Posts

Showing posts from February, 2019

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site Authentic news for True Indians! West Bengal, India –  India Rag is a Bengali web portal that actively supports “Narendra Modi” – Prime Minister of India. Through a network of channels, India Rag is committed to provide authentic and quality news to its viewers. India Rag takes pride in being  Pronamo  which means to be in complete support of  Bharatiya Janata Party .they use source of   Anandabazar Patrika  , kolkata24x7, ebela etc . India Rag is concerned about who watches its content. It believes in transparency of news and has specifically announced on its website that it publishes its news for only pro Indians and not seculars. In their words:  “ India Rag web portal is only for Patriotic people of  India  and they never support  secular  and Buddhijibi .  India rag also support s  Hindustan  and Patriotic people who work for India ”.  This statement clearly shows their priorities and

চিকিৎসার জন্য ভিক্ষা করছেন প্রাক্তন সেনা জওয়ান, পাশে দাঁড়ালেন গম্ভীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় দেশের হয়ে লড়াই করেছেন। একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধেও ছিলেন ভারতের সেনানী। অথচ, পীতাম্বরম নামের এই ব্যক্তিকে এখন রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে হচ্ছে। একটি দুর্ঘটনার পর অসুস্থ হয়ে পড়েছিলেন একাত্তরের যুদ্ধের নায়ক। তারপর থেকেই ভুগছেন চরম অর্থকষ্টে। এমনকী টাকার অভাবে ঠিকমতো চিকিৎসাও করানো যায়নি তাঁর। দিল্লির রাস্তায় দাঁড়িয়ে তিনি যখন ভিক্ষা করছেন, তখনই পাশে পেয়ে গেলেন জাতীয় দলের এক প্রাক্তন ক্রিকেটারকে। তাঁর হয়ে টুইটারে সওয়াল করলেন গৌতম গম্ভীর। [মিতালির সঙ্গে অদ্ভুত মিল রোহিতের, নিরাশ করলেন দুই তারকাই] গম্ভীর একটি টুইট করে পীতাম্বরের জন্য সাহায্যের আরজি জানিয়েছেন। গম্ভীরের টুইটে দেখা যাচ্ছে রাজধানীর রাস্তায় প্ল্যাকার্ড হাতে এক ব্যক্তি ভিক্ষা চাইছেন। হাতের প্ল্যাকার্ডের লেখা পড়ে বোঝা যায়, তিনি ১৯৬৫ থেকে ১৯৭১ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর জওয়ান ছিলেন। তিনি যে সেনা জওয়ান তা বোঝা গিয়েছে তাঁর আইডেন্টিটি কার্ড দেখেও। প্রাক্তন ওই জওয়ান আরও জানাচ্ছেন, সম্প্রতি তাঁর একটি দুর্ঘটনা হয়েছিল। তারপর থেকেই চিকিৎসার জন্য অর্থ জোটাতে পারছেন না তিনি। [বিতর্কের অব

শট দেওয়ার পর মনিটরে নিজেকে দেখতেন না বিদ্যা, কেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম। মেদবহুল চেহারা ছাপিয়ে পর্দায় বরাবরই প্রাধান্য পেয়েছে তাঁর বুদ্ধিদীপ্ত চোখ, ঝকঝকে হাসি ও প্রাণবন্ত অভিনয়। কিন্তু তাও বারবারই চেহারা নিয়ে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তিনি বিদ্যা বালন। আপাত দৃষ্টিতে এই সব বিষয়ে তাঁকে ‘ডোন্ট কেয়ার’ বলে মনে হলেও সমস্যা ও সমালোচনায় তিনিও যে বিব্রত হন, সে বিষয়ে এবার মুখ খুললেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, অসুস্থতার কারণে অনেক চেষ্টা করা সত্ত্বেও কখনও রোগা হতে পারেননি তিনি। আর তাই একাধিকবার হেনস্তার শিকারও হতে হয় তাঁকে। আধুনিক সিনেমার বিষয় বদলেছে। চেহারার থেকেও প্রাধান্য পেয়েছে বুদ্ধিদীপ্ত অভিনয়। তাই এত সমালোচনার পরেও তাঁর নায়িকা হওয়ায় বিশেষ সমস্যা হয়নি। কিন্তু অল্প বয়স থেকেই ওজন কমানো নিয়ে সাধারণ মানুষের উপদেশ শুনতে হয়েছে। এটা যে সব সময় ভাল লাগত তা নয়। তাই নিয়মিত ব্যায়াম করে রোগা হওয়ার চেষ্টা করতেন বলেও জানিয়েছেন তিনি। কিন্তু ছোটবেলা থেকেই হরমোনের অসুখে আক্রান্ত হওয়ার কারণে রোগা হওয়া হয়নি। একটা সময় ব্যায়ামে হরমোনের সমস্যা কিছুটা কমলেও পরে আবার তা বেড়ে যায় বলেও তিনি

শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া টেস্টে ‘হিউজ’ আতঙ্ক, মাথায় বল লেগে হাসপাতালে ক্রিকেটার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:   মাথায় বল লাগল শ্রীলঙ্কা ওপেনার ডিমুথ করুণারত্নের। তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে আনার পর সোজা নিয়ে যাওয়া হয় হাসপাতালে। করুণারত্নকে পর্যবেক্ষণে রাখা হয়। কয়েক ঘণ্টা পর অবশ্য হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। [ বিতর্কের অবসান, বিশ্বকাপ আয়োজিত হচ্ছে ভারতেই ] অস্ট্রেলিয়া ৫ উইকেটে ৫৩৪ রান রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় শনিবার। জবাবে শ্রীলঙ্কা দিনের শেষে ৩ উইকেটে ১২৩ রান করেছে। করুণারত্নের চোট পাওয়ার ঘটনাটি ঘটে ইনিংসের ৩১তম ওভারে। প্যাট কামিন্সের শর্ট বলকে বাউন্সার ভেবে মাথা নিচু করেন করুণারত্নে। কিন্তু বল যতটা উঠবে ভেবেছিলেন, তা হয়নি। বল করুণারত্নের কাঁধে লেগে মাথার পিছনে গিয়ে আঘাত করে। হেলমেট তো বটেই, ব্যাটিং করার সময়ে নেক গার্ডও পরেছিলেন শ্রীলঙ্কার ওপেনারটি। কিন্ত, তাতেও চোট সামলাতে পারেননি,  মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাত থেকে ব্যাট ছিটকে পড়ে যায়। শ্রীলঙ্কা দলের ফিজিও ও অস্ট্রেলিয়া দলের চিকিৎসক দ্রুত মাঠে পৌছে যান। দু’দলের ক্রিকেটাররা প্রবল টেনশনের সঙ্গে করুণারত্নেকে ঘিরে ধরেন। এরপর স্ট্রেচারে চাপিয়ে মাঠের বাইরে এনে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়

সুন্দরবনের জঙ্গলে স্বামীর দেহ আগলে রাতভর বসে থাকলেন স্ত্রী

Image
দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা:  মৃত স্বামীকে বুকে আঁকড়ে রাতভর জঙ্গলে বসে স্ত্রী। সারারাত প্রবল ঠান্ডার মধ্যে আটকে পড়ে আছেন জনবিচ্ছিন্ন নির্জন দ্বীপে। চারিদিক থেকে ধেয়ে আসছে বাঘ-শুয়োর-সহ হাজারো পশু। এই ভাবে কিছুক্ষণ থাকতে থাকতে অবশেষে জ্ঞান হারান স্ত্রী নিজেও। দুই দিন পর উদ্ধার করা হল তাঁকে। গ্রামবাসী, ব্যাঘ্র প্রকল্পের কর্মী ও পুলিশের সহযোগিতায় ওই মহিলাকে ভরতি করা হয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের কোস্টাল থানার কুমিরমারী গ্রামে। [ চেন কিলার’-এর দৌরাত্ম্য কালনায়, গলায় লোহার শিকল পেঁচিয়ে চলছে লুটপাট ] জানা গিয়েছে, কুমিরমারী গ্রামের বাসিন্দা পরিতোষ মণ্ডল ও তাঁর স্ত্রী অনিমা কাঁকড়া ধরতে গিয়েছিলেন সুন্দরবনের বসিরহাট রেঞ্জের আড়বেঁশের জঙ্গলে। জঙ্গলে নেমে আসে অন্ধকার। নৌকা খাঁড়িতে রেখে জঙ্গলের মধ্যে কাঁকড়া ধরতে নামেন ওই দম্পতি। কিন্তু রাস্তা গুলিয়ে ফেলেন তাঁরা। দিনের আলো না ফুটলে নৌকায় ফেরা যে আর সম্ভব নয় তা বুঝতে পারেন দু’জনই। সারা দিন না খেয়ে আর শীতের মধ্যে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পরিতোষ। চোখের সামনে স্বামীকে মরতে দেখেও কিছুই করার ছিল না অনিমার। মৃত স্বামীকে

