনিয়ায় বিরাটকে নিয়ে বির্তকের ঝড়

Image
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগেই বিরাট কোহলিকে সতর্ক করেছিল বিসিসিআইয়ের প্রশাসনিক কমিটি (সিওএ)। শোনা গিয়েছিল, সিওএ-র সদস্য নিজে ফোন করে বিরাট কোহলিকে সতর্ক করেছিলেন, অস্ট্রেলিয়ায় যেন সংবাদমাধ্যম এবং সমর্থকদের সঙ্গে কোনও অভব্য আচরণ না করেন তিনি। কোনওরকম আচরণের জন্য যেন তাঁকে বিতর্কের মুখে পড়তে না হয়। কিন্তু সতর্কবাণী কাজে এল না। টেস্ট সিরিজ শুরুর আগেই ফের সোশ্যাল মিডিয়ায় ভক্তদের বিরাগভাজন হলেন ভারত অধিনায়ক। CA XI have won the toss and will field first #TeamIndia pic.twitter.com/J8fb8BJp8x — BCCI (@BCCI) November 28, 2018 এবার কী করলেন কোহলি? বিষয়টা তাহলে খোলসা করে বলা যাক। অ্যাডিলেডে অজিবাহিনীর বিরুদ্ধে প্রথম টেস্টের আগে সিডনিতে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সঙ্গে একটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলছে ইন্ডিয়ানস। যে ম্যাচের টসের সময় বিরাট হাজির হয়েছিলেন একটি হাফ প্যান্ট (শর্টস) পরে। অন্যদিকে টেস্ট ম্যাচের মতো সাদা পোশাকে ছিলেন প্রতিপক্ষের অধিনায়ক স্যাম হোয়াইটম্যান। সোশ্যাল মিডিয়ায় সেই টসের ছবিটি পোস্ট করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আর তারপর থেকেই উঠেছে সমালোচনার

গ্রাফিক্সের কারসাজিতে কাত দর্শক, বক্স অফিস কাঁপাচ্ছে থালাইভার ‘২.০’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তি পাওয়ার পরই রজনীকান্তের ‘২.০’ নিয়ে শুরু হয়ে গিয়েছে শোরগোল৷ হাউসফুলের পর হাউসফুল সবকটি শো৷ সবার মনে একটাই প্রশ্ন, নতুন ছবিতে এবার কী ম্যাজিক করলেন রজনীকান্ত? ভিলেন হয়ে রজনীকান্তের বিপরীতে দাঁড়িয়ে নিজেকে কী ধরে রাখতে পারলেন অক্ষয় কুমার? যদিও বক্স অফিসেই মিলছে সমস্ত প্রশ্নের উত্তর৷ মুক্তির দু’দিনের মধ্যেই সাড়ে ৭৩  কোটি টাকা আয় করল এই সিনেমা৷ [মুক্তির আগেই ৩৭০ কোটি টাকা ঘরে তুলল ‘২.০’] রজনীকান্তের ছবি মানেই গোটাটাই এন্টারটেনমেন্ট৷ ‘২.০’-এর ক্ষেত্রেও ছক একইরকম৷ গোটা সিনেমায় এন্টারটেনমেন্টই শেষ কথা৷ তাই ‘২.০’ হলে দেখতে যাওয়ার আগে পৃথিবীর সমস্ত যুক্তি-তর্ক, কারণ-কার্য সম্পর্ক বিসর্জন দিয়ে যাওয়াই ভাল৷ কারণ, এই ছবি শুধু মুগ্ধ হয়ে গ্রাফিক্সের কারসাজি দেখার জন্যই আদর্শ৷ রজনী ও পরিচালক শংকর হাতে হাত মিলিয়ে তৈরি করেছেন ‘২.০’৷ ভরপুর গ্রাফিক্স ও চূড়ান্ত বিনোদন উপহার দিয়েছেন দর্শকদের৷ তাই গল্প হিসেবে বা ছবির শৈলী হিসেবে নতুন কিছু থাকলেও তবে রজনীর এই নতুন ছবিতে রয়েছে টানটান চিত্রনাট্য৷ আর রজনীকান্ত ও অক্ষয় কুমারের দুর্দান্ত অভিনয়৷ পরিচালক শ

