Posts

Showing posts from January, 2019

আয়ুষ্মান ভারত প্রকল্পে গরিবের সঞ্চয় ৩ হাজার কোটি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ এর ঠিক একদিন পর অর্থাৎ শুক্রবার অন্তর্বর্তী বাজেটে আয়ুষ্মান ভারত প্রকল্পে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পীযূষ গোয়েল৷ জানালেন, বিশ্বের সবচেয়ে বড় চিকিৎসা পরিষেবা প্রকল্প হল আয়ুষ্মান ভারত৷ এর আওতায় দেশের ৫০ কোটি  মানুষ চিকিৎসার সুবিধা পাবেন৷ ফলে দরিদ্র মানুষদের প্রায় তিন হাজার কোটি টাকা সঞ্চয় হচ্ছে৷ [ ৩ লক্ষ কোটি টাকার অনাদায়ী ঋণ আদায়ে সক্ষম কেন্দ্র, দাবি গোয়েলের ] বাজেট অধিবেশন শুরু আগে বৃহস্পতিবার লোকসভায় বক্তৃতা দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ কেন্দ্রের বিজেপি সরকারের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের ভূয়সী প্রশংসা পঞ্চমুখ ছিলেন কোবিন্দ৷ তিনি জানান, গত চারমাসে হাসপাতালগুলিতে প্রায় ১০ লক্ষ মানুষ এই প্রকল্পে পরিষেবা পেয়েছেন। তিনি আরও বলেন ২০১৪ সালের আগে দেশ দিশাহীন ছিল। পালাবদলের পর মসনদে বসে নয়া ভারত গড়ার দিকে কাজ করেছে সরকার। সরকারের প্রকল্পগুলি থেকে সরাসরি লাভান্বিত হয়েছে গরিব মানুষরা। রাষ্ট্রপতির ভাষণেরই প্রভাব দেখা গেল শুক্রবারের অ

বেঙ্গালুরুতে ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান মিরাজ, পাইলটের মৃত্যু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ফের ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বোমারু বিমান মিরাজ। এবার বেঙ্গালুরুতে। দুর্ঘটনায় বিমানের একজন পাইলট মারা গিয়েছে বলে খবর। [ ‘র’-এর বিশেষ বিমানে দেশে ফিরল চপার কেলেঙ্কারির দুই অভিযুক্ত ] রাফালে যুদ্ধ বিমান কেনা নিয়ে যখন সরগরম জাতীয় রাজনীতি, তখন ভারতীয় বায়ুসেনার একের এক যুদ্ধবিমান ভেঙে পড়ছে। মাত্র চারদিনের ব্যবধানে ফের ভেঙে পড়ল আরও একটি বোমারু বিমান। জানা গিয়েছে, শুক্রবার সকালে বেঙ্গালুরুতে হ্যালের নিজস্ব বিমানবন্দরে মহড়ায় অংশ নিয়েছিল যুদ্ধবিমান মিরাজ। বিমানে দু’জন পাইলট ছিলেন। কিন্তু, রানওয়েত থেকে ওড়ার কিছুক্ষণ পরেই হুড়মুডিয়ে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর তড়িঘড়ি দু’জন পাইলটকে বিমান থেকে বের করা আনা হয়েছিল। কিন্তু, একজনকে বাঁচানো যায়নি। বিমানের ধ্বংসাবশেষে উপর পড়ে গুরুতর জখম হয়েছিলেন যুদ্ধবিমান মিরাজের ওই পাইলট। ঘটনাস্থলেই মারা যান তিনি। অপর পাইলট ভরতি হাসপাতালে। গত সোমবারই উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে ৩২২ কিমি দুরে ভেঙে পড়েছিল বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমান। সেবার বরাতজোরে প্রাণে বেঁচে দিয়েছিল

৩ লক্ষ কোটি টাকার অনাদায়ী ঋণ আদায়ে সক্ষম কেন্দ্র, দাবি গোয়েলের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনাদায়ী ঋণের দায়ে জর্জরিত ব্যাংকিং সেক্টর নিয়ে বাজেটে মুখ খুললেন পীযূষ গোয়েল৷ বিরোধীদের অভিযোগ খারিজ করে সংসদে তিনি জানান, ২০১৭-২০১৮ অর্থবর্ষে ৩ লক্ষ কোটি টাকার অনাদায়ী ঋণ আদায়ে সক্ষম হয়েছে কেন্দ্র৷ ঋণখেলাপকারীদের কোনওমতেই রেহাই দেওয়া হবে না বলে সাফ জানান তিনি৷ Finance Minister Piyush Goyal: Almost 3 lakh crore has already been recovered in favour of banks and creditors, big defaulters have also not been spared by our government pic.twitter.com/xMTtopcaQV — ANI (@ANI) February 1, 2019 গোয়েল জানান, ব্যাংকিং ব্যবস্থায় সংস্কার করেছে কেন্দ্র। ফেরত এসেছে বড় অঙ্কের অনাদায়ী ঋণ। বিশ্বের অর্থনীতিতে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ভারত। বিজেপি সরকার মসনদে আসার পর থেকে দেশে ২০১৯ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে বলেই দাবি করলেন অর্থমন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। খতিয়ান তুলে ধরে তাঁর দাবি, ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশের ধার বেড়েছিল। কিন্তু বিজেপি সরকার তাতে নিয়ন্ত্রণ এনেছে৷  বিজয় মালিয়াকে নিয়ে দিনকয়েক আগেই বিরোধীদের খোঁচা সহ্য করতে হয়েছে মোদি সরকারকে৷ লোকস

‘র’-এর বিশেষ বিমানে দেশে ফিরল চপার কেলেঙ্কারির দুই অভিযুক্ত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিভিআইপি কপ্টার কেলেঙ্কারি মামলায় দুবাই থেকে গ্রেপ্তার করা হল ব্যবসায়ী রাজীব সাক্সেনা এবং উড়ান সংক্রান্ত দপ্তরের লবিয়িস্ট দীপক তলোয়ারকে৷ তাদের গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার এই দু’জনকে দুবাই থেকে ভারতে প্রত্যর্পণ করল নয়াদিল্লি। দুবাই থেকে একটি ‘র’-এর বিশেষ বিমানে এই দুই ব্যক্তিকে উড়িয়ে আনা হয় ভারতে। [ রেলের শূন্যপদে ষাটোর্ধ্ব বৃদ্ধদের নিয়োগ, সরব কর্মী সংগঠন ] ৩৬০০ কোটি টাকার ভিভিআইপি কপ্টার কেলেঙ্কারি মামলায় অন্যতম অভিযুক্ত সাক্সেনা। অন্যদিকে ৯০ কোটি টাকার বিদেশি তহবিল অপব্যবহারের অভিযোগ রয়েছে দীপকের বিরুদ্ধে। সাক্সেনা ও দীপক দু’জনকেই অর্থ তছরুপের অভিযোগে গ্রেপ্তার করেছে ইডি। তদন্তকারীদের আবেদনের প্রেক্ষিতে বুধবার দুবাই প্রশাসন সাক্সেনা ও দীপককে আটক করে। পরে তাঁদের ভারতীয় তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ইডি এ দিন এই দু’জনের স্বাস্থ্য পরীক্ষা করায়। তার পরই তাঁদের আদালতে তোলা হয়। দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের বিচারক অরবিন্দ কুমার এদিন সাক্সেনাকে চারদিন এবং দীপককে সাতদিন ইডির হেফাজতে রাখার নির্দে