মিলল না হেলিপ্যাড, বালুরঘাটে যোগীর সভা নিয়ে অনিশ্চয়তা

রাজা দাস, বালুরঘাট:  যোগী আদিত্যনাথের সভা ঘিরে তৈরি হল জটিলতা। রবিবার উত্তর দিনাজপুরের বালুরঘাটে সভা করার কথা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। কিন্তু তাঁর হেলিকপ্টার কোথায় নামবে, তা এখনও জানে না জেলার বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, যেখানে হেলিকপ্টার নামার কথা ছিল, সেখানে নামার অনুমতি দেয়নি প্রশাসন। এই নিয়ে জেলাশাসকের বাংলো ঘেরাও করেছে তারা। আজ বালুরঘাট স্টেশন সংলগ্ন মাঠে সভা করার কথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। কিন্তু তাঁর হেলিকপ্টার নামার জন্য হেলিপ্যাডের অনুমতি দেয়নি প্রশাসন। গেরুয়া শিবিরের অভিযোগ, বিজেপিকে নিয়ে আশঙ্কায় ভুগছে শাসকদল। তাই যোগী আদিত্যনাথের সভা যাতে বানচাল হয়, তার সবরকম চেষ্টা করছে তারা। ঠিক করণেই প্রশাসন হেলিপ্যাডের অনুমতি দেয়নি বলে অভিযোগ গেরুয়া শিবিরের। ফলে যোগীর উপস্থিতিও অনিশ্চয়তার মুখে। কারণ হেলিপ্যাডের অনুমতি না পেলে তিনি কীভাবে সভা পর্যন্ত পৌঁছবেন, তা প্রশ্নের মুখে। কিন্তু জেলার বিজেপি নেতৃত্ব এই সমস্যার বিরুদ্ধে ইতিমধ্যেই প্রতিবাদ জানাতে শুরু করে দিয়েছে। ইস্যুটি নিয়ে ইতিমধ্যেই জেলাশাসকের বাংলো অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছে তারা। [  উন্নয়

‘ভুল করেছি’, বাড়ি ফিরতে চান জার্মান ‘আইএস বধূ’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বছর আগে বাড়ি থেকে পালিয়েছিলেন। উদ্দেশ্য ছিল ইসলামিক স্টেটের (আইএস) দলে নাম লেখানো। জার্মানি থেকে পাড়ি দিয়েছিলেন সূদূর সিরিয়ায়। বছর উনিশের লেওনোরা এখন পূর্ব সিরিয়ার আইএসের শেষ দুর্গ বাঘোঝ থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছেছেন। ভুল স্বীকার করে বাড়ি ফিরতে চান। সঙ্গে দুই সন্তান। শুধু লিওনোরাই নন, প্রাণ বাঁচানোর তাগিদে আরও কয়েক হাজার নারী-পুরুষ-শিশুকে ফেলে পালাচ্ছে জঙ্গিরা। [বাতিল আইএনএফ চুক্তি, রাশিয়া-আমেরিকার মধ্যে ফের শুরু ঠান্ডা লড়াই! ] আমেরিকার সাহায্যে ইরাক সীমান্তের পূর্ব সিরিয়ায় আইএস ঘাঁটিতে  চূড়ান্ত লড়াই করছে সিরিয়ান ডেমোক্র‌্যাটিক ফোর্সেস (এসডিএফ)। প্রাণরক্ষার তাগিদে যুদ্ধবিধ্বস্ত এলাকা ছাড়ছেন বহু মানুষ। লিওনোরা তাঁদেরই একজন। পরনে কালো লম্বা বোরখা, মাথায় সাদা ফুল ফুল হিজাব। ঝরঝরে ইংরেজিতে নিজের কথা বলেছেন লিওনোরা। “আমি যথেষ্ট গোয়াঁর ছিলাম। ইসলামে দীক্ষিত হই ১৫ বছর বয়সে। তার দু’মাস পরেই পালিয়ে সিরিয়া চলে আসি।” সিরিয়ায় আসার তিনদিনের মধ্যে বিয়ে, এক জার্মানকে। ওই আইএস জঙ্গি মার্টিন লেমে’র তৃতীয় স্ত্রী লিওনোরা। আগের পক্ষের দুই স্ত্রীক

রাস্তায় ফেলে যুবককে ধারালো অস্ত্রের কোপ, আতঙ্ক প্রিন্স আনোয়ার শাহ রোডে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ভোরে রাস্তায় ফেলে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ। ছুটির সকালে আতঙ্ক ছড়াল দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে। গুরুতর আহত ওই যুবক ভরতি হাসপাতালে। পুলিশ জানিয়েছে, ওই যুবকের শরীরের চার জায়গায় কোপ মারা হয়। তদন্ত শুরু করেছে চারু মার্কেট থানার পুলিশ। [  খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার আরও এক জেএমবি জঙ্গি ] আক্রান্ত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার খুব ভোরে প্রিন্স আনোয়ার শাহ রোডে ওই যুবকের উপর চড়াও হয় কয়েকজন যুবক। কিছু বুঝে ওঠার আগেই ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে তারা। প্রাণ বাঁচাতে আক্রান্ত যুবক চিৎকার করছিলেন। পরিস্থিতি বেগতিক বেগতিক বুঝে অ্যাপ ক্যাব চড়ে এলাকা থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সাতসকালে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে টালিগঞ্জের প্রিন্স আনোয়ার শাহ রোডে। চারু মার্কেট থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেছে পুলিশ। শরীরের চার জায়গায় ধারালো অস্ত্রের ক্ষত, তবে ওই যুবকের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। কিন্তু, রাস্তায় ফেলে কেন ওই যুবককে কোপানো হল?

বামেদের ব্রিগেডে প্রধান বক্তা কে? সভার কয়েক ঘণ্টা আগেও চলছে জল্পনা

স্টাফ রিপোর্টার: ব্রিগেডের মূল বক্তা কে? কার বক্তব্য শুনতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে থাকবেন বামকর্মীরা? এমন প্রশ্ন ক’দিন ধরেই ঘুরপাক খাচ্ছে বামকর্মীদের মধ্যে। পোস্টার, ফেস্টুন বা সোশ্যাল মিডিয়ায় বক্তাদের নামের তালিকা প্রকাশ করা হলেও বিশেষ বক্তা কে? তা নিয়ে স্পষ্ট কোনও উত্তর দেননি আলিমুদ্দিনের নেতারা। শনিবার ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু শুধু বলেছেন, “এবারের সমাবেশে অতিথি বক্তা সিপিআইএমএল (লিবারেশন) নেতা দীপঙ্কর ভট্টাচার্য। কিন্তু শেষ বক্তা কে তা এড়িয়ে গিয়েছেন তিনি। ২০১৪ সালের বামফ্রন্টের শেষ ব্রিগেড সমাবেশ হয়।  মুখ্য বক্তা ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তারপরের বছরই পর পর দু’টি ব্রিগেড সমাবেশ করে সিপিএম। ২০১৫ সালের ২৭ ডিসেম্বর ও ৮ মার্চ পার্টি  প্লেনাম উপলক্ষে ব্রিগেড সমাবেশ করেছিল আলিমুদ্দিন নেতৃত্ব। মূল বক্তা সেই বুদ্ধদেব ভট্টাচার্য। বস্তুত বুদ্ধদেব ভট্টাচার্যর বক্তব্য শুনতেই গ্রাম-শহরের সিপিএম ও বাম কর্মীরা হাজির হয়েছিলেন। ঘটনা হল এরপর একক উদ্যোগ কেন? ফ্রন্টগত ভাবেও বামেরা কোনও ব্রিগেড সমাবেশ করেনি। এই অবস্থায় আজ রবিবার বামেদের কাছে ব্রিগেড সমাবেশ অনেকটাই চ

বদলাতে পারে কর্মক্ষেত্রের পরিস্থিতি, জেনে নিন এ সপ্তাহে আপনার ভাগ্য কী বলছে

ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে সরল রাশিয়া, আমেরিকাকে জবাব পুতিনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠান্ডা লড়াইয়ের সময় ক্ষেপণাস্ত্র চুক্তি করেছিল আমেরিকা ও রাশিয়া। যাতে কিছুটা হলেও উত্তেজনার পারদ কমেছিল। কিন্তু মার্কিন চাপের পালটা হিসাবে এবার ওই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। [বাতিল আইএনএফ চুক্তি, রাশিয়া-আমেরিকার মধ্যে ফের শুরু ঠান্ডা লড়াই! ] ১৯৮৭ সালের মধ্যপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র (আইএনএফ) চুক্তি লঙ্ঘন নিয়ে দীর্ঘদিন ধরেই পরস্পরের বিরুদ্ধে আঙুল তুলছে বিশ্বের অন্যতম শক্তিধর দুই দেশ। গত বছর ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, রাশিয়া চুক্তির শর্ত না মানলে তাঁরা সরে আসবেন। শুক্রবার সেই মর্মে তিনি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা জানান। শনিবার রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ও প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগুর সঙ্গে সম্প্রচারিত বৈঠকে এ কথা ঘোষণা করেন পুতিন। তাঁর বক্তব্য, আমাদের মার্কিন সঙ্গীরা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেছেন। তাই আমরাও চুক্তি রূপায়ণে এখন আর দায়বদ্ধ থাকতে পারব না। পাশাপাশি, নিরস্ত্রীকরণ নিয়ে তাঁরা আগ বাড়িয়ে আমেরিকার সঙ্গে কথা বলবেন না বলেও পুতিন জানিয়ে দিয়েছেন। তাঁর কটাক্ষ, “যতক্ষণ না মার্কিন বন্