মেয়র নির্বাচনে স্থগিতাদেশ জারির আরজি খারিজ হাই কোর্টের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া পুর আইন নিয়ে শুনানি চলবে৷ তবে মেয়র নির্বাচনে স্থগিতাদেশের আরজি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট৷ মামলার পরবর্তী শুনানি ১৭ ডিসেম্বর৷ এদিকে রাজ্যে রথযাত্রার অনুমতি চেয়ে হাই কোর্টে মামলা করেছে বিজেপি৷ [ উপস্থিতি কম থাকায় পরীক্ষায় বসতে বাধা, ধুন্ধুমার কাণ্ড সাউথ সিটি কলেজে ] বিধায়ক হওয়ার সুবাদে মন্ত্রী হয়েছিলেন৷ আবার কলকাতা পুরসভার কাউন্সিলরও ছিলেন৷ তাই শোভন চট্টোপাধ্যায়ের মেয়র হওয়া নিয়ে প্রশ্ন ওঠেনি৷ সম্প্রতি কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি৷ ৩ ডিসেম্বর মেয়র পদে নির্বাচন৷ শাসকদলের প্রার্থী পুর ও নগরোয়ন্নন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ সংখ্যার বিচারে তাঁর জয় নিয়ে সংশয় নেই৷ কিন্তু সমস্যা ছিল অন্যত্র৷ পুরানো পুর আইনে কাউন্সিল নন, এমন কাউকে মেয়র করার সংস্থান ছিল না৷ ফিরহাদ হাকিম প্রাক্তন কাউন্সিলর৷ পুর আইনে সংশোধনী বিল পাশ হয়ে গিয়েছে বিধানসভায়৷ রাজ্যের অ্যান্টনি জেনারেলের সঙ্গে আলোচনা করে বিলে স্বাক্ষর করেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীও৷ সংশোধিত পুর আইন অনুয়ায়ী, কাউন্সিলর না হয়েও কলকাতা পুরসভার মেয়র হওয়া যাবে৷ তবে শপথ গ্রহণের ছয় মাসের মধ্যে সংশ্লিষ্ট

সোশ্যাল সাইটে পরিচয় বদল মালাইকার, ব্যাপারটা কী?

Image
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বি-টাউনে সম্পর্কের ভাঙাগড়া লেগেই থাকে৷ সদ্যই রাজকীয়ভাবে চারহাত এক হয়েছে দীপিকা-রণবীরের৷ যোধপুরের উমেদ ভবনে বিয়ের আসর প্রায় বসেই গিয়েছে নিক-প্রিয়াঙ্কার৷ একের পর এক বিয়ের খবরে যখন মাতোয়ারা অনুরাগীরা, তখন সকলের নজর এড়িয়ে সম্পর্কের গভীরতা বাড়ছে মালাইকা-অর্জুনের৷ বলিউডের কানাঘুসোকে সত্যি করেই নাকি ধীরে ধীরে সম্পর্কের কথা এবার প্রকাশ্যে আনছেন লাভ বার্ডস৷ [প্রতিশোধ নিতেই কি অর্পিতার বউদি মালাইকাকে বিয়ের সিদ্ধান্ত অর্জুনের? ] সলমন খানের ছোট ভাই আরবাজের সঙ্গে দীর্ঘ দাম্পত্য সম্পর্ক ছিল মালাইকার৷ আচমকাই বিচ্ছেদ হয় দু’জনের৷ তারপর থেকে বি-টাউনে নয়া গুঞ্জন৷ অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন আরবাজ-ঘরনি৷ এদিকে, মালাইকার আগে সলমনের বোন অর্পিতাকে নাকি মন দিয়েছিলেন অর্জুন৷ বলিপাড়ায় কান পাতলেই এখন শোনা যাচ্ছে, বিচ্ছেদের প্রতিশোধ নিতেই নাকি অর্পিতার বৌদি মালাইকার সঙ্গে প্রেম করছেন অর্জুন৷ দু’জনের প্রেম নিয়ে কানাঘুসো চলছে বহুদিন৷ যদিও প্রথমে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি লাভ বার্ডস৷ অর্জুন সম্পর্কের কথা মেনে নেন কয়েকদিন আগে৷ তিনি জানা