সরকারি হাসপাতালে ৩২০০জন নিরাপত্তারক্ষী নিয়োগ

গৌতম ব্রহ্ম: নিরাপত্তা বাড়ছে সরকারি হাসপাতালের। মেডিক্যাল কলেজগুলিতে ২৫ জন, জেলা হাসপাতালে ২৪ জন ও মহকুমা হাসপাতালে ১৬ জন করে সিভিক ভলান্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দপ্তর৷ [পরীক্ষা নয়, শুধু ইন্টারভিউ দিয়েই প্রচুর চাকরির সুযোগ এসবিআই-তে] বৃহস্পতিবার এই মর্মে যে নির্দেশিকা জারি হয়েছে তাতে বলা হয়েছে, মেডিক্যাল কলেজ থেকে গ্রামীণ হাসপাতাল সর্বত্রই নিরাপত্তা বাড়ানো হচ্ছে। সব মিলিয়ে মোট ৩২০০জন রক্ষী চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে। এর মধ্যে ১৫০০ রক্ষী থাকবে বিপর্যয় মোকাবিলা দপ্তরের অধীনে। বাকিরা রাজ্য পুলিশের তত্ত্বাবধানে। এক বছরের চুক্তিতে এই নিয়োগ হবে। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে রোগীর চাপ ক্রমশ বাড়ছে। চিকিৎসকদের উপরও হামলার ঘটনাও নিয়মিত ঘটছে। তাই নিরাপত্তা নিয়ে ডাক্তার-নার্সদের মধ্যে অসন্তোষ রয়েছে। এই ৩২০০ নিরাপত্তারক্ষী বর্তমান নিরাপত্তারক্ষীদের সঙ্গে একযোগেই কাজ করবেন। স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে৷ [প্রচুর কর্মী নিয়োগ করবে বিএসএফ, মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন ] Bengali News Bengali News via Sangbad Pratidin

বাজেট ২০১৯ LIVE Updates: জনমোহিনী নাকি বাস্তবমুখী, কী আছে গোয়েলের ঝুলিতে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:   লোকসভা  ভোটের আগে শেষ বাজেট মোদি সরকারের। অরুণ জেটলির অসুস্থতার জন্য লোকসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পীযূষ গোয়েল। ভোটের আগে শেষ বাজেটে একাধিক জনমোহিনী প্রকল্প ঘোষণার সম্ভাবনা। সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন… বাজেটের আগেই সংসদে বিক্ষোভ টিডিপি সাংসদদের। অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাখেচ্ছেন তাঁরা। লোকসভার আগে মানুষের মন পেতে অবাস্তব প্রকল্প ঘোষণা করতে পারে কেন্দ্র, দাবি লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের। বাজেট পেশের আগে চাঙ্গা শেয়ার বাজার, সেনসেক্স বেড়েছে ১৫১ পয়েন্ট, আপাতত সেনসেক্স ৩৬ হাজার ৮০৮. ১৩ পয়েন্টে। সকাল ১০ টায় সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পীযূষ গোয়েল।  #WATCH Finance Minister Piyush Goyal arrives at the Parliament with the #Budget briefcase. He will present the interim #Budget 2019-20 at 11 am #Budget2019 pic.twitter.com/4sCsHZUCBI — ANI (@ANI) February 1, 2019 Bengali News Bengali News via Sangbad Pratidin

জনরোষ নাকি অতিরিক্ত ঘুমের ওষুধ, চিতাবাঘের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

Image
রাজকুমার, আলিপুরদুয়ার: ফের চিতাবাঘের হামলায় জখম হলেন দুই আলু শ্রমিক ও এক সিভিক ভলান্টিয়ার। বৃহস্পতিবার ফালাকাটার রাইচেঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে। তবে সহজে রেহাই মেলেনি চিতাবাঘটির। উত্তেজতি জনতা লাঠিসোঁটা নিয়ে মারধর করে চিতাবাঘটিকে৷ এতে চিতাবাঘটির গায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়। এরপর বনকর্মীরা গিয়ে ঘুমপাড়ানি গুলি করে। চিতাবাঘটিকে খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। প্রশ্ন উঠছে স্থানীয়দের মারধরেই নাকি গুমপাড়ানি গুলির ওভারডোজে মৃত্যু হয়েছে চিতাবাঘটির। এদিকে এদিনই বীরপাড়া-মাদারিহাট ব্লকের হান্টাপাড়া চা বাগানে আরেকটি চিতাবাঘকে খাঁচাবন্দি করা হয়। এই চিতাবাঘটিকে খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। [ডুয়ার্সের হান্টাপাড়া চা বাগানে ধরা পড়ল চিতাবাঘ, আতঙ্কিত শ্রমিকরা] বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের রাইচেঙ্গা গ্রামে দুপুরে একটি চিতাবাঘ দেখতে পান স্থানীয়রা। গ্রামের কাদম্বিনি মোড়ের কাছে একটি আলু খেতে হামলা চালায় চিতাবাঘটি। সেখানে আলু খেতে দু’জনের উপর হামলা চালায়। এরপরই চিতাবাঘটিকে লাঠিসোঁটা দিয়ে মারধর করে। এতে চিতাবাঘটির গায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়। হুলস্থ

নিশানায় লোকসভা নির্বাচন, ভিন রাজ্য থেকে অস্ত্র পাচার বাংলায়

শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: লোকসভা নির্বাচনের আগে ভিন রাজ্য থেকে এই রাজ্যে পাচার হচ্ছে অস্ত্র। উত্তরের জেলা থেকে পাচার হওয়া ওই অস্ত্র ছড়িয়ে যাচ্ছে পুরো রাজ্যে। সম্প্রতি তদন্তে এমনটাই তথ্য উঠে এসেছে পুলিশ আধিকারিকদের হাতে। বুধবার শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি থেকে অস্ত্র-সহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ ও সশস্ত্র সীমা বলের জওয়ানরা। তাঁর কাছ থেকে বিহারের মুঙ্গের মেড তিনটি ইম্প্রোভাইজ ৯ এমএম পিস্তল ও ১৩টি কার্তুজ উদ্ধার হয়েছে। [একই দিনে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর সভা, তৃণমূলকে চাপে ফেলতে তৎপর বিজেপি ] ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে বিহার ও ঝাড়খন্ড থেকে বিশাল পরিমাণ অস্ত্র এই রাজ্যে পাচারের ছক কষা শুরু করেছে দুষ্কৃতীরা। পাশাপাশি উত্তরপ্রদেশ থেকেও পাচারের অস্ত্রের কিছু অংশ এই রাজ্যে আসছে। এমন তথ্য গোয়েন্দা রিপোর্টে আসার বিষয়টি আগে থেকেই আঁচ করেছিলেন রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা। সেই জন্য ইতিমধ্যে বাংলার সঙ্গে বিহার ও ঝাড়খন্ড সীমান্তে পুলিশের তরফে নজরদারি বাড়ানো হয়েছে। লোকসভা নির্বাচনের সময় বহিরাগত দুষ্কৃতী ও পাচার হওয়া অস্ত্র দিয়ে সন্ত্রাস সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে বলেও জানতে পের

চুরি গিয়েছে সাইকেল, ডার্বির নায়ক জবিকে বাইক উপহার দিচ্ছে ইস্টবেঙ্গল

স্টাফ রিপোর্টার: ভাল পারফরম্যান্স করে যেতে পারলে পুরস্কারের মাত্রা ক্রমশ বাড়তে থাকে। লাল-হলুদের নতুন তারা জবি জাস্টিনের ক্ষেত্রেও হতে চলেছে তা। টানা দু’টি বড় ম্যাচে গোল। বিদেশিদের পিছনে ফেলে একের পর এক ম্যাচে ধারাবাহিকভাবে দুরন্ত পারফরম্যান্স। পাঁচটি ম্যাচে সেরার স্বীকৃতি। অন্য ক্লাবগুলির বিদেশি স্ট্রাইকারদের সঙ্গে পাল্লা দিয়ে আই লিগের সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে থাকা। সবথেকে বড় বিষয় হল, ক্লাবকে চ্যাম্পিয়নশিপের দৌড়ে জোরালোভাবে টিকিয়ে রাখা।এরই পুরস্কার পেতে চলেছেন জবি। [ডার্বি হারের পর ফের ধাক্কা, ঘরের মাঠে গোকুলামকেও হারাতে পারল না মোহনবাগান ] ইস্টবেঙ্গল কর্তারা ঠিক করেছেন কেরলীয় স্ট্রাইকারকে নতুন একটি বাইক উপহার দেওয়া হবে। স্প্যানিশ কোচ আলেজান্দ্রো মেনেজেসের সিদ্ধান্ত অনুযায়ী হোম ম্যাচের দু’দিন আগে হোটেলে গিয়ে ওঠে দল। বড় ম্যাচের আগে হোটেল যাওয়ার সময় জবি লক্ষ করেন ফ্ল্যাটের নিচে রাখা সাইকেল চুরি গিয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের কথা মাথায় রেখে সেই চিন্তা দূরে সরিয়ে রেখেছিলেন। ডার্বি শেষের পরই প্রকাশ্যে আনেন সেই কথা। প্রথমে ঠিক করেন আগামী মাসের বেতন পেয়ে কিনবেন নতুন

