ভাতারে দলীয় প্রচারের ফ্লেস্কে ভাষা বিভ্রাট, বিপাকে তৃণমূল

ধীমান রায়, কাটোয়া: মোদি সরকারের বিরুদ্ধে সাম্প্রদায়িকতা ও দুর্নীতির অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু তিনি কখনও কি ‘সাম্প্রদায়িক দুর্নীতি’র কথা বলেছেন? শাসকদলের তোরণে ভাষা বিভ্রাটে বিতর্ক তুঙ্গে পূর্ব বর্ধমানের ভাতারে৷ ওই তোরণেই আবার মুখ্যমন্ত্রীকে যুবশ্রী প্রকল্পের রূপকার নয়, ‘রূপকথার’ বলে উল্লেখ করা হয়েছে৷ বেজায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব৷ ভাষাগত ভুল সংশোধন করে নেওয়ার আশ্বাস দিয়েছেন শাসকদলের স্থানীয় নেতারা৷  

[ স্মাগলিংয়ের বিরুদ্ধে পুলিশকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর]

২০১৯ সালে লোকসভা ভোটে মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জাতীয় রাজনীতিতে বিরোধী জোটের প্রধান কান্ডারীও তিনি৷ ১৯ জানুয়ারি ব্রিগেড সম্মেলনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ ব্রিগেডে সেই ঐতিহাসিক সভায় দেশের ১৮ থেকে ২০টি বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতারা হাজির থাকবেন বলে জানা গিয়েছে৷ বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানে জামুড়িয়ার জনসভা থেকে দৃপ্তকণ্ঠে দিল্লির সরকার বদলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলনেত্রীর নির্দেশে ব্রিগেড সমাবেশকে সফল করতে কোমর বেঁধেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা৷ জেলায়-জেলায়, ব্লকে-ব্লকে জোরকদমে চলছে প্রচার৷ তৃণমূলের পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছয়লাপ রাজ্যের বিভিন্ন প্রান্ত৷ কোথা কোথাও আবার তোরণ তৈরি করা হয়েছে৷ পূর্ব বর্ধমানের ভাতার বাজারে তেমনই একটি তোরণ তৈরি করেছেন স্থানীয় তৃণমূল কর্মীরা৷ আর সেই তোরণে ভাষা বিভ্রাটে মুখ পুড়েছে শাসকদলের স্থানীয় নেতৃত্বের৷

ভাতারে দলের কার্যালয়ের পাশে ব্রিগেড সমাবেশে প্রচারে বিশাল একটি তোরণ তৈরি করেছেন শাসকদলের কর্মী-সমর্থকরা৷ কিন্তু সেই তোরণে লাগানো ফ্লেস্কের ব্যানারে একাধিক বাংলা শব্দের বানান ভুল! তবে তোরণের একেবারে উপরে লেখা ‘সাম্প্রদায়িক দুর্নীতি’ শব্দটি নিয়েই বিতর্ক সবচেয়ে বেশি৷ স্থানীয় বাসিন্দারা বক্তব্য, ‘সাম্প্রদায়িক দুর্নীতি’ বলে কোনও বাংলা শব্দ কস্মিনকালেও শোনেননি তাঁরা৷ এখানেই শেষ নয়, এ রাজ্যের বেকার যুবকের জন্য যুবশ্রী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনিই এই প্রকল্পটি রূপকার৷ কিন্তু, শাসকদলের তোরণে রূপকার নয়, ‘রূপকথার’ শব্দটি ব্যবহার করা হয়েছে! নিজেদের ভুল অবশ্য স্বীকার করে নিয়েছে পূর্ব বর্ধমানের ভাতারের স্থানীয় নেতারা৷ তোরণে যাবতীয় ভাষাগত ভুল সংশোধনের আশ্বাস দিয়েছেন তাঁরা৷     

[ কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, ধুন্ধুমার দুর্গাপুর শিল্পতালুকে



Bengali News Bengali News via Sangbad Pratidin

Comments

Popular posts from this blog

দুর্নীতিমুক্ত প্রশাসন, বেকারত্ব কমানো হাসিনার নয়া চ্যালেঞ্জ

ভারতীয় মহিলা দলে শেষ পাওয়ার জমানা, নতুন কোচের খোঁজে বোর্ড

কাঠমিস্ত্রীকে কিডন্যাপ করে খুনের হুমকি, গ্রেপ্তার ছয় যুবতী