বিহারের হাজিপুরে ভয়াবহ রেল দুর্ঘটনা, মৃত অন্তত ৬

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রেল দুর্ঘটনা বিহারে। বৈশালীর হাজিপুরের কাছে দিল্লিগামী সীমাঞ্চল এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ছ’জন, আহত বহু যাত্রী বলে রেল সূত্রে খবর। রবিবার ভোর ৩টে ৫৮ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। রেল মন্ত্রকের সূত্রে জানানো হয়েছে, সীমাঞ্চল এক্সপ্রেসের এসি কামরা বি-৩, স্লিপার কামরা এস-৮, এস-৯, এস-১০-সহ প্রায় নয়টি কামরা লাইনচ্যুত হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ| বরাউনি শোনপুর থেকে রিলিফ ট্রেন ইতিমধ্যেই রওনা দিয়েছে হাজিপুরের দিকে। রেল মন্ত্রকের সূত্রে শোনপুর, হাজিপুর ও বরাউনিতে তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হল ০৬১৫৮২২১৬৪৫, ০৬২২৪২৭২২৩০, ০৬২৭৯২৩২২২২। এই দুর্ঘটনায় অনেকেই গুরুতর আহত হয়েছেন। ফলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উদ্ধার কাজ শুরু হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রেল সূত্রে খবর, যোগবাণী-আনন্দবিহার টার্মিনাল সীমাঞ্চল এক্সপ্রেসের যাত্রীদের ভোর ৩টে ৫৮ মিনিট নাগাদ মারাত্মক একটা শব্দে ঘুম ভেঙে যায়। সেই সময়ই শাহাদাই বুজুর্গের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। Rescue and relief operations are on for derailme

উন্নয়ন শুরুর আগে গঙ্গারামপুর স্টেশন পরিদর্শন রেলকর্তার

রাজা দাস, বালুরঘাট:  গঙ্গারামপুর স্টেশনের উন্নীতকরণ কাজের আগে পরিদর্শনে এলেন উত্তরপূর্ব সীমান্ত রেলের ডিআরএম চন্দ্রপ্রকাশ গুপ্ত। তবে, সফরসূচিতে বালুরঘাট স্টেশন পরিদর্শনের কথা থাকলেও তিনি আসেননি। শনিবার গঙ্গারামপুর এবং তপনের রামপুর স্টেশন পরিদর্শনকালীন ডিআরএমের কাছে তুলে ধরা হয় পরিকাঠামোগত সমস্যাগুলি। রেল সূত্রের খবর, গঙ্গারামপুর স্টেশনটিতে বি-গ্রেড স্টেশনে উন্নীত করতে ১৮ কোটি ৮৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি কাজের টেন্ডার খোলা হবে। তার আগে স্টেশনের পরিস্থিতি, প্ল্যাটফর্ম এবং আন্ডারপাসের সমস্যাগুলি ডিআরএম সরজমিন খতিয়ে দেখেন। সঙ্গে বিভাগীয় সুপারিনটেন্ডেন্ট থেকে একদল সহকারি ও জুনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন। গঙ্গারামপুর স্টেশনের হাল খতিয়ে দেখার পাশাপাশি ইঞ্জিনিয়রদের নিয়ে নকশা যাচাই করেন। সেখানে ডিআরএমের কাছে উঠে আসা অভিযোগ অনুযায়ী, গঙ্গারামপুর স্টেশনে রেলপথ থেকে প্ল্যাটফর্ম অত্যন্ত নিচু। ফলে ট্রেনে উঠতে গিয়ে যাত্রীরা চরম নাকাল হন। তাছাড়া স্টেশনে যাত্রী পরিষেবার কোনও ব্যবস্থা নেই বলে অভিযোগ। নেই জল ও আলোর সঠিক ব্যবস্থা। বৃষ্টি হলে আন্ডারাপাস জলে ডুবে থাকে বলেও উঠেছে অভিযোগ।  [

‘ভীতি’ই এখন ‘ভীত’! ডিনার প্লেট সাজছে লুপ্তপ্রায় হাঙরের মাংসে

Image
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাম শুনলেই ভয়ে শিউরে উঠতে হয়। জলের নিচে থাকা হিংস্র এবং বিপজ্জনক প্রাণী। কখন যে আস্ত মানুষ কিংবা পশু খাবার হয়ে চলে যাবে তার পেটে, ঠিক নেই। কিন্তু সভ্যতার অগ্রগামিতায় উলটপুরাণ। সমুদ্রের আতঙ্ক  সেই হাঙরই এখন মশলাদার মাংস হয়ে পৌঁছে যাচ্ছে খাবারের পাতে। জেনে হোক বা না জেনে, সেই পদই চেটেপুটে খাচ্ছেন ব্রিটিশরা। সম্প্রতি রেস্তরাঁর মেনুকার্ডের ওপর নজর বুলিয়ে এটাই বলছেন গবেষকরা। রান্নাঘরের কাঁচা মাংসের কিছু নমুনার ডিএনএ পরীক্ষার পর প্রমাণিত, লুপ্তপ্রায় প্রজাতির হাঙরই ব্রিটেনের রেস্তোরাঁগুলোয় নতুন স্বাদ নিয়ে এসেছে। স্ক্যালোপড হ্যামারহেড। হাঙরের এই প্রজাতি শিকারের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আছে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, শিকার তো বটেই। লুকিয়ে-চুরিয়ে এর মাংস নানা জায়গায় বিভিন্ন মূল্য বিক্রি হচ্ছে। আলাদা করে বিকোচ্ছে পাখনার অংশ বা ফিন। শার্ক ফিন স্যুপ অত্যন্ত লোভনীয় একটি পদ ব্রিটেন-সহ ইউরোপের বিভিন্ন দেশে। ফলে চাহিদা বাড়ছে, বাড়ছে বিপন্ন প্রাণীকে আরও দ্রুত বিপন্নতার দিকে ঠেলে দেওয়ার প্রবণতা। ব্রিটেনের এক্সটার বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সমীক্ষার রিপোর্ট বলছে, স্ক্যালো

আরও পাঁচ বছর সিমিকে নিষিদ্ধ ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া বা সিমিকে ফের পাঁচবছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। শুক্রবার সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশের নিরাপত্তার স্বার্থে এই সংগঠনকে অবৈধ করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংগঠন শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করে। [বাজেটে পরপর ছক্কা মোদির, গালে হাত দিয়ে বসে রইলেন ‘হতাশ’ রাহুল] স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, যদি সিমির বেআইনি কার্যকলাপ বন্ধ না হয় তবে সরকার পদক্ষেপ নেবে। পলাতক নেতারা গোপনে থেকে বিভিন্ন কার্যকলাপ চালাচ্ছে ও দেশদ্রোহীমূলক কাজে মদত দিচ্ছে। তার ফলে সমস্যা আরও বাড়ছে। দেশের ধর্মনিরপেক্ষতা নষ্ট হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে স্পষ্ট, সন্ত্রাসবাদ ও অন্য হামলায় বাইরের শক্তিকে পরোক্ষে সমর্থন করছে তারা। তাই আরও পাঁচ বছর সিমিকে নিষিদ্ধ করেছে কেন্দ্র। সিমির বিরুদ্ধে মোট ৫৮টি মামলা দেখানো হয়েছে। যার মধ্যে ২০১৭ সালে গয়া বিস্ফোরণ, ২০১৪সালে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিস্ফোরণ, ২০১৪ সালে ভোপালে জেল ভাঙার মতো বেআইনি ঘটনাকেও চিহ্নিত করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। [ ‘ভোটের জন