রেলের শূন্যপদে ষাটোর্ধ্ব বৃদ্ধদের নিয়োগ, সরব কর্মী সংগঠন

সুব্রত বিশ্বাস: পূর্ব রেলের নিয়োগে এবার ইন্টারভিউ দিলেন ষাটোর্ধ্ব ২০ জন। শরীর ঋজু রাখতে বিপন্ন বোধ করে যেই বয়সে, সেই বয়সে আবার চাকরিতে ঢুকলেন তাঁরা। বুধবার পূর্ব রেলের সদর দপ্তরে সিপিও অরুণা নায়ার নিজে এই ইন্টারভিউ নিলেন। ইন্টারভিউয়ের প্রশ্ন, কোন পদে চাকরি করেছেন, অভিজ্ঞতা কী, ইত্যাদি। পদ-ক্লার্ক, বেতন ন্যূনতম ৪৫ হাজারের মতো বলে জানা গিয়েছে। চাকরিপ্রার্থীরা সকলেই রেলের অবসরপ্রাপ্ত। তাঁরা প্রত্যেকেই পঞ্চাশ হাজারের উপর পেনশন পান, জমা অর্থ ব্যাঙ্কে রেখে আরও তিরিশ হাজার মাসে আয় করেন। মাসে আশি হাজার আয়ের পর আবার চাকরিতে নিয়োগ বুড়ো বয়সে? এনিয়ে সরব হয়েছে পূর্ব রেলের কর্মী সংগঠন মেনস ইউনিয়ন। [কী কী থাকতে পারে মোদি সরকারের শেষ বাজেটে?] সাধারণ সম্পাদক সূর্যেন্দু বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভের সঙ্গে বলেন, “আমরা কোন দেশে বসবাস করছি। রেল থেকে অবসর নেওয়ার পর ‘বুড়ো’ বয়সে আবার মোটা টাকার বিনিময়ে কনট্রাক্টচুয়ালে ঢুকবে কর্মীরা, আর লক্ষ লক্ষ শিক্ষিত বেকার ছেলে পথে ঘুরে বেড়াবে তা হতে পারে না। অবিলম্বে রেল প্রশাসনের এই নীতি বন্ধ করতে হবে। বুধবারই সিপিওর সামনে গিয়ে প্রবল বাধা সৃষ্টি করলেও ইউন

আজ থেকেই কার্যকর TRAI-এর নির্দেশিকা, পে চ্যানেলের জন্য গুনতে হবে অতিরিক্ত টাকা

স্টাফ রিপোর্টার: টেলিভিশনে কেবল চ্যানেল দর্শনে আজ থেকে লাগু নতুন ভাড়া। টেলিভিশন রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)-র আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার নির্দেশ বদল করল কলকাতা হাই কোর্ট। লোকাল কেবল অপারেটরদের দায়ের করা মামলার জেরে কেবল টিভির নতুন ভাড়া সংক্রান্ত ট্রাইয়ের বিজ্ঞপ্তিতে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছিলেন বিচারপতি অরিন্দম সিনহা। এদিন ট্রাইয়ের বক্তব্য শোনার পর নির্দেশ পালটে বিচারপতি জানিয়ে দিয়েছেন, চ্যানেলের নতুন ভাড়া সংক্রান্ত আইন বলবৎ করতে এই মুহূর্তে কোনও অসুবিধা নেই। এ ব্যাপারে যেসব এমএসও ও লোকাল কেবল অপারেটররা এখনও পরস্পরের সঙ্গে চুক্তি করে উঠতে পারেননি, তাঁদের ৮ ফেব্রুয়ারির মধ্যে চুক্তি পর্ব সেরে ফেলতে হবে। পুরো পক্রিয়াটি কতটা এগোল সে সম্পর্কে ট্রাইয়ের কাছ থেকে ২৮ ফেব্রুয়ারি একটি হলফনামাও তলব করেছে কোর্ট। কেবল পরিষেবার প্যাকেজ নিয়ে ধন্দ? ডাউনলোড করুন এই অ্যাপটি মোদ্দা কথায়, কলকাতা হাই কোর্টের এদিনের নির্দেশের ফলে সারা দেশেই কেবল গ্রাহকদের আজ শুক্রবার থেকে বেসিক চ্যানেল ছাড়া অন্য চ্যানেল দেখতে আলাদা টাকা গুনতে হবে। ট্রাইয়ের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ

চরমে অ্যাপ ক্যাব দৌরাত্ম্য, এবার শিকার পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার রাতের শহরে অ্যাপ ক্যাবে হেনস্তার শিকার হলেন পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত৷ ঘটনার সময় সত্যরূপের সঙ্গে ছিলেন তাঁর এক সঙ্গী৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে নিজে গন্তব্যে যাওয়ার জন্য ওই ক্যাবটি বুক করেন সত্যরূপ৷ অভিযোগ, গন্তব্যে পৌঁছে দেওয়ার বদলে, মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দেয় ওই চালক৷ সত্যরূপ এবং তাঁর সঙ্গীকে মাঝ রাস্তায় নামিয়ে দেওয়া হয়৷ তাঁদের একপ্রকার হুমকি দিয়ে ওই ক্যাব চালক বলে, ‘যা ইচ্ছা করে নিন৷ আমি যাব না’৷ ১০০ নম্বর ডায়াল করেও কোনও পুলিশি সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ ভারতের এই পর্বতারোহীর৷ [ চা পাতার আড়ালে মাদক ঢুকছে শহরে, ফাঁস ‘খট’ পাচারচক্র ] রাতের শহরে অ্যাপ ক্যাবের তাণ্ডব নতুন কোনও ঘটনা নয়৷ প্রায়শই এই সমস্যার মুখে পড়তে হয় সাধারণ নাগরিকদের৷ বিশেষ করে, অ্যাপ ক্যাবে মহিলাদের শ্লীলতাহানির মতো ঘটনা মঝে মধ্যেই খবরে উঠে আসে৷ এবার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়তে হল বিশ্ব রেকর্ডধারী পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্তকে৷ বৃহস্পতিবার রাতে বোসপুকুর ও কবরডাঙা যাওয়ার জন্য ওই অ্যাপ ক্যাবটি বুক করেন তিনি৷ অভিযোগ, প্রথমে গন্তব্যে যাওয়ার কথা

অভিবাসন নিয়ম লঙ্ঘন, আমেরিকায় আটক ৬০০ ভারতীয় পড়ুয়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এঁদের কেউ পিএইচডি করছেন। কেউ আবার স্নাতকস্তরের পড়ুয়া। কিন্তু এঁদের নামে অভিযোগ একটাই। দেশের অভিবাসন নিয়মের তোয়াক্কা না করেই আমেরিকায় বসবাস করছেন। একজন, দু’জন নয়। সংখ্যাটা ৬০০। অভিবাসন নীতি না মানার ‘অপরাধে’ ৬০০ ভারতীয় পড়ুয়াকে আটক করল আমেরিকা। এঁদের প্রত্যেকের বয়স কুড়ি থেকে তিরিশের মধ্যে। আমেরিকান তেলুগু অ্যাসোসিয়েশনের তরফে বৃহস্পতিবার বলা হয়েছে, মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি সম্প্রতি তল্লাশি অভিযান চালায়। তার পরই ধরা পড়েন এই ৬০০ পড়ুয়া। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস অসংখ্য তেলুগু পড়ুয়াকে আটক করেছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ সঠিক অনুমোদন ছাড়াই তাঁরা সে দেশে বসবাস করছিলেন। [তাপমাত্রা মাইনাস ৬৫ ডিগ্রি, আমেরিকায় ফিরল তুষার যুগ! ] বুধবার ডেট্রয়েটে ফেডেরাল মামলার শুনানিতে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানায়, বেআইনিভাবে আমেরিকায় বসবাসকারী বিদেশি পড়ুয়াদের হাতে নাতে ধরতে তারা মিশিগানের ফার্মিংটন হিলসে একটি ভুয়ো বিশ্ব

কী কী থাকতে পারে মোদি সরকারের শেষ বাজেটে?

