দুর্নীতিমুক্ত প্রশাসন, বেকারত্ব কমানো হাসিনার নয়া চ্যালেঞ্জ
কৃষ্ণকুমার দাস: রেকর্ড সংখ্যক আসন জিতে চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনার সামনে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা এবং বেকারত্বের সংখ্যা কমিয়ে আনা। কারণ, মৌলবাদ ও জঙ্গি কার্যকলাপ অনেকটাই রুখে দিলেও এখনও পর্যন্ত দেশের প্রশাসনকে যে দুর্নীতিমুক্ত করা যায়নি তা স্বীকার করছেন নির্বাচনে জিতে আসা অধিকাংশ আওয়ামি লিগ নেতা-মন্ত্রীরা। কাঙ্ক্ষিত মাত্রায় দুর্নীতির লাগাম টানতে না পারার সমালোচনা রয়েছে। গত ১০ বছরে ব্যাংক খাতে দুর্নীতি নিয়ে নিয়মিতই প্রশ্নের মুখে পড়তে হয়েছে হাসিনা সরকারের নীতি-নির্ধারকদের। দুর্নীতি যে পুরোপুরি নির্মূল হয়নি, তা স্বীকার করেছেন শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ও। [ঐতিহাসিক জয়ের পর মোদির শুভেচ্ছা বার্তায় আপ্লুত হাসিনা ] গত এক বছর ধরে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প প্রশাসন যেভাবে বিদেশি কর্মচারীদের দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে তাতে প্রবাসী বাংলাদেশিদের একটা বড় অংশ এবার দেশে ফিরতে বাধ্য হচ্ছে। মধ্যপ্রাচে্যর বিভিন্