কাঠমিস্ত্রীকে কিডন্যাপ করে খুনের হুমকি, গ্রেপ্তার ছয় যুবতী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবককে কিডন্যাপ করে খুনের হুমকি দিয়ে গ্রেপ্তার আইটি সংস্থার ছয় যুবতী। অভিযোগ, কয়েকদিন ধরে ওই কাঠমিস্ত্রী ছেলেটি মহিলার পিছু নিয়েছিল। তাঁকে উচিত শিক্ষা দিতেই এভাবে কিডন্যাপ করা হয়। একটি বহুজাতিক সংস্থায় কাজ করেন ওই মহিলা। তারপর কোথাও থেকে নম্বর জোগাড় করে ফোন করা শুরু করে। বারবার দেখা করার অনুরোধ করতে থাকে। ঘটনাটি সেকেন্দ্রাবাদের। [জঙ্গির গুলিতে ঝাঁজরা তরুণী, ভাইরাল নৃশংস ঘটনার ভিডিও] ছেলেটির নাম ভি সাই কুমার। বয়স মাত্র ২৩ বছর। পেশায় কাঠমিস্ত্রী। মহিলা হায়দরাবাদের একটি বড় বহুজাতিক সংস্থায় কাজ করেন বলে জানা গিয়েছে। ওই মহিলাকে দেখে ভাল লেগে যায় সাই কুমারের। এরপর প্রত্যেকদিন অনুসরণ করতে থাকেন তিনি। কোনওভাবে ওই মহিলার ফোন নম্বরও জোগাড় করেন ওই যুবক। বারবার ওই মহিলাকে দেখা করার অনুরোধ করেন তিনি। দীর্ঘদিন এমন চলতে থাকায় মাথা ঠিক রাখতে পারেনি মহিলা। ছেলেটিকে উচিত শিক্ষা দিতে আরও পাঁচ বন্ধুর সঙ্গে পরিকল্পনা করেন। তারপর সেকেন্দ্রাবাদের একটি অচেনা জায়গায় ছেলেটিকে ডাকে ওই মহিলা। নিজের পাঁচ বন্ধুকে নিয়ে সেখানে হাজির হয়। ভাল লাগার দুর্বলতা কাজে লাগিয়ে চূড়ান্ত হেনস্

সুনীলদের কোচ সের্জিও লোবেরো? তুঙ্গে জল্পনা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এফসি গোয়ার কোচ সের্জিও লোবেরো কি ভারতের জাতীয় দলের কোচ হতে চলেছেন? ভারতীয় ফুটবলের যারা খোঁজ খবর রাখেন তাঁরা সম্ভবত আঁচ করতে পারছেন। আসলে গত কয়েকদিন ধরেই ব্যাপারটা ভারতীয় ফুটবলের অন্দরে চাউর হতে শুরু করেছে। স্টিফেন কনস্ট্যানটাইন জাতীয় দলের কোচিং পদ থেকে সরে দাঁড়িয়েছেন এএফসি এশিয়ান কাপে ভারত গ্রুপ লিগ থেকে বিদায় নেওয়ার পরেই। ১৪ জানুয়ারি তিনি পদত্যাগ করেন। তারপর ভারত কাউকে কোচ করে আনেনি। যদিও ফেডারেশন আগেই জানিয়ে ছিল, তারা বিজ্ঞাপন দিয়েই কোচ নিয়োগ করবে। সেই বিজ্ঞাপন এখনও দেয়নি ফেডারেশন। তবু ইতিমধ্য়ে রটে গিয়েছে আইএসএল খেলা এফসি গোয়া দলের কোচকে সম্ভবত ভারতীয় দলের দায়িত্বে নিয়ে আসা হতে পারে। [রবিবার দলে ফিরছেন ধোনি, জয় পেতে মরিয়া ক্যাপ্টেন রোহিত ] প্রশ্ন হল, হঠাৎ এফসি গোয়া দলের কোচের হাতে দায়িত্ব দেওয়ার কথা কেন ভাবছে ফুটবল ফেডারেশন? কী দেখেছে তারমধ্য়ে? আইএসএল লিগ টেবিলে দেখা যাচ্ছে বেঙ্গালুরু ও মুম্বই সিটির পর তৃতীয় স্থানে রয়েছে গোয়া। বেঙ্গালুরু যেখানে ১৩ ম্যাচ খেলে ৩০ পয়েন্ট, সেখানে গোয়া সমসংখ্যক ম্যাচ খেলে পেয়েছে ২৪ পয়েন্ট। অর্থাৎ ছ’পয়েন্টে

‘চেন কিলার’-এর দৌরাত্ম্য কালনায়, গলায় লোহার শিকল পেঁচিয়ে চলছে লুটপাট

Image
রিন্টু ব্রহ্ম, কালনা : লুট করতে গিয়ে লোহার শিকল দিয়ে পেঁচিয়ে হত্যা কিংবা অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে যাওয়া- এটাই কায়দা হয়ে দাঁড়িয়েছে দুষ্কৃতীদের। কালনা শহরের সম্প্রতি সবকটি লুটপাটের ঘটনাতেই দেখা গিয়েছে এই চিত্র। তাতেই স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, ফের ‘চেন কিলার’-দের দাপট বাড়ছে। কখনও সকাল, কখনও সন্ধে। ভুয়ো পরিচয় দিয়ে প্রথমে ফাঁকা বাড়িতে ঢোকা, তারপর মহিলাদের একা পেয়ে গলায় লোহার চেন পেঁচিয়ে লুটপাট। পরনের গয়না থেকে আলমারি থেকে টাকাপয়সা ও অন্যান্য দামি সামগ্রী ছিনিয়ে নিয়ে ফেরার হয়ে যায় দুষ্কৃতীদল। গত ২৭ জানুয়ারি ঠিক একইভাবে কালনার আনুখালে পুষ্প দাস নামে এক মহিলাকে খুন করা হয়েছে। তাঁর গলায় জড়ানো ছিল লোহার চেন। সপ্তাহখানেকের মাথায় গত শুক্রবারও কালনার উপলতি গ্রামে বৃদ্ধার উপর লোহার শিকল দিয়ে হামলা চালানো হয়েছে। যদিও ওই বৃদ্ধা প্রাণে রক্ষা পেয়েছেন।                                     [ শিক্ষক নেই স্কুলে, পড়ুয়াদের ভবিষ্যৎ তৈরি করছে স্থানীয় দাদা-দিদিরা] ২০১৩ সালে একই কায়দায় কালনায় পৃথক তিনটি হামলায় দু’জন মহিলার মৃত্যু হয়েছিল। আরেকজন কোনওক্রমে বেঁচে গিয়েছিলেন। তদন্তকারীদের মতে, এই ছ’বছরে পাঁ

ঘরোয়া উপায়ে বাড়িতেই তৈরি করুন পারফিউম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  এখন বিয়ের মরশুম। মাঘ আর ফাল্গুন মানেই বিয়েবাড়ির বহর। এই সময় মানানসই পোশাক যেমন চাই, তেমনই চাই সুন্দর সুগন্ধী। বাজারে প্রচুর পারফিউম পাওয়া যায়। কিন্তু আপনার যা পছন্দ, ঠিক সেই গন্ধটি তো নাও পাওয়া যেতে পারেন। বেশিরভাগ সময়েই পাওয়া যায় না। তাই, একটু আধটু কম্প্রোমাইজ করে অন্য কোনও সুগন্ধী বেছে নিতে হয়। কিন্তু জানেন কি, এই সুগন্ধী আপনি বাড়িতেও তৈরি করে নিতে পারেন? প্রাচীন যুগে কেমিক্যাল দিয়ে তৈরি পারফিউম ছিল না। তখন ঘরোয়া পদ্ধতিতেই বানানো হত সুগন্ধী। সেই পদ্ধতি আপনি এখনও করে দেখতে পারেন। আপনার প্রিয় গন্ধ বেছে নিন সবার আগে। যদি আপনার গোলাপের গন্ধ পছন্দ হয়, তবে গোলাপ পেস্ট করে তেল বের করুন। এবার দুই টেবিল চামচ কেরিয়ার তেলের সঙ্গে এক ড্রপ ওই তেল মেশান। তবে, সুগন্ধী কতটা সুন্দর হবে তার উপর নির্ভর করে মিশ্রণ তৈরি হবে। তবে সিন্থেটিক পারফিউমের থেকে বাড়িতে তৈরি সুগন্ধীর স্থায়িত্ব অনেক বেশি। শুধু গোলাপ নয়, চন্দন, কমলালেবু, ল্যাভেন্ডার, ভ্যানিলা, জুঁই, বেল ইত্যাদি দিয়েও তৈরি করতে পারেন পারফিউম। যদি কম গন্ধ চান তাহলে এই সব উপাদানের রস তেলে মেশাল অল্প। গাঢ় গন্ধ চাইলে ব