নন্দিতা রায়, নয়াদিল্লি: আর কিছুক্ষণের মধ্যেই লোকসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পীযূষ গোয়েল। চলতি বছরেই লোকসভা নির্বাচন। তার আগে এবারে শেষ বাজেট। যা অন্তর্বর্তী বাজেট হলেও কেন্দ্র জনমোহিনী হিসেবেই পেশ করবে বলে মনে করা হচ্ছে। গতবার শেষ পূর্ণাঙ্গ বাজেট হলেও তা জনমোহিনী হবে না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এবার সামনে ভোট বৈতরণি পার হওয়ার লক্ষ্য। তাই অন্তর্বর্তী বাজেটে নতুন ঘোষণা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকলেও চলতি প্রকল্পগুলিকে সামনে রেখেই চমক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, কৃষক-মধ্যবিত্ত-গ্রামীণ ভারতের জন্য জনমোহিনী হতে পারে বাজেট। বাজেটে বেশ কিছু আকর্ষণীয় ঘোষণার সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিকমহলে জল্পনা তুঙ্গে। [‘বেকারত্বের ফাঁস হওয়া তথ্য চূড়ান্ত নয়, খসড়া মাত্র’, সাফাই নীতি আয়োগের] দেশের কৃষকদের মন জয় করতে ও কৃষি ক্ষেত্রের সঙ্কট দূর করার জন্য সরকার বেশ কিছু নতুন পদক্ষেপ করতে পারে। কেন্দ্রের তরফে ভরতুকির টাকা এবার থেকে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে চলে যাবে, এমন ব্যবস্থা বাজেটে ঘোষণা হতে পা

বাজেটের আগেই কমল রান্নার গ্যাসের দাম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তর্বর্তী বাজেটের ঠিক আগের দিন মধ্যবিত্তের হেঁশেলে খুশি বয়ে আনল রান্নার গ্যাসের দাম। গত একমাসে এই নিয়ে তৃতীয়বার গ্যাসের দাম কমল৷ আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমায় ভরতুকিযুক্ত রান্নার গ্যাসের দাম সিলিন্ডার (১৪.২ কিলোগ্রাম) প্রতি কমবে ১ টাকা ৪৬ পয়সা করে। এবং ভরতুকিহীন গ্যাসের দাম সিলিন্ডার পিছু কমবে ৩০ টাকা। [‘বেকারত্বের ফাঁস হওয়া তথ্য চূড়ান্ত নয়, খসড়া মাত্র’, সাফাই নীতি আয়োগের] বৃহস্পতিবার মধ্যরাত থেকে কলকাতায় ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম ৭১৪ টাকা ১৬ পয়সা থেকে কমে হল ৬৮৪ টাকা। পাশাপাশি, ভরতুকিযুক্ত রান্নার গ্যাসের দাম হল সিলিন্ডার প্রতি ৫০৩ টাকা ৫৪ পয়সা। রাজধানীতে ভরতুকিযুক্ত রান্নার গ্যাসে সিলিন্ডার প্রতি দাম দাঁড়াল ৪৯৩ টাকা ৫৩ পয়সা। এবং ভরতুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম ৬৫৯ টাকা। জ্বালানির খুচরো বিক্রেতা হিসাবে দেশের সব থেকে বড় সংস্থা ইন্ডিয়ান অয়েল বৃহস্পতিবার রাতে রাজধানীর নতুন রান্নার গ্যাসের দাম ঘোষণা করেছে। [ফাঁস SBI-এর কয়েক লক্ষ গ্রাহকের অ্যাকাউন্টের তথ্য! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট] আন্তর্জাতিক বাজারে এলপিজি-র দাম কমা ও ডলারের পরিবর্

চা পাতার আড়ালে মাদক ঢুকছে শহরে, ফাঁস ‘খট’ পাচারচক্র

অর্ণব আইচ: ইথিওপিয়া থেকে কলকাতায় চা পাতা আমদানি? প্যাকেট দেখেই সন্দেহ হয়েছিল গোয়েন্দাদের। তাই স্ক্যানারের তলায় সেই প্যাকেট রাখতে চা পাতার যে ছবি স্ক্রিনে ফুটে ওঠে, তাতে সন্দেহ আরও বাড়ে। নমুনা সংগ্রহ করতে একটি প্যাকেট খুলতেই বেরিয়ে পড়ে ‘খট’, যা আসলে মাদক। দেখতে চা পাতার মতো হলেও আফ্রিকায় প্রচলিত এই মাদক। ভারতের মতো বেশ কিছু দেশে তা নিষিদ্ধ। আফ্রিকা থেকে কলকাতায় রীতিমতো ডাকযোগে পাচার করা হচ্ছিল ‘খট’। কিন্তু তার আগেই কলকাতায় ‘ফরেন পোস্টাল অফিস’ থেকে শুল্ক দপ্তরের গোয়েন্দাদের হাতে ধরা পড়ল প্রায় ৮০ কিলোগ্রাম ‘খট’। সূত্রের খবর, আন্তর্জাতিক বাজারে এই ‘খট’ মাদকের দাম কয়েক লক্ষ টাকা। ব্যাঙ্কশাল আদালতে উদ্ধার হওয়া ওই মাদক পেশ করেন শুল্ক দপ্তরের গোয়েন্দারা। [রক্ত পরীক্ষার ভুল রিপোর্টে এইডসের আতঙ্ক ছড়াল হাওড়ায় ] গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, পাঁচটি পেল্লাই মাপের কার্টুনে করে উত্তর-পূর্ব আফ্রিকার ইথিওপিয়া থেকে কলকাতায় ডাকযোগে এসেছিল এই মাদক। বলা হয়েছিল, আফ্রিকা থেকে চায়ের পাতা এসেছে কলকাতায়। যাঁর নামে এই জিনিসগুলি এসেছে, তিনি হচ্ছেন সঞ্জয় দাস। হাওড়ার ডোমজুড়ের একটি ঠিকানায় তা যা

একই দিনে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর সভা, তৃণমূলকে চাপে ফেলতে তৎপর বিজেপি

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: দক্ষিণে নরেন্দ্র মোদি। উত্তরে রাজনাথ সিং। আগামী ২ ফেব্রুয়ারি গণতন্ত্র বাঁচাও সভা করতে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। এ রাজ্যে একইদিনে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সভা সাম্প্রতিককালে নজিরবিহীন। এর আগে একইদিনে পশ্চিমবঙ্গে দলীয় সভায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন কি না এমনটা মনে করতে পারছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরাও। ২ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর এবং দুর্গাপুরে মোট দু’টি সভা করবেন মোদি। ওইদিনই কোচবিহার ও আলিপুরদুয়ারে আসছেন রাজনাথ সিং। [ রক্ত পরীক্ষার ভুল রিপোর্টে এইডসের আতঙ্ক ছড়াল হাওড়ায় ] এবার লোকসভা নির্বাচনে বাংলা যে বিশেষ টার্গেট তা আগেই স্পষ্ট করে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পশ্চিমবঙ্গে এসে দলকে ২৩টি আসনের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বস্তুত, লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গকে ‘পাখির চোখ’ করেছে বিজেপি। অন্য রাজ্য থেকে আসনের ঘাটতি বাংলা থেকে অনেকটাই পুষিয়ে নিতে চায় দলের কেন্দ্রীয় নেতৃত্ব। লোকসভা ভোট পর্যন্ত রাজ্যে ছোট-বড় মিলিয়ে মোট ৩১০টি সভা করবে বিজেপি। আর সেই প্রক্রিয়া শুর