শান্তিপুর বিষমদ কাণ্ডেও হুঁশ ফেরেনি, ঘাটালে রমরমিয়ে চলছে চোলাই কারবার

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: বিষমদের কারবার রুখতে পুলিশ ও আবগারি দপ্তরকে শক্ত হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, কোথায় কী? মুখ্যমন্ত্রীর নির্দেশ ও শান্তিপুর বিষমদ কাণ্ডে ১২ জনের মৃত্যুর পরও হুঁশ ফেরেনি ঘাটালের আবগারি দপ্তরের৷ ঘাটাল ব্লকের মনশুকা গ্রাম পঞ্চায়েতের বরকতিপুর ও দীর্ঘগ্রামে রমরমিয়ে চলছে চোলাই মদের কারখানা৷ পাইকারি হারে পাচার হয়ে যাচ্ছে লিটার-লিটার চোলাই৷ তা মোটরবাইক বা সাইকেলে চাপিয়ে ছড়িয়ে পড়ছে ভিন জেলায়৷ সব জেনেও হুঁশ নেই আবগারি দপ্তরের কর্তাদের৷ তবে, স্থানীয়দের অভিযোগ বেশ তৎপর প্রশাসনিক কর্তা৷ এলাকায় রমরমিয়ে চলা চোলাই কারবারের অভিযোগ প্রসঙ্গে আবগারি দপ্তরের ঘাটাল ওসি তারক মাহাতো বলেন, “মাঝে-মাঝেই চোলাই কারখানায় হানা দেওয়া হয়৷ গ্রেপ্তারও হয়৷ অভিযোগ এলে ফের অভিযান চালানো হবে৷” [স্মাগলিংয়ের বিরুদ্ধে পুলিশকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর] তখনও ভোর হয়নি৷ শুক্রবার ঘাটালের মনশুকা গ্রাম পঞ্চায়েতের বরকতিপুর ও দীর্ঘগ্রাম৷ তখনও দাউদাউ করে জ্বলছে উনুন৷ উনুনে চাপানো হয়েছে বড় হাঁড়ি৷ হাঁড়িতে টগবগ করে ফুটছে পচা গুড়৷ সেই 

দক্ষিণ চিন সাগরে মার্কিন রণতরী, পালটা নৌবহর পাঠাল চিন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ চিন সাগর নিয়ে আবারও চরমে চিন-আমেরিকা দ্বন্দ্ব৷ বিতর্কিত ওই অঞ্চলে রণতরী প্রবেশ করিয়ে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করা হয়েছে এবং ইচ্ছাকৃত ভাবে সেখানকার শান্তিকে বিঘ্নিত করেছে আমেরিকা৷ ঠিক এই কঠোর ভাষাতেই ঘটনার প্রতিবাদ জানাল চিনা বিদেশমন্ত্রক৷ তাঁদের মুখপাত্র জেং শুয়াং জানান, মার্কিন রণতরীকে ওই অঞ্চল থেকে পিছু হটানোর জন্য পালটা রণতরী ও যুদ্ধবিমান পাঠিয়েছে বেজিংও৷ [ খাশোগ্গি হত্যায় ‘লিপ্ত’ সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ মোদির ] জানা গিয়েছে, এই ঘটনার সূত্রপাত হয় গত সোমবার৷ যখন দক্ষিণ চিন সাগরে অবস্থিত পারাসেল দ্বীপপুঞ্জের গা ঘেঁসে চলে যায় মার্কিন রণতরী ইউএসএস চ্যান্সেলরভিলে৷ দীর্ঘদিন ধরেই এই দ্বীপপুঞ্জকে নিজেদের সম্পত্তি বলে দাবি করে আসছে চিন৷ ফলে তাঁদের দাবি করা সম্পত্তির পাশ দিয়ে মার্কিন রণতরী যাওয়ার ঘটনায় রাতের ঘুম উড়ে যায় বেজিংয়ের৷ একেই দক্ষিণ চিন সাগর নিয়ে তাঁদের সঙ্গে আমেরিকার দ্বন্দ্ব লেগেই রয়েছে৷ এমত অবস্থায়, তাঁদের দাবি করা সম্পত্তিতে মার্কিন নজর পড়ার আশঙ্কায় তড়িঘড়ি সেখানে পালটা রণতরী ও যুদ্ধবিমান পাঠিয়েছে জিনপিং প্রশাসন৷ সাং