সাইকেল চালানো নিয়ে বিবাদ, ধারালো অস্ত্রের কোপে কাটা গেল পুরুষাঙ্গ

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা:  সাইকেল চালানোকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে কাটা গেল এক যুবকের পুরুষাঙ্গ। আহত যুবকের নাম কাদের লস্কর। গুরুতর জখম অবস্থায় তিনি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার খাগড়াবাদ গ্রামে। শুক্রবার সকালে নিজামউদ্দিন মোল্লার পরিবারের সঙ্গে মোহাম্মদ কাদের লস্করের পরিবারের গন্ডগোল বাঁধে। পুলিশ সূত্রে খবর, মোহাম্মদ কাদের লস্কর নিজের বাড়িতে দর্জির কাজ করছিলেন। সেই সময় তাঁর স্ত্রী সাহারা বিবি বাড়ির বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। তখনই প্রতিবেশী যুবক নিজামউদ্দিন মোল্লা রাস্তা দিয়ে যাওয়ার সময় সাহারা বিবিকে দেখে গালিগালাজ শুরু করেন। কাদের তার প্রতিবাদ করলে নিজামউদ্দিন মোল্লা, খোকন সর্দার ও মোসলেম সর্দার তাঁকে মারধর করে বলে অভিযোগ। এমনকী অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারে বলে অভিযোগ। এই ঘটনা দেখে স্ত্রী সাহারা বিবিকে বাঁচাতে আসেন মোহাম্মদ কাদের। তাঁকেও তখন মারধর করা হয়। এমনকী ধারালো কাঁচি দিয়ে তাঁর পুরুষাঙ্গ কেটে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। [  শিক্ষক নেই স্কুলে, পড়ুয়াদের ভবিষ্যৎ তৈরি করছে স্থানীয় দাদা-দিদিরা ]

বোপান্নাদের লড়াই সত্ত্বেও ডেভিস কাপে হার ভারতের

সুপ্রিয় মুখোপাধ্যায়: শনিবাসরীয় দুপুরে বেশ হতাশই লাগছিল মহেশ ভূপতিকে। ঘণ্টা দেড়েক আগেও যে রকম উজ্জীবিত লাগছিল তাঁকে, এখন সেসব উধাও। হয়তো ভেবেছিলেন রোহন বোপান্না-দ্বিবিজ শরন জুটি ডাবলস ম্যাচ জেতার পর সিঙ্গলসে লড়াই করবেন প্রজনেশ গুণেশ্বরণ। কিন্তু কোথায় কী? ডাবলসে বোপান্নারা যে লড়াইটা করলেন, তার বিন্দুমাত্র যদি সিঙ্গলসে থাকত, তাহলে হয়তো এত সহজে জেতে না ইতালি। অথচ বোপান্নারা ডাবলস জেতার পর সাউথ ক্লাব জুড়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ব্রাজিল-চিনের পর ইতিহাসের পুনরাবৃত্তি কি ইতালির ক্ষেত্রেও হবে? ২০১০-এ ব্রাজিল ও গত বছর চিনের কাছে পিছিয়েও জিতেছিল ভারত। এবারও ডাবলসে রোহন বোপান্না-দ্বিবিজ শরন ৪-৬, ৬-৩ ও ৬-৪ সেটে ইতালির সিমোনে বোলেলি-মাতেয়ো বেরেত্তিনিকে হারানো ২৪ ঘন্টা আগে ভারত দু’টো সিঙ্গলসে হেরে যায়। বোপান্নারা জেতার পর মনে হচ্ছিল কামব্যাক সম্ভব। ফিরতি সিঙ্গলসেও দাঁড়াতে পারলেন না গুণেশ্বরণ। হারলেন ৬-১, ৬-৪ এ। [সাইরাজ বিদায় সিএবি-র, বাংলার নতুন কোচ অরুণ লাল] শুক্রবার প্রথম সিঙ্গলসে হেরেছিলেন রামকুমার রমানাথন। দ্বিতীয় ম্যাচে ফের হারেন ভারতের সবচেয়ে আশা জাগানো খেলোয়াড় প্

বামেদের ব্রিগেড সমাবেশ, বুদ্ধর বার্তায় চনমনে কর্মীরা ভিড় জমাচ্ছেন শহরে

স্টাফ রিপোর্টার: রবিবাসরীয় দুপুরে বামেদের ব্রিগেড সমাবেশ। যাকে ঘিরে বেশ উত্তেজিত বাম কর্মী-সমর্থকরা। ব্রিগেড বামেদের হলেও মূল সংগঠক সিপিএম। বক্তা তালিকায় ইতিমধ্যেই চমক দেওয়ার মতো তথ্য রয়েছে। বক্তব্য রাখবেন একদিকে সীতারাম ইয়েচুরি, সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, মহম্মদ সেলিমের মতো বরিষ্ঠ নেতৃত্ব, অন্যদিকে রয়েছেন কানহাইয়া কুমারের মতো যুব নেতাও। যাঁর বক্তৃতা ইতিমধ্যে দেশের বিভিন্ন অংশের যুব বাম নেতৃত্বকে উদ্দীপ্ত করেছে। কানহাইয়ার ভাষণ, তাঁর বলা কথা শুনতে পছন্দ করে যুব সমাজ। [হতাশা ঝেড়ে দলীয় কর্মীদের ব্রিগেডে আসার বার্তা বুদ্ধদেবের ] এই প্রেক্ষিতকে সামনে রেখে গত দু’মাস ধরে সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন মাধ্যমে প্রচার সংগঠিত হয়েছে বামেদের তরফে। ২০১৫-য় দলের রাজ্য সম্মেলনে অসুস্থ শরীর নিয়েও হাজির ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবারের ব্রিগেডে অসুস্থতার কারণে তিনি থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। তবে, ব্রিগেডে যোগদানের জন্য আবেদন জানিয়ে মানুষকে বার্তা পাঠিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তা ইতিমধ্যে প্রকাশিত। বিজেপিকে ‘ধর্মীয় ফ্যাসিবাদী’ হিসাবে উল্লেখ করে তিনি বলেছেন, “বিজেপ

নতুন ধারাবাহিকে ‘পদ্মা’র গুপ্তচরবৃত্তির গল্প শোনাবেন নবাগতা কুয়াশা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেহমত কে চেনেন? ইনি সেই মেয়ে, যাঁর চরিত্রে ‘রাজি’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে বলি অভিনেত্রী আলিয়া ভাটকে৷ সেহমতের বাড়ি ছিল ভারতে৷ কিন্তু বিয়ে হয়েছিল পাকিস্তানে৷ তাঁর স্বামী, শ্বশুর সকলেই ছিল পাক সেনাবাহিনীর শীর্ষ কর্তা৷ আর সেহমত ছিলেন ভারতীয় গুপ্তচর৷ প্রাণের তোয়াক্কা না করে গোপনে পাক সেনার অনেক তথ্য ভারতীয় গোয়েন্দাদের হাতে তুলে দিতেন তিনি৷ দেশকে রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত তাঁকে খোয়াতে হয়েছে স্বামী ও সংসার৷ কিন্তু নিজের লক্ষ্যে অনড় ছিলেন সেহমত৷ এবার এমন এক গুপ্তচরের গল্পই দেখা যাবে টেলিভিশনের পর্দায়৷ কেবল প্রেক্ষাপট আলাদা৷ ওখানে প্রেক্ষাপট ছিল ভারত-পাকিস্তান৷ এখানে প্রেক্ষাপট সত্তরের মুক্তিযুদ্ধ৷ [ ‘আত্মহত্যার চেষ্টা করেছিলাম’, স্বীকারোক্তি জয়াপ্রদার ] বাংলায় বিনোদনের নতুন চ্যানেল সান বাংলায় শুরু হতে চলেছে ধারাবাহিক ‘সীমানা পেরিয়ে’৷ যার মুখ্য চরিত্রে রয়েছে পদ্মা নামের এক মহিলা৷ মুক্তিযুদ্ধের সময় বাবাকে খুঁজতে সে গিয়েছিল আজকের বাংলাদেশে৷ কিন্তু সেখানে গিয়ে তার জীবনে আমূল পরিবর্তন ঘটে৷ ওদেশে ভারতের ‘গুপ্তচর’ হিসেবে কাজ করতে শুরু করে

রবিবার দলে ফিরছেন ধোনি, জয় পেতে মরিয়া ক্যাপ্টেন রোহিত

Image
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিজ জেতা আগেই হয়ে গিয়েছে। কিন্তু তার পরের ম্যাচেই লজ্জার হার হয়েছে টিম ইন্ডিয়ার। হ্যামিল্টনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ভারত। এবার রোহিত শর্মাদের লক্ষ্য ৪-১। নিউজিল্যান্ডের মাটিতে সবচেয়ে কম রানে অলআউট হয়েছিল কোহলি-ধোনিহীন রোহিত শর্মার দল। তবে রবিবারের ম্যাচের আগে সেসব আর মাথায় রাখতে চাইছেন না কেউ। বরং ওয়েলিংটনে ম্যাচ জিতে সিরিজ শেষ করার ব্যাপারে আত্মবিশ্বাসী টিম। আত্মবিশ্বাসের অবশ্য আরও একটা কারণ আছে। চোট সারিয়ে এই ম্যাচে ফিরছেন মহেন্দ্র সিং ধোনি। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য আগের দু’টো ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে এখন পুরো ফিট। দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার সেকথা জানিয়েও দিয়েছেন। আর ধোনির টিমে ফেরা মানে যে দলের আত্মবিশ্বাস আরও বেড়ে যাওয়া, তা নতুন করে বলার কিছু নেই। বিশেষ করে কঠিন পরিস্থিতিতে ধোনির অভিজ্ঞতা বিরাট একটা ফ্যাক্টর। অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে তা বারবার প্রমাণ হয়েছে। [সাইরাজ বিদায় সিএবি-র, বাংলার নতুন কোচ অরুণ লাল ] হ্যামিল্টনে হারের পর সুনীল গাভাসকরও বলছিলেন, ধোনি না থাকায় সমস্যায় পড়েছে ভারত। গাভাসকরের বক্তব্য ছিল, “ধোনির অভি