এ যেন উলটপুরাণ, নাবালক পাত্রের বিয়ে আটকাল প্রশাসন

ধীমান রায়, কাটোয়া: দরিদ্র পরিবারের মেয়ের বিয়ের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন রূপশ্রী প্রকল্প। সরকারিভাবে তাতে অনুদান পাওয়া যায় ২৫ হাজার টাকা। এই অনুদান পেতে নিয়ম অনুযায়ী পাত্রীপক্ষকে আবেদনপত্রের সঙ্গে জমা করতে হয় বিয়ের আমন্ত্রণপত্র ও অন্যান্য তথ্য। জমা দিতে হয় পাত্রপক্ষেরও বিবরণ। আর সেই তথ্য জমা করতেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য৷ দেখা গেল, এখনও বিবাহের বয়সই হয়নি পাত্রের৷ ফলে বন্ধ হয়ে গেল বিয়ে৷ [ বাঁকুড়ার বড়জোড়ায় পরিত্যক্ত কয়লা খনিতে ধস, মৃত ৩ ] সচরাচর শোনা যায় পাত্রীর বিয়ের বয়স না হওয়ায় প্রশাসন থেকে বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে৷ কিন্তু এক্ষেত্রে ঘটল উলটপুরাণ। এখানে পাত্রই নাবালক৷ ফলে রূপশ্রীর আবেদন করতে গিয়ে পূর্ব বর্ধমানের ভাতারে বন্ধ হয়ে গেল বিয়ে। বৃহস্পতিবার ভাতার ব্লক অফিসে পাত্র ও পাত্রীপক্ষকে নিয়ে আলোচনায় বসেন প্রশাসনিক আধিকারিকরা৷ তাঁদের সমস্ত বিষয়টি বোঝান তাঁরা। এরপরই বন্ধ করা হয় বিয়ে। ভাতার ব্লক প্রশাসনের শীর্ষ আধিকারিক সৌমিত্র গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘পাত্রপক্ষ মুচলেখা দিয়েছে৷ তারা জানিয়েছে, ছেলের ২১ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না।

‘বেকারত্বের ফাঁস হওয়া তথ্য চূড়ান্ত নয়, খসড়া মাত্র’, সাফাই নীতি আয়োগের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেকারত্ব সংক্রান্ত যে তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে তা চূড়ান্ত নয়, খসড়া মাত্র। বিরোধীদের তীব্র আক্রমণের মুখে সরকারের তরফে সাফাই দিল নীতি আয়োগ। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার জানিয়েছেন, চূড়ান্ত পরিসংখ্যান প্রস্তুত হতে মার্চ মাস পর্যন্ত সময় লাগবে। তা চূড়ান্ত হলেই প্রকাশ করা হবে। [চাকরি নেই দেশে, ৪৫ বছর পর রেকর্ড গড়ল বেকারত্বের হার ] একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছিল, ২০১৭-১৮ অর্থবর্ষে দেশে বেকারত্বের হার ছিল ১৯৭২-৭৩ অর্থবর্ষের পর সবচেয়ে বেশি। ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিসের পিরিয়ডিক লেবার ফোর্স সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। ২০১৬ সালে প্রধানমন্ত্রীর নোটবন্দি ঘোষণার পর থেকে এই সমীক্ষা শুরু করে দুটি সংস্থা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ১৯৭২-৭৩ সালে দেশে বেকারত্বের হার ছিল সবথেকে বেশি। ২০১৭-১৮ বর্ষে সেই রেকর্ডকেও ছাপিয়ে গেল। জুলাই ২০১৭ থেকে জুন ২০১৮ অর্থবর্ষে বেকারত্বের হার ৬.১ শতাংশ। এই তথ্য প্রকাশিত হওয়ার পরই সরকারের মুণ্ডপাত শুরু করে বিরোধীরা। এই তথ্যকে হাতিয়ার করে টুইট করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিন

মাংস-পোলাও না পেয়ে বধূকে কুপিয়ে খুনের চেষ্টা শ্বশুরের

বাবুল হক, মালদহ: খেতে বসে মাছের বড় মুড়োটা তার চাই। আয়েশ করে নিত্যদিন মাংসের ঠ্যাং চিবোতে না পারলে চড়ে যায় মেজাজ। অভাবের সংসারে প্রায়ই ছেলে-বউয়ের কাছে এমন রাজসিক খাবারের আবদার জুড়ত শ্বশুর। আবদার পূরণ না হলেই পুত্রবধূর কপালে জুটত মার। সঙ্গে ছেলেকে গালিগালাজ, অপমান। প্রতিবাদ করলেই মিলত বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি। [বান্ধবীকে বাইক চালানো শেখাতে গিয়ে কালভার্টে ধাক্কা, মৃত দু’জনই] এবার ছেলে-বউয়ের কাছে কষা মাংস ও পোলাও খাওয়ার বায়না ধরেছিল শ্বশুর। কিন্তু টাকা হাতে না থাকায় করা যায়নি সেই আয়োজন। আর তাতেই বিপত্তি। খেতে বসে থালায় মাংস-পোলাও না পেয়ে পুত্রবধূকে একেবারে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। জখম বধূর নাম রফিনা বিবি (৩৫)। ঘটনার পর থেকেই অভিযুক্ত শ্বশুর নজরুল শেখ পলাতক। মালদহের মানিকচক থানার জালালপুর গ্রামে এই ঘটনায় শোরগোল পড়ে যায়। গুরুতর জখম ওই গৃহবধূকে পরিবারের সদস্যরাই উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী রবিউল হক তাঁর বাবা নজরুল শেখের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। হাস

ফাঁস SBI-এর কয়েক লক্ষ গ্রাহকের অ্যাকাউন্টের তথ্য! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপজ্জনক অবস্থায় একটানা দু’মাস একটি সাভার্রে পড়ে ছিল ‘এসবিআই কুইক’ পরিষেবার সমস্ত তথ্য৷ ওই সার্ভারে দেওয়া ছিল না কোনও পাসওয়ার্ড৷ ছিল না নিরপত্তার যথাযথ ব্যবস্থা৷ ফলে ফাঁস হয়ে যেতে পারে লক্ষ লক্ষ গ্রাহকের অ্যাকাউন্টের গোপন তথ্য৷ সম্প্রতি এমন আশঙ্কা করেই একটি রিপোর্ট পেশ করেছে মার্কিন সংস্থা ‘টেকক্রাঞ্চ’। রিপোর্টে সংস্থাটি জানিয়েছে, সার্ভারে কোনও পাসওয়ার্ড না থাকার ফলে এসবিআই-এর কয়েক লক্ষ্য গ্রাহকের অ্যাকাউন্ট ব্যালেন্স ডিটেলস, ফোন নম্বর, পাসওয়ার্ড-সহ একাধিক তথ্য চুরি হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। যদিও স্টেট ব্যাংক কর্তৃপক্ষের দাবি, ওই সার্ভারে যথাযথ পাসওয়ার্ড সেট করেছেন তাঁরা৷ ফলে আর তথ্য ফাঁসের কোনও সম্ভবনা থাকছে না৷ [ ১৪টি বিড়াল এবং সাতটি কুকুরের দেহ উদ্ধার, বিষ দিয়ে খুন! ] কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ বললেও, একেবারে সেই আশঙ্কা উড়িয়ে দিতে নারাজ সাইবার বিশেষজ্ঞরা৷ তাঁদের দাবি, সম্ভবত অনেকটাই দেরি হয়ে গিয়েছে৷ এতক্ষণের মধ্যে হ্যাকাররা তথ্য চুরি করে নিয়েছেন৷ যেকোনও সময় গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে মোটা অংকের টাকা গায়েব হয়ে যেতে পারে। কী এই টেকক্রাঞ্