বিষমদ কাণ্ডের পর শান্তিপুরে পার্থ, মৃতদের পরিবারের পাশে রাজ্য

বিপ্লব দত্ত, নদিয়া:  লাগাতার অভিযানে গ্রেপ্তার শান্তিপুর বিষমদ কাণ্ডের কিংপিন গণেশ হালদার৷ সরকারের আর্থিক সাহায্যের টাকাও পেয়ে গেলেন মৃতের পরিবারের লোকেরা৷ শুক্রবার শান্তিপুরে গিয়ে তাঁদের হাতে দু’লক্ষ টাকার চেক তুলে দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁর সঙ্গে ছিলেন কারামন্ত্রী ও জেলার নেতা উজ্জ্বল বিশ্বাস৷ এদিকে শান্তিপুরে ঢোকার মুখে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ল বিজেপি প্রতিনিধি দল৷ কালো পতাকা দেখানো হল কৈলাশ বিজয়বর্গীয় এবং মুকুল রায়কে৷ [ মাকে দাহ করে এসে চোলাই মদের বিষে মৃত্যু ছেলের ] শান্তিপুর বিষমদ কাণ্ডে মৃতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ একযোগে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও সিআইডি৷ বেআইনি চোলাই মদের কারবার রুখতে আবগারি দপ্তরকে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার বিষমদ কাণ্ডে অভিযুক্তদের ধরতে রাতভর অভিযান চলে শান্তিপুরে৷ শুক্রবার সকালে ধরা পড়ে চোলাই মদের কারবারের কিংপিন গণেশ হালদার৷ তদন্তকারীদের দাবি, গণেশের ঠেকে চোলাই মদ খেয়েই মারা গিয়েছেন ১২ জন৷ বেলায় শান্তিপুরে

কুশপুতুল ও খেলনা বন্দুকেই নিরাপত্তারক্ষীদের বিভ্রান্ত করছে মাওবাদীরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের আবহে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে ফের সক্রিয় হয়েছে মাওবাদীরা৷ বেড়েছে তাদের নাশকতামূলক কার্যকলাপ৷ এই দুই রাজ্যে প্রায় প্রত্যেকদিনই মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা৷ এহেন পরিস্থিতিতে উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য৷ ঘন জঙ্গলে গোপন অভিযান চালিয়ে সিআরপিএফ জওয়ানরা খোঁজ পেলেন বেশকিছু কুশপুতুলের৷ যেগুলির মুখে কাপড় বাঁধা, হাতে রয়েছে খেলনা বন্দুক  এবং সেগুলিকে দেখতে পুরোপুরি মাওবাদীদের মতো৷ নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, এই কুশপুতলগুলির দ্বারাই তাঁদের বিভ্রান্ত করার চেষ্টা করছে মাওবাদীরা৷ নকশালদের এই নয়া কৌশলই বর্তমানে নয়া মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সিআরপিএফের৷ [ খলিস্তানি জঙ্গির সঙ্গে সিধুর ছবি, এনআইএ তদন্তের দাবি স্বামীর ] Chhattisgarh: 150th battalion of Central Reserve Police Force (CRPF) yesterday recovered three dummies of Naxals carrying fake wood weapons in Sukma, when the company was going towards Chintagufa area for area domination. An IED was detected near one of the dummy & was demolished pic.twitter.com/GFYm