এক রাতের জন্য ১ কোটি! এমনই প্রস্তাব পেলেন বিখ্যাত অভিনেত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ কয়েকমাস ধরে #MeToo বিতর্কে উত্তাল হয়েছে দেশ৷ অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে যে বিতর্কের সূত্রপাত করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত৷ ধীরে ধীরে সেই একই অভিযোগে বিভিন্ন পরিচালক, প্রযোজক, অভিনেতা ও সংগীত শিল্পীদের বিরুদ্ধে মুখ খোলেন অনেকে৷ এবার এই #MeToo অভিযোগে সরব হলেন দক্ষিণী অভিনেত্রী সাক্ষী চৌধুরী৷ জানালেন, এক কোটি টাকা দিয়ে তার সঙ্গে একরাত কাটাতে চাইছেন অনেকে৷ আসছে আরও নোংরা নোংরা অফার৷ [ একই ছবিতে শাহরুখ-সলমন, উদ্যোগ নিলেন বনশালি ] সদ্যই মুক্তি পেয়েছে অভিনেত্রী সাক্ষী চৌধুরী দক্ষিণী ছবি ‘ম্যাগনেট’৷ বেশ ভালই ব্যবসা করছে সেই ছবি৷ প্রথম দিন থেকেই ছবি দেখতে হলে ভিড় জমছে দর্শকদের৷ ছবিতে সাক্ষীর কাজেরও প্রশংসা করছেন তাঁর অনুগামীরা৷ অভিনেত্রী জানিয়েছেন, এই ছবির মুক্তি পাওয়ার পর থেকেই তাঁর কাছে একের পর এক কুপ্রস্তাব আসতে শুরু করেছে৷ সোশ্যাল মিডিয়াতেও অনেকে তাকে কুপ্রস্তাব দিচ্ছে৷ টুইটারে সাক্ষী লেখেন, ‘‘আমার ছবি ও ভিডিও মুক্তি পাওয়ার পর থেকেই লোক পাগলের মতো ব্যবহার করছে৷ অনেকে এক রাতের জন্য আমায় এক কোটি টাকা দিতে চাইছে

নতুন সিবিআই প্রধান নির্বাচিত হলেন আইপিএস ঋষি কুমার শুক্লা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীর্ষকর্তাদের টানাপোড়েন কাটিয়ে থিতু হচ্ছে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের নতুন প্রধান হিসেবে মনোনীত হয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন ডিজিপি ঋষি কুমার শুক্লা। ১৯৮৩ ব্যাচের আইপিএস তিনি। এই সংকটের মুহূর্তে অন্তর্বর্তী দায়িত্ব সামলানো নাগেশ্বর রাওয়ের থেকে দায়িত্ব পুরোপুরি হস্তান্তরিত হবে শুক্লার হাতে। তবে এই দায়িত্ব তাঁর হাতে দু’বছরের জন্য থাকবে। গত বছরের শেষদিকে সিবিআইয়ের শীর্ষকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হওয়ায় সংস্থায় বেশ খানিকটা বিশৃঙ্খলা তৈরি হয়। ডিরেক্টর অলোক বর্মা, ডেপুটি ডিরেক্টর রাকেশ আস্তানার মধ্যে আবার অন্তর্দ্বন্দ্বও শুরু হয়। রাতারাতি সিভিসি-র সিদ্ধান্তে সরিয়ে দেওয়া হয় অলোক বর্মাকে। জটিলতা বাড়তে থাকায় মামলা পৌঁছায় সুপ্রিম কোর্টে। রাকেশ আস্তানার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠায় সাময়িকভাবে বরখাস্ত হন তিনিও। মধ্যবর্তী সময়ে কাজ সামলানোর ভার দেওয়া হয় নাগেশ্বর রাও নামে এক কর্তাকে। তবে সুপ্রিম কোর্ট তাঁর কাজের পরিধি বেঁধে দেয়। শুধুমাত্র দপ্তরের কাজ করবেন রাও, কোনওরকম সিদ্ধান্ত নিতে পারবেন না। এমনই নির্দেশ ছিল শীর্ষ আদালতের। সিভ

ভারতে যাচ্ছিল কলম্বোয় বাজেয়াপ্ত কোকেন, জেরায় জানাল ধৃত বাংলাদেশিরা

সুকুমার সরকার, ঢাকা:  শ্রীলঙ্কায় বাংলাদেশিদের থেকে বাজেয়াপ্ত হেরোইন এবং কোকেন পাচারের করা হচ্ছিল ভারতে। কলম্বোয় ধৃতদের জেরা করা এমনই চাঞ্চল্যকর তথ্য পেলেন বাংলাদেশের তদন্তকারীরা। ধৃত ৫ জনকে জেরা করতে কলম্বো গিয়েছেন বাংলাদেশ তদন্তকারীদের তরফে উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদল। তদন্তে উঠে এসেছে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের আরও বেশ কয়েকটি তথ্য। বিদেশে হেরোইন ও কোকেন চালান করার বিনিময়ে মাসে নিয়মিত বেতন পেতেন তারা। ওই দিন বাজেয়াপ্ত হওয়া প্রায় ৫ কেজি ৩০০ গ্রাম কোকেনের গন্তব্য ছিল ভারত। আর হেরোইন পাচার করার পরিকল্পনা ছিল কলম্বোয়।                       সাংবাদিককে হত্যার পরিকল্পনা আনসার টিমের, পুলিশি সক্রিয়তায় বানচাল ছক হেরোইন ও কোকেন বহনের সঙ্গে যুক্ত বাংলাদেশের আরও দুই নাগরিককে চিনে গ্রেপ্তার করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর কলম্বোর মাউন্ট লাভিয়ানা থেকে গ্রেপ্তার হওয়া জামালউদ্দিন ওদেওয়ান রফিউল ইসলামের কাছে থেকে বাজেয়াপ্ত হওয়া ২৭২ কেজি হেরোইন এবং পাঁচ কেজি কোকেনই শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে বড় মাদক পাচারের ঘটনা। RAB অধিকর্তা বেনজির আহমেদ সাংবাদিক সম্মেলনে জানান, ‘শ্রীলঙ্কায় বাজেয়াপ্ত হেরোইন ও কোকেন বাংলাদ

শিক্ষক নেই স্কুলে, পড়ুয়াদের ভবিষ্যৎ তৈরি করছে স্থানীয় দাদা-দিদিরা

ধীমান রায়, কাটোয়া: স্কুল আছে। ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড, চেয়ার, টেবিল, বেঞ্চ – সব আছে। কিন্তু নেই কোনও শিক্ষক। তাই বলে কি পড়াশোনা বন্ধ থাকবে? অনিশ্চিত হয়ে পড়বে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ? এমনটা হতে পারে না। এটা ভেবেই এগিয়ে এলেন স্থানীয় শিক্ষিত দাদা,দিদিরা। বিনা পারিশ্রমিকে তাঁরা নিয়মিত স্কুলে পড়াচ্ছেন। শিক্ষকহীন বর্ধমানের আউশগ্রামের লক্ষ্মীগঞ্জ আদিবাসী জুনিয়র হাইস্কুলে পঠনপাঠন চালু রেখেছেন স্থানীয় কয়েকজন যুবক,যুবতী। তাঁদের ভরসাতেই নিয়মিত স্কুলে যাচ্ছে গ্রামের পড়ুয়ারা। আউশগ্রামের দিগনগর ২ অঞ্চলের অন্তর্গত আদবাসী অধ্যুষিত লক্ষীগঞ্জ গ্রাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪৫০টি পরিবারের বাস এই গ্রামে। তার মধ্যে ৩৫০টিরও বেশি আদিবাসী সম্প্রদায়ভুক্ত পরিবার। যাদের অধিকাংশই জনমজুরি করেন। লক্ষ্মীগঞ্জ গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের পাশে রয়েছে জুনিয়র হাইস্কুল। জানা গিয়েছে, ২০১৩ সালে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় তিনজন শিক্ষক নিয়োগ করা হয়েছিল। নির্দিষ্ট মেয়াদের চুক্তিতে তাঁরা পড়াচ্ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেই তিনজন শিক্ষকের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাঁরা স্কুল ছেড়ে চলেও গিয়েছে