বিতর্কের অবসান, বিশ্বকাপ আয়োজিত হচ্ছে ভারতেই

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ দড়ি টানাটানির পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্বকাপ আয়োজনে আর কোনও বাধা থাকল না ভারতের। বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হল, দুটি টুর্নামেন্টই আয়োজন করতে পারবে এই দেশ। ভারতে টুর্নামেন্ট আয়োজন নিয়ে কী বিতর্ক তৈরি হয়েছিল? আসলে গত মাসে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) আইসিসি সাফ জানিয়ে দিয়েছিল, ১৬১ কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে তাদের। নাহলে ২০২১-এর চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৩ বিশ্বকাপ আয়োজনের সুযোগ হাতছাড়া করবে ভারত। কীসের ক্ষতিপূরণ হিসেবে চাওয়া হয়েছিল এই অর্থ? আইসিসির তরফে জানানো হয়, ২০১৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছিল। সেই টুর্নামেন্টের জন্য আইসিসিকে বিপুল অঙ্কের কর দিতে হয়েছিল। রাজ্য সরকার বা কেন্দ্র, কোনও তরফেই কর ছাড় মেলেনি। তাই এর ক্ষতিপূরণ হিসেবে বিসিসিআইকে ১৬১ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেয় আইসিসি। শুধু তাই নয়, ২০১৮ সালের মধ্যেই এই অর্থ দিতে বলা হয়েছিল ভারতীয় বোর্ডকে। নাহলে দুটি বড় টুর্নামেন্ট আয়োজনের অনুমতি পাবে না তারা। এমনকী এও হুমকি দেওয়া হয়, নির্ধারিত সময়ে ক্ষতিপূরণ দিতে না

চাকরির আবেদনের ফাঁদ, বাংলাদেশ ব্যাংকের অর্থ হাতাল হ্যাকাররা

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির আগে চাকরি চেয়ে ছলনার আশ্রয় নিয়েছিল আন্তর্জাতিক হ্যাকার চক্র। ২০১৪ থেকেই বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক-সহ একাধিক বাণিজ্যিক ব্যাংক নিয়ে অনলাইনে গবেষণা করেছিল হ্যাকাররা। পরে ২০১৬-র ৪ ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০ কোটি ১০ লাখ ডলার গায়েব করে হ্যাকার গোষ্ঠীটি। এমনই জানিয়েছে এফবিআই৷ [ এক টিকিটেই ট্রেন থেকে জাহাজ! অভিনব ভাবনা হাসিনা সরকারের ] ঠিক কীভাবে এই চুরির ঘটনাটি ঘটেছিল? ক্যালিফোর্নিয়া ডিসট্রিক্ট কোর্টে একটি ফৌজদারি মামলা দায়ের করে এফবিআই এই ব্যাখ্যা দিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী, ২০১৪-র ৭ অক্টোবর থেকে বাংলাদেশের বিভিন্ন ব্যাংককে টার্গেট বানিয়েছিল হ্যাকাররা। রিপোর্টে এই সাইবার হামলার পিছনে পার্ক জিন হিয়ক নামে উত্তর কোরিয়ার এক নাগরিককে দোষী সাব্যস্ত করে এফবিআই। বাংলাদেশ ব্যাংকের যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা করে এবং ইলেকট্রনিক তথ্য ও প্রমাণাদি জোগাড় করেছে গোয়েন্দা সংস্থাটি৷ তাঁরা জানতে পেরেছে রিজার্ভ চুরির জন্য সিস্টেমে অনুপ্রবেশ করতে মূলত চ

খাবার টেবিলে চরম বচসা, বিয়ের পরক্ষণেই বিচ্ছেদের সিদ্ধান্ত নবদম্পতির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাগ, ঝগড়া, খুনসুটি বৈবাহিক সম্পর্কে এগুলি অত্যন্ত স্বাভাবিক বিষয়৷ কথায় বলে, ভালবাসায় একটু মান-অভিমান, বিরহ না থাকলে, সেই ভালবাসা ঠিক জমে ওঠে না৷ এগুলিই নাকি মশলার মতো কাজ করে৷ সম্পর্কে আরও বেশি সুস্বাদু করে তোলে৷ কিন্তু আহমেদাবাদের এই নবদম্পতি যে কীর্তি করল, তারপর বোধ হয় এই সমস্ত প্রবাদ বাক্যে ইতি পড়তে চলেছে৷ সামান্য খাবারের জন্য, এত বড় সিদ্ধান্ত? বিয়ের কিছুক্ষণের মধ্যেই, বিয়ে ভেঙে দিলেন! এখনও বিশ্বাস করতে পারছেন না অনেকে৷ কিন্তু এমনটা সত্যি’ই ঘটেছে৷ [ বদলাচ্ছে ‘অর্ধেক আকাশ’, কনকাঞ্জলিতে নিয়ম ভাঙলেন নববধূ ] ভারতের ইতিহাসে এটাই হয়ত সবচেয়ে তাড়াতাড়ি বিবাহবিচ্ছেদের ঘটনা৷ বিয়ের কয়ের ঘণ্টার মধ্যে বিচ্ছেদ, এমন নজির নাকি ইতিহাসে আর একটাও নেই৷ পরিসংখ্যান ঘেঁটেও এমন একটা উদাহরণ খুঁজে পাওয়া যাচ্ছে না৷ ঠিক কী ঘটেছিল ওই দিন? জানা গিয়েছে, বিয়ের করতে গুজরাটের খেদা থেকে গোণ্ডলে এসেছিলেন বর ও তাঁর পরিবারের সদস্যরা৷ সবকিছু ঠিকঠাক চলছিল৷ বিয়েও হয় শান্তিপূর্ণ ভাবে৷ কিন্তু গোল বাঁধে বিয়ের পর খাবার টেবিলে বসে৷ খাবার নিয়ে সেখানে বাদানুবাদে জড়িয়ে পড়েন

পূর্ব বর্ধমান জেলাজুড়ে জলাতঙ্কের টিকার আকাল, বিপাকে রোগীরা

ধীমান রায়, কাটোয়া:   রাস্তার কুকুরদের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুকুরে কামড়ানোর ঘটনাও। অথচ পূর্ব বর্ধমান জেলায় কার্যত সংকট চলছে জলাতঙ্ক রোগের টীকার। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র থেকে ব্লক স্তরের হাসপাতাল। মহকুমা হাসপাতাল থেকে জেলা হাসপাতাল। সর্বত্র একই দৃশ্য। প্রায় দু’তিন মাস ধরে সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলির প্রায় সর্বত্র অমিল আ্যন্টি র‌্যাবিস ভ্যাকসিন বা জলাতঙ্ক রোগের টিকা। ফলে কুকুরে কামড়ানো রোগীরা সংকটে পড়েছেন। কেউ কেউ বাজার থেকে চড়া দাম দিয়ে আ্যন্টি র‌্যাবিস ভ্যকসিন কিনে কাজ চালাচ্ছেন। তবে সবচেয়ে সমস্যায় পড়েছেন গরিব রোগীরা। তাঁরা কার্যত বিনা চিকিৎসাতেই দিন কাটাচ্ছেন। যদিও পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় বলেন, “এই সমস্যা শুধু এ জেলার নয়, রাজ্য জুড়েই এই সংকট চলছে। সরকারিভাবে সহবরাহ না থাকার জন্যই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে জলাতঙ্ক রোগের টীকা এখন চাহিদামত পাওয়া যাচ্ছে না। আশা করি এক দেড় সপ্তাহের মধ্যে সমস্যা মিটে যাবে।” [ রক্ত পরীক্ষার ভুল রিপোর্টে এইডসের আতঙ্ক ছড়াল হাওড়ায় ] স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, কাটোয়া মহকু

রাজস্থানের উপনির্বাচনে ধাক্কা বিজেপির,স্বস্তি হরিয়ানায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানার জিন্দ উপনির্বাচনে ইতিহাস গড়ল বিজেপি। এই প্রথমবার জিন্দ কেন্দ্রটি দখল করল গেরুয়া শিবির। দীর্ঘদিন ধরে এই কেন্দ্রটি হরিয়ানার স্থানীয় দল ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের দখলে ছিল। কিন্তু পারিবারিক গোলযোগে আইএনএলডি এখন বিভক্ত। অন্যদিকে, এই কেন্দ্র কংগ্রেসের তেমন শক্তি না থাকলেও এবারে হেভিওয়েট প্রার্থী দিয়েছিল হাত শিবির। প্রার্থী হয়েছিলেন রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ তথা কংগ্রেসের জাতীয় মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। উপনির্বাচনে তৃতীয় স্থান পেল কংগ্রেস। জয়ী হলেন বিজেপি প্রার্থী কৃষাণ মিধা। দ্বিতীয় স্থানে প্রাক্তন আইএনএলডি নেতা তথা জননায়ক জনতা পার্টির প্রার্থী দিগ্বিজয় সিং চৌটালা। রণদীপ সূরজেওয়ালা রয়েছেন তৃতীয় স্থানে। [চাকরি নেই দেশে, ৪৫ বছর পর রেকর্ড গড়ল বেকারত্বের হার ] হরিয়ানায় ধাক্কা খেলেও কংগ্রেসকে স্বস্তি দিচ্ছে রাজস্থানের খবর। সদ্য এই রাজ্যে সরকার গড়েছে কংগ্রেস। এবার উপনির্বাচনেও সাফল্য পেল রাহুল গান্ধীর দল। রামগড় উপনির্বাচনে বিজেপি প্রার্থী সুখওয়ান্ত সিংকে ১২ হাজার ২২৮ ভোটে হারিয়ে দিয়েছেন কংগ্রেসের সাফিয়া খান। এর ফলে ২০০

