বিষমদ কাণ্ডের পর শান্তিপুরে পার্থ, মৃতদের পরিবারের পাশে রাজ্য

বিপ্লব দত্ত, নদিয়া: লাগাতার অভিযানে গ্রেপ্তার শান্তিপুর বিষমদ কাণ্ডের কিংপিন গণেশ হালদার৷ সরকারের আর্থিক সাহায্যের টাকাও পেয়ে গেলেন মৃতের পরিবারের লোকেরা৷ শুক্রবার শান্তিপুরে গিয়ে তাঁদের হাতে দু’লক্ষ টাকার চেক তুলে দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁর সঙ্গে ছিলেন কারামন্ত্রী ও জেলার নেতা উজ্জ্বল বিশ্বাস৷ এদিকে শান্তিপুরে ঢোকার মুখে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ল বিজেপি প্রতিনিধি দল৷ কালো পতাকা দেখানো হল কৈলাশ বিজয়বর্গীয় এবং মুকুল রায়কে৷

[ মাকে দাহ করে এসে চোলাই মদের বিষে মৃত্যু ছেলের]

শান্তিপুর বিষমদ কাণ্ডে মৃতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ একযোগে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও সিআইডি৷ বেআইনি চোলাই মদের কারবার রুখতে আবগারি দপ্তরকে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার বিষমদ কাণ্ডে অভিযুক্তদের ধরতে রাতভর অভিযান চলে শান্তিপুরে৷ শুক্রবার সকালে ধরা পড়ে চোলাই মদের কারবারের কিংপিন গণেশ হালদার৷ তদন্তকারীদের দাবি, গণেশের ঠেকে চোলাই মদ খেয়েই মারা গিয়েছেন ১২ জন৷ বেলায় শান্তিপুরে পৌঁছান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস৷ কারামন্ত্রী নদিয়া জেলারই বিধায়ক৷

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন পার্থ চট্টোপাধ্যায়৷ কথা বলে হাসপাতালের সুপারের সঙ্গেও৷ হাসপাতাল থেকে নৃসিংহপুরের চৌধুরিপাড়ায় যান তিনি৷ বিষমদে মৃতদের পরিবারের হাতে দু’লক্ষ টাকার চেক তুলে দেন পার্থবাবু৷ মৃতদের একজনের বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে। বৃহস্পতিবার রাতে স্থানীয় জেলাশাসকের সঙ্গে রাজ্য সরকার যোগাযোগ করেছে বলে জানা গিয়েছে৷ শান্তিপুর বিষমদ কাণ্ডে এখনও পর্যন্ত গুরুতর অসুস্থ ২৮ জন৷ বৃহস্পতিবার সন্ধের পর থেকে আর কেউ মারা যাননি৷ ১০ জনকে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করেছেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস৷ এদিকে শুক্রবার শান্তিপুরে যায় মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়-সহ বিজেপির একটি প্রতিনিধি দলও৷ শহরে ঢোকার মুখে বিক্ষোভের মুখে পড়েন প্রতিনিধি দলের সদস্যরা৷ দেখানো হয় কালো পতাকা৷ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল ঘুরে চৌধুরিপাড়ায় যান বিজেপি নেতারা৷

ছবি: সঞ্জিত ঘোষ

[উলুবেড়িয়ায় চোলাই মদের কারবারীদের ত্রাস এই ‘বীরাঙ্গনা’ গৃহবধূ



Bengali News Bengali News via Sangbad Pratidin

Comments

Popular posts from this blog

তোলা চেয়ে জেল থেকেই ব্যবসায়ীকে হুমকি ফোন গব্বর-রমেশের

‘পাক সহায়তায় মোদিকে ক্ষমতাচ্যুত করতে চাইছে কংগ্রেস’, আক্রমণ প্রতিরক্ষা মন্ত্রীর

পেট্রোল ছাড়াই চলবে বাইক, দিশা দেখালেন নদিয়ার স্কুল মাস্টার