তিন মহিলার সঙ্গে অভিসার তৃণমূল নেতার, ফাঁস সেক্স টেপ

Image
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরে তিন  মহিলা, পরনে তোয়ালে মাত্র। আর তিন সহচরীকে সঙ্গ দিতে পুরোপুরি নগ্ন একমাত্র পুরুষ সঙ্গীটি। এই অবস্থাতেই মদের আসরে মেতে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেলেন বৈদ্যবাটির তৃণমূল কাউন্সিলর সুবীর ঘোষ৷ সিসিটিভি ফুটেজে ধরা পড়া সেই গোপন ছবি সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন৷ [মরদেহের সঙ্গে উদ্দাম যৌনতায় মাতল যুবক! তারপর…] একটি ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়৷ ভিডিওতে যাঁকে দেখতে পাচ্ছেন, তিনি সুবীর ঘোষ৷ হুগলির বৈদ্যবাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর৷ গোয়ার একটি হোটেলের ঘরে আলো-আঁধারিতে তিনজন মহিলার সঙ্গে নগ্ন অবস্থায় মদের আসরে মেতেছেন কাউন্সিলর৷ ঘরের টিভিতে চলছে ক্রিকেট ম্যাচ৷ সেদিকে ভ্রূক্ষেপমাত্র নেই সুবীর ঘোষের৷ খেয়াল নেই নিজের ইমেজ নিয়েও। মদিরায় চুর কাউন্সিলর তখন মেতেছেন নিজের খেলায়৷ সম্পূর্ণ নগ্ন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন ঘরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত৷ বিছানায় শুয়ে এক মহিলা৷ কিছুক্ষণ পর পাশের ড্রেসিং রুম থেকে আরেক মহিলাকে বের করে ঘরে আনলেন কাউন্সিলর৷ মহিলার শরীরে শুধুই একটি তোয়ালে৷

‘আত্মহত্যার চেষ্টা করেছিলাম’, স্বীকারোক্তি জয়াপ্রদার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজব, ছবি বিকৃতি, অ্যাসিড হামলা…। জীবনের কঠিন মুহূর্ত পেরিয়ে এসে অবশেষে মুখ খুললেন বলিউড অভিনেত্রী তথা সাংসদ-রাজনীতিবিদ জয়াপ্রদা। #MeToo সিরিজে নাম না লেখালেও দীর্ঘ নীরবতা ভেঙে ক্ষোভ উগরে দিলেন তিনি। জানালেন, অসম্মানে, নিরাপত্তাহীনতায় আত্মহত্যার চেষ্টাও করেছেন। সম্প্রতি কঙ্গনা রানাউত অভিনীত ‘মণিকর্ণিকা’ দেখে নিজের জীবনের ফেলে আসা সংগ্রাম পর্বের কথাই তাঁর মনে পড়ে গিয়েছে বলে জানালেন তিনি। তাঁর জীবনের সেই পথও খুব মসৃণ ছিল না। মিথ্যা গুজব তাঁর মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছিল। ক্ষত এতটাই গভীর ছিল যে আত্মহত্যার কথাও ভেবেছিলেন তিনি। দীর্ঘ নীরবতা ভেঙে সম্প্রতি জীবনের সেই অধ্যায়ের স্মৃতিরোমন্থন করলেন জয়া। জানালেন, রাজনীতিতে তাঁর ‘গড ফাদার’ অমর সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মিথ্যে গুজব ছড়িয়েছিল। শুধু গুজব ছড়িয়েই থেমে থাকেনি। সেই সঙ্গে তাঁর ও অমর সিংয়ের ছবি সুপার ইম্পোজ করেও ভাইরাল করা হয়েছিল। বিকৃত করা তাঁদের সেই ঘনিষ্ঠ ছবি নিয়ে বলিউড থেকে সাধারণ দেশবাসীর মধ্যে আলোড়নও পড়ে যায়। তখন কেউ তাঁর থেকে আসল সত্যিটা জানতে চাননি। এমনকী, পাশেও থাকেননি। বরং যে অমর সিংয়ে

দেবীর আদেশে নরবলির আবেদন তান্ত্রিকের, খোঁজ চালাচ্ছে পুলিশ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেবীকে প্রসন্ন করার জন্য নরবলির আবেদন করলেন তান্ত্রিক। একটি ভিডিওতে দেখা যায়, তান্ত্রিক এই আবেদন করছেন। শুধু তাই নয়। সাব ডিভিশনাল অফিসারকে চিঠি লিখেছেন। তারপর একটি ভিডিওতে আবেদন করে ওই তান্ত্রিক জানান, নরবলি কোনও অপরাধ নয়। ভিডিওতে বলতে শোনা যায়, প্রথমে নিজের ছেলেকেই নরবলি দিতে চান। তার ছেলে ইঞ্জিনিয়ার। এরপরই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। তদন্তে নেমেছে বিহার পুলিশ। [ কর ফাঁকি রুখতে রাজ্যেও এবার ইডি’র মতো সংস্থা] বিহারের বেগানসরাইয়ের মোহনপুর পাহাড়পুর গ্রামের ঘটনা। তান্ত্রিকের নাম সুরেন্দ্র প্রসাদ সিং। গ্রামে পাগলাবাবা বলে পরিচিত। হাতে মরার খুলি, উলঙ্গ হয়ে ঘুরে বেড়ান। তন্ত্রসাধনার জন্য পড়ে থাকেন শ্মশানে। কী করেন, কেউ জানে না। সাব ডিভিশনাল অফিসারকে লেখা ওই তান্ত্রিকের চিঠি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এসডিও সঞ্জীব কুমার চৌধুরি বলেন, তিনি ওই চিঠি হাতে পাননি। কিন্তু এটা খুব মারাত্মক একটি বিষয়। নরবলি সব সময় বেআইনি। আমরা চিঠিটা হাতে পাওয়ার জন্য মরিয়া চেষ্টা করছি। [সহপাঠীকে মেরে রক্তপান, হাসপাতালে চিকিৎসক সেজে ধৃত ‘ভ্যাম্পায়ার’] ভিডিওতে সুরেন্দ্র প্রসাদ সিংকে ব

অন্তর্বর্তী বাজেট ‘বেআইনি’, খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন আইনজীবীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তর্বর্তী বাজেটে ভারপ্রাপ্ত অর্থমন্ত্রীর একের পর এক ঘোষণায় ভ্রূ কুঁচকেছিলেন বিরোধীরা। সাধারণত ভোটের আগের শেষ বাজেটে বড় কোনও ঘোষণা করে না সরকার। ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হয়। যাতে মূলত ভোট শেষ হওয়া পর্যন্ত তিন মাসের আয়ব্যায়ের হিসেব দেওয়া হয়। নতুন সরকার ক্ষমতায় এসে পেশ করে অন্তর্বর্তী বাজেট। কিন্তু এবছর মোদি সরকার প্রথা ভেঙেছে। ভোট অন অ্যাকাউন্ট নয়, তাঁরা পেশ করেছেন অন্তর্বর্তী বাজেট। আর এতেই আপত্তি জানিয়েছেন এক আইনজীবী। তাঁর দাবি, পীযূষ গোয়েল যে বাজেট পেশ করেছেন তা বেআইনি। এই বাজেট খারিজ করারও দাবি জানিয়েছেন তিনি। [বাজেটে পরপর ছক্কা মোদির, গালে হাত দিয়ে বসে রইলেন ‘হতাশ’ রাহুল] অ্যাডভোকেট মনোহরলাল শর্মার দাবি, সংবিধান মতে শুধুমাত্র পূর্ণাঙ্গ বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশ করা যায়। কোনওভাবেই অন্তর্বর্তী বাজেট পেশ করা যায় না। সংবিধানে এই ধরনের বাজেটের কোনও উল্লেখ নেই। বাজেট পেশের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি সুপ্রিম কোর্টে আবেদনটি করেন। তাঁর দাবি, এই বাজেট সম্পূর্ণ বেআইনি এবং তা বাতিল হওয়া উচিত। যদিও, সর্বোচ্চ আদালত এই মামলা গ্রহণ করবে কিনা তা জানতে এখনও অপেক

একই ছবিতে শাহরুখ-সলমন, উদ্যোগ নিলেন বনশালি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ইতিহাসের পুনরাবৃত্তি? সম্ভবত তাই। ‘করণ অর্জুন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ আর ‘হাম তুমহারে হ্যায় সনম’ ছবির পর বহুদিন ধরে অনেক পরিচালক ফের শাহরুখ আর সলমনকে একসঙ্গে পর্দায় আনতে চেষ্টা করেছিলেন। কিন্তু কাজ হয়নি। একাধিকবার শেষ মুহূর্তে সমস্ত পরিকল্পনা ধূলিসাৎ হয়ে গিয়েছে। কিন্তু এবার হয়তো পরিকল্পনা ফলপ্রসূ হলেও হতে পারে। কারণ যে পরিচালক এবার এই উদ্যোগ নিয়েছেন তিনি সহজে হাল ছাড়ার পাত্র নন। শেষ ২০০২ সালে এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল। ছবিটি ছিল ‘হাম তুমহারে হ্যায় সনম’। কিন্তু তারপর থেকেই শুরু হয় দুই খানের সংঘাত। ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে দুই খানের দ্বন্দ্বের শুরু। প্রথমে মান-অভিমানের পর্ব চললেও পরে সমস্যা চরমে পৌঁছয়। এর মধ্যেই ক্যাটরিনা শাহরুখের সঙ্গে ছবি করেন। ভাইজান হয়তো কিছু বুঝেছিলেন। তাই কয়েক বছর পর শাহরুখের সঙ্গে সমস্যা মিটে যায় তাঁর। ততদিনে ক্যাটের সঙ্গে সল্লু মিঞার ব্রেক আপও হয়ে গিয়েছে। আর যেদিন থেকে দু’জনের মধ্যে আবার ভাব হয়েছে, তবে থেকেই এ ওর ছবিতে কয়েক সেকেন্ডের জন্য দেখা দিয়েছেন তাঁরা। সলমনের ‘টিউবলাইট’-এ যেমন দেখা গিয়েছে শাহরুখকে, তেমনই শাহর