বান্ধবীকে বাইক চালানো শেখাতে গিয়ে কালভার্টে ধাক্কা, মৃত দু’জনই

বিপ্লবচন্দ্র দত্ত,কৃষ্ণনগর: বান্ধবীকে মোটরবাইক চালানো শেখাচ্ছিলেন এক যুবক। কিন্তু তার যে এমন নির্মম পরিণতি হবে, কেউ কল্পনাও করেননি। বাইকটি সজোরে গিয়ে ধাক্কা মারে কালভার্টে। ভয়াবহ ওই দুর্ঘটনায় প্রাণ হারান দুজনই। এমন মর্মান্তিক ঘটনায় থমথমে নদিয়ার কোতোয়ালি থানার জয়পুর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম অজয় ঘোষ (২০) এবং তরুণী ডলি দেবনাথ (১৭)। অজয়ের বাড়ি কোতয়ালী থানার গোয়ালদহ গ্রামে। ডলি ওই থানারই ইছাপুরের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই অজয়ের সঙ্গে বন্ধুত্ব ডলির। বুধবার সন্ধেয় অজয় তাঁর বান্ধবী ডলিকে মোটরবাইক চালাতে শেখানোর চেষ্টা করছিলেন। হঠাৎই তাঁদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তাযর পাশে কালভার্টে গিয়ে ধাক্কা মারে। সজোরে ধাক্কা লাগায় ভেঙে যায় কালভার্টের একটি অংশ। বাইক থেকে মাটিতে লুটিয়ে পড়েন যুবক ও তরুণী। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দুজনকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। [বাঁকুড়ার বড়জোড়ায় পরিত্যক্ত কয়লা খনিতে ধস, মৃত ২ ] দুজনের মৃত্যুতে এলাকায়

এবার উত্তরবঙ্গে ট্রেকিংয়ের জন্য অনলাইনে বুকিং করতে পারবেন পর্যটকরা

Image
শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি :   উত্তরবঙ্গে অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে জনপ্রিয় করতে নয়া উদ্যোগ পর্যটন দপ্তরের। এবার থেকে ট্রেকিংয়ের জন্য অনলাইনেও বুকিং করতে পারবেন পর্যটকরা। যাঁরা অনলাইনে বুকিং করবেন, তাঁদের জন্য ট্রেকিং ও রাত্রিবাসের ব্যবস্থা করবে বনদপ্তর ও বনোন্নয়ন নিগম। পরবর্তী ধাপে উত্তরবঙ্গে অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে যুক্ত করা হবে পর্যটন দপ্তরের সঙ্গে। তখন পর্যটন দপ্তরের পোর্টাল থেকেই অনলাইনে বুকিং করা যাবে বলে জানা গিয়েছে। [ হাতে অল্পদিনের ছুটি? ক্লান্তি মেটাতে চট করে ঘুরে আসুন চটকপুর ] পাহাড়ে ও জঙ্গল ঘেরা উত্তরবঙ্গে বিশেষ করে ডুয়ার্সে পর্যটনের গুরুত্ব অপরিসীম। বছরভরই দার্জিলিং-সহ উত্তর বাংলার বিভিন্ন জায়গায় পর্যটকদের ভিড় লেগেই থাকে। কিন্তু সকলেই যে প্রকৃতির শোভা দেখতে উত্তরবঙ্গে বেড়াতে যান, এমনটা কিন্তু নয়। পাহাড়-জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে ভালবাসেন, এমন পর্যটকের সংখ্যা কম নয়।তাই  অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে হাতিয়ার করে উত্তরবঙ্গকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করতে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য পর্যটন দপ্তর। জানা গিয়েছে, প্রায় দেড় কোটি টাকা খরচ করে মহানন্দা অভয়ারণ্য, বৈকুন্ঠপুর ফরেস্ট, বক

রক্ত পরীক্ষার ভুল রিপোর্টে এইডসের আতঙ্ক ছড়াল হাওড়ায়

অরিজিৎ গুপ্ত, হাওড়া:  প্যাথোলজি ল্যাবের রিপোর্টে বিপত্তি। এইডসের আতঙ্ক গ্রাস করেছিল একটি পরিবারকে। শেষপর্যন্ত জানা যায়, রিপোর্টটি ভুল! ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ায়। অভিযুক্ত প্যাথোলজি ল্যাবের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে গোলাবাড়ি থানায় এফআইআর দায়ের করা হয়েছে।    [ বাগরিকাণ্ডে জমা পড়ল চার্জশিট, নাম রয়েছে মালিক-সহ তিনজনের ] ঘটনাটি ঠিক কী?  অস্ত্রোপচারের আগে নিয়মাফিক বছর পনেরোর এক ছাত্রের রক্ত পরীক্ষা করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। পরিবারের লোকেরা জানিয়েছেন, হাওড়ার একটি বেসরকারি প্যাথোলজি ল্যাবে ছেলের রক্ত পরীক্ষা করিয়েছিলেন তাঁরা। কিন্তু, রিপোর্ট হাতে আসতেই বাড়ির লোকেদের মাথায় আকাশ ভেঙে পড়ে। তাঁদের দাবি, রিপোর্টে বলা হয়, ওই ছাত্র এইচআইভি-তে আক্রান্ত। মানসিক অবসাদে ভুগছিল বছর পনেরোর ওই কিশোর। এইডসে আক্রান্ত হওয়ার আশঙ্কা গ্রাস করেছিল ওই ছাত্রের বাবা-মাকেও। শেষপর্যন্ত আরও নিশ্চিত হওয়ার জন্য কলকাতার একটি নামী   প্যাথোলজি ল্যাবের ফের ছেলের রক্ত পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন বাড়ির লোকেরা। তাতেই ভুল ধরা পড়ে। জানা যায়, হাওড়ার প্যাথোলজি ল্যাব থেকে যে রিপোর্টটি দেওয়া হয়েছিল, স

ঘোষিত বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচের সূচি, ভারতের প্রতিপক্ষ এই দুই দল

Image
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ সাল পড়তেই যেন বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে। ক্রিকেটের সবচেয়ে বড় লড়াইয়ের জন্য এখন থেকে প্রত্যেকটি সিরিজকেই বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখছে দলগুলি। আর এবার ঘোষিত হয়ে গেল আসন্ন বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচের সূচি। চলতি বছর ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে বসছে বিশ্বকাপের আসর। ফাইনাল ১৪ জুলাই। তাই সেখানেই হবে প্রস্তুতি ম্যাচগুলি। বৃহস্পতিবারই সেসব ম্যাচের সূচি জানিয়ে দিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ইংল্যান্ড ও ওয়েলসের মোট চারটি ভেন্যুতে ২৪ মে থেকে ২৮ মে পর্যন্ত হবে ওয়ার্ম আপ ম্যাচ। প্রত্যেকটি দল খেলবে দুটি করে ম্যাচ। তবে এই পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে না। ভারত খেলবে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে। ইতিমধ্যেই কিউয়িদের ওয়ানডে সিরিজে ধরাশায়ী করেছেন বিরাট কোহলিরা। তবে বিশ্বকাপের আগে কোনও প্রতিপক্ষকেই যে হালকাভাবে নেবে না টিম ইন্ডিয়া, তা বলাই বাহুল্য। ২৫ মে ওভালে উইলিয়ামসনদের বিরুদ্ধে খেলবে ভারত। ২৮ মে কার্ডিফ ওয়েলস স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। এদিকে পাকিস্তানের দুই প্রতিপক্ষ আফগানিস্তান এবং বা

‘বিশ্বের সেরা উৎসব’, কলকাতা বইমেলার উদ্বোধনে আবেগাপ্লুত মমতা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ৪৩তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিলোত্তমার এই বইয়ের উৎসবকে বিশ্বের সেরা বলে অভিহিত করলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘কলকাতা বইমেলা বিশ্বের সেরা উৎসব৷ এটা বইকে জানার উৎসব৷ বইকে ভালবাসার উৎসব৷ বইমেলার আরও সার্থকতা কামনা করব৷ এই বইয়ের সংসার আরও বড় হোক৷ বই মানুষের প্রাণের স্পন্দন৷ বইয়ের মধ্যে দিয়েই শিক্ষার পরিবেশ তৈরি হয়৷ সংস্কৃতি গড়ে ওঠে এবং সভ্যতা তৈরি হয়৷’’ [ বাগরিকাণ্ডে জমা পড়ল চার্জশিট, নাম রয়েছে মালিক-সহ তিনজনের ] এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘হিংসার জবাব আমরা শান্তিতে দেব৷ নিন্দুকরা যাই বলুক, তাতে কিছু যায় আসে না৷’’ উদ্বোধনী বক্তৃতায় প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতিচারণ করেন মুখ্যমন্ত্রী৷ প্রয়াত সাহিত্যিক মহাশ্বেতা দেবী, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সংগীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়, অভিনেত্রী সুপ্রিয়া দেবীকে স্মরণ করেন তিনি৷ ঐতিহাসিক মায়া সভ্যতার দেশ গুয়াতেমালাকে থিম করে শুরু হচ্ছে এবারের কলকাতা বইমেলা। বৃহস্পতিবার বিকালে সল্টলেকের সেন্ট্রাল পার্কে মেলার উদ্বোধন

১৪টি বিড়াল এবং সাতটি কুকুরের দেহ উদ্ধার, বিষ দিয়ে খুন!

Image
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সারমেয়কে হত্যার অভিযোগ৷ এবার উদ্ধার হল ১৪টি বিড়াল এবং ৭টি কুকুরের দেহ৷ নির্মম এই ঘটনার সাক্ষী পুনে৷ কুকুর এবং বিড়ালগুলিকে বিষ দিয়ে খুন করা হয়েছে বলেই অভিযোগ উঠেছে৷ এই ঘটনা শিরোনামে আসার পর থেকে সমালোচনায় গর্জে উঠেছেন পশুপ্রেমীরা৷ [চাকরি নেই দেশে, ৪৫ বছর পর রেকর্ড গড়ল বেকারত্বের হার] গত ২৮ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে পুনেতে একের পর এক সারমেয় এবং বিড়াল হত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটেই চলেছে৷ এই সময়ের মধ্যে মোট ১৪ টি বিড়াল এবং ৭টি কুকুরের দেহ উদ্ধার হয়েছে৷ পশুপ্রেমীদের দাবি, যে ক’টি কুকুর এবং বিড়াল মারা গিয়েছে, তাদের প্রত্যেকের মৃত্যুই অস্বাভাবিক৷ বিষ খাইয়ে পরিকল্পনামাফিকই খুন করা হয়েছে ওই পশুদের৷ কুকুর এবং বিড়ালের দেহ উদ্ধার করেছে পুলিশ৷ দেহগুলি পশু হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ যদিও এখনও ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাননি তদন্তকারীরা৷ তবে কে বা কারা কুকুর এবং বিড়াল খুনের ঘটনায় সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি৷ [ছেলেদের সঙ্গে কথা বলার শাস্তি, দুই নাবালিকাকে গরম লোহার ছেঁকা মাতব্বরদের] পশুপ্রেমীদের দাবি, শুধু চলতি বছরেই

অ্যান্ড্রয়েড বা আইফোনে কীভাবে ইনস্টল করবেন অ্যালেক্সা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ‘হাই অ্যালেক্সা। প্লিজ ফেভার মি।’ যে কোনও প্রশ্ন করুন। উত্তর আসবে সঙ্গে সঙ্গে। গোটা বিশ্বে গ্রাহক সংখ্যা ১০ কোটি। তথ্য বলছে প্রস্তুতকারী সংস্থা আমাজন নিজেই। প্রথম কয়েকবছর অনেক ব্যর্থতা এলেও ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ছে। সংস্থাও পুরনো ভুল শুধরে আরও আপগ্রেড করেছে। তাই মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে অ্য়ালেক্সা। কিন্তু শুধু কিনলেই তো হল না। অধিকাংশ গ্রাহকদের কাছে বড় সমস্যা, কীভাবে সেট-আপ করে অ্য়ালেক্সা! নেটদুনিয়ায় খুঁজলে হাজার উত্তর পাবেন। কিন্তু কোনটা সঠিক, আর কোনটা নয়, তা বোঝা কঠিন। অ্যান্ড্রয়েড বা আইফোনে এই অ্যালেক্সা ব্যবহার করার পদ্ধতি ঠিক কেমন! ইকো ডট, ইকো প্লাস বা অন্য আমাজন ইকো ডিভাইসকে কীভাবে সংযোগ করবেন? আসুন অ্যালেক্সাকে প্রশ্ন করার আগে একবার এই সহজ পদ্ধতিগুলো দেখে নেওয়া যাক। [এক সূত্রে বাঁধা পড়ছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম!] আধুনিক যুগে প্রথম হ্যান্ড ফ্রি ডিভাইস আনার উদ্যোগ আনে আমাজন। তবে অনেক মানুষই সহজভাবে নিতে পারেনি। ঘরে আনার পরেও হাজার ঝামেলা। কীভাবে আপনার নির্দেশ শুনবে অ্যালেক্সা? একবার শিখতে পারলে ভবিষ্যতে আপনার

মার্জার সরণিতে হোঁচট ইয়ামির, দেখুন ভাইরাল সেই ভিডিও

১০ বছর পরেও কি প্রাসঙ্গিক থাকবে বইমেলা?

এখনই বইকে ছাপিয়ে ই-বই। তা হলে ১০ বছর পর দু’মলাট ঘিরে জমজমাট মেলা বসবে কী করে? মতামত শুনল কফিহাউস । অক্ষরের প্রলোভন সুন্দরী রমণীর মতো   সঞ্জীব চট্টোপাধ্যায় (লেখক) ২০২৯-এও বইয়ের অস্তিত্ব থাকবেই থাকবে। কারণ বইয়ের একটা আলাদা চার্ম রয়েছে। এই তো ক’দিন আগে দিল্লির সাহিত্য আকাডেমি আর আরও বেশ কিছু বইয়ের দোকানে ঘুরে বেড়ালাম। একবার এয়ারপোর্টের বইয়ের দোকানেও ঢুঁ মারলাম। হার্ডকভার, সফ্টকভার, দামি, নামী কত কী যে দেখলাম বইয়ের চেহারায়! দেখতে না দেখতে পাঁচ-ছ’হাজার টাকার ক্যাশ মেমো তৈরি হয়ে গেল। শেষে নাতনি, সে সঙ্গে ছিল, সে-ই হাত ধরে টেনে বার না করলে কী যে হত কে জানে! ইলেকট্রনিক্সের বই হল বইয়ের ভূত। তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, বুকে জড়ানো যায় না, বুকে ধরে শোয়া যায় না। পিঠে বালিশ লাগিয়ে শুয়ে পড়া যায় না। আর ছাপা বইয়ের অক্ষরের যে কী প্রলোভন। অক্ষরের প্রলোভন সুন্দরী রমণীর প্রলোভনের চেয়ে কিছু কম না! বরং আরও সাংঘাতিক। সহজেই মানুষকে চরিত্রহীন করে তোলে। ই-বই পড়তে হলে যে কাচের সামনে পিঠ সোজা করে টানটান হয়ে বসতে হবে, পাতা ওল্টানোর বদলে চেলে চেলে পড়তে হবে, হঠাৎ করে জ্বলজ্বল করে ফোটা পাত