আমেরিকায় গ্রেপ্তার পড়ুয়াদের জন্য হটলাইন পরিষেবা শুরু ভারতীয় দূতাবাসে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে রমরমিয়ে জাল পাসপোর্ট ও ভিসার কারবার চালাত ১২৯ জন ভারতীয় পড়ুয়া৷ এই অভিযোগে তাদের গ্রেপ্তার করে আমেরিকার অভিবাসন এবং শুল্ক দপ্তর। ইতিমধ্যে এই পড়ুয়াদের সাহায্যার্থে এগিয়ে এসেছে আমেরিকার ভারতীয় দূতাবাস৷ তাদের সাহায্যের জন্য ২৪ ঘণ্টার হটলাইন পরিষেবা চালু করা হয়েছে৷ ব্যবস্থা করা হয়েছে সব রকমের আইনি সহায়তার৷ ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন৷ এর আগে মার্কিন মুলুকে এত বেশি সংখ্যক ভারতীয় পড়ুয়ার একসঙ্গে গ্রেপ্তার হওয়ার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন প্রশাসনের কর্তারা৷ [ মরদেহের সঙ্গে উদ্দাম যৌনতায় মাতল যুবক! তারপর… ] ধৃতদের বিরুদ্ধে তদন্তে নেমেছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির তদন্তকারীরা৷ তাদের বিরুদ্ধে অভিযোগ, অর্থের বিনিময়ে বিদেশিদের পড়ুয়াদের জাল পরিচয়পত্রের ব্যবস্থা করে দিত তারা৷ এই জাল ভিসা ও পাসপোর্টের কারবারিদের ধরতে একটি পরিকল্পনা তৈরি করেন তদন্তকারীরা৷ সেই প্ল্যান অনুযায়ী ফার্মিংটন হিলস নামে একটি বিশ্ববিদ্যালয় শুরু করে তারা৷ তদন্তকারীদের বিছানো ফাঁদে পা দেয় অভিযুক্তরা। ওই বিশ্ববিদ্যালয়ে ভরতি হয় তারা এবং সেখানে এই চক্র শুরুর

কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে রাজ্যের ‘অসহযোগিতা’, দুর্গাপুরের সভায় অভিযোগ মোদির

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : ঠাকুনগরের সভায় মতুয়াদের মনে পেতে বার্তা দিয়েছিলেন। আর দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভা কার্যত রাজ্য-কেন্দ্র সংঘাত বাড়িয়ে দিল আরও। মোদির মুখে ‘তৃণমূলের বিদায়’ এর হুঁশিয়ারি শুনে ক্ষোভ আর চেপে রাখতে পারেননি মুখ্যমন্ত্রী।প্রতিক্রিয়ায় তাঁর পালটা চ্যালেঞ্জ, ‘আগে তো দিল্লি থেকে বিজেপি সরকার বিদায় নিক। তারপর রাজ্যের কথা ভাববে। আমরা সবাই এক থাকব, বিদায় নেবেন উনি।’ শনিবার দুপুর আড়াইটে নাগাদ দুর্গাপুরের অণ্ডাল বিমানবন্দরে নামে মোদির চপার। সেখান থেকে নেহরু স্টেডিয়ামে যান প্রধানমন্ত্রী। স্টেডিয়ামের ভিড় দেখে আপ্লুত কণ্ঠে মোদি বলেন, ‘এবার তৃণমূলের বিদায় হবেই। এত ভিড় দেখে আমি নিশ্চিত, বাংলায় পরিবর্তন আসবেই।’ ঠাকুরনগরে মতুয়াদের সভায় বিশৃঙ্খলতার জন্য দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন। আহতদের প্রতি সমবেদনাও প্রকাশ করেন। গত মঙ্গলবার কাঁথিতে অমিত শাহর সভা সেরে ফেরার পথে বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘ওঁদের আঘাত করে মনোবল ভেঙে দিতে চেয়েছিল। কিন্তু ওঁরা ফের মাথা তুলে দাঁড়িয়েছে, আজ এই সভায় এসেছে। বিজেপির প্রত্যেক

মরদেহের সঙ্গে উদ্দাম যৌনতায় মাতল যুবক! তারপর…

Image
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্দেশ্য ছিল চুরি করা৷ সেই পরিকল্পনা নিয়ে শ্মশানে ঢোকে এক যুবক৷ তারপর যা কাণ্ড ঘটল, তা শুনে আঁতকে উঠছেন সকলেই৷ কেন এমন করল সে, তা নিয়েও তৈরি হয়েছে ধন্দ৷ সহপাঠীকে মেরে রক্তপান, হাসপাতালে চিকিৎসক সেজে ধৃত ‘ভ্যাম্পায়ার’ ব্রিটিশ যুবক কাসিম খুররাম৷ বছর তেইশের ওই যুবক উপার্জনের জন্য প্রায়শই চুরি করে৷ একদিন সে ঢুকে পরে বার্মিংহামের একটি শ্মশানে৷ সে দেখতে পায় একের পর এক মৃতদেহ পড়ে রয়েছে সেখানে৷ পরিকল্পনা ছিল চুরি করার৷ কিন্তু নেশার ঘোরে ভুলে যায় আসল কাজের কথা৷ পরিবর্তে পরপর তিনটি মৃতদেহের সঙ্গে উদ্দাম যৌনতায় মেতে ওঠে ওই যুবক৷ বিকৃত যৌনতার কথা রটতে সময় লাগেনি বেশিক্ষণ৷ খবর পৌঁছয় প্রশাসনের কাছেও৷ অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করা হয়৷ শুরু হয় বিচার৷ আদালতের প্রশ্নের মুখে আর অভিযোগ অস্বীকার করতে পারেনি ওই যুবক৷ পরিবর্তে নিজের কৃতকর্মের কথা স্বীকার করে নেয় সে৷ জানায়, শ্মশানে চুরির উদ্দেশ্যে গিয়েছিল৷ ড্রাগের নেশায় ডুবে ছিল সেই সময়৷ নেশার ঘোরে শ্মশানে থাকা তিন মৃতদেহের সঙ্গে উদ্দাম যৌনতায় মেতে ওঠে সে৷ যদিও অভিযুক্তের আইনজীবীর দাবি, গ্রেপ্তারির পর ত

আরও দু’টি আদালতে মামলা, কেবল পরিষেবায় বাড়তি খরচ এখনই নয়

শুভঙ্কর বসু: নতুন দামে কেবল পরিষেবা চালুর ক্ষেত্রে কলকাতা হাই কোর্ট নিষেধাজ্ঞা উঠিয়ে দিলেও আপাতত লাগু হচ্ছে না এই নিয়ম। কারণ, এবিষয়ে এখনও সিদ্ধান্ত ঝুলে রয়েছে দেশের দু’টি হাই কোর্টে। কলকাতা হাই কোর্টের মতোই এনিয়ে মামলা দায়ের হয়েছে বম্বে এবং তেলেঙ্গানা হাই কোর্টে। ফলে কবে থেকে কেবল সংযোগের ক্ষেত্রে পরিবর্তিত দাম নিয়ে টেলিভিশন রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার (ট্রাই) নতুন নিয়ম কার্যকর হবে, তা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।                                           [ মোবাইলের চেয়েও কম মূল্যে স্মার্ট টিভি, দাম কত জানেন?] ট্রাইয়ের ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছে পুনে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন। পাশাপাশি তেলেঙ্গানা হাই কোর্টেও এনিয়ে মামলা করেছে কেবল অপারেটরদের একাধিক সংগঠন। দু’টি উচ্চ আদালতই এবিষয়ে এখনও কোনও রায় ঘোষণা করেনি। তাই টেলিভিশনে পছন্দের চ্যানেল দেখতে ঠিক কবে থেকে বাড়তি টাকা গুনতে হবে, তা এখনই বলা যাচ্ছে না। সূত্রের খবর, এই দুই আদালতই আপাতত কলকাতা হাই কোর্টের এই সংক্রান্ত নির্দেশের কপি দেখতে  চেয়েছে। কলকাতা হাই কোর্টের নির্দেশের কপি দেখার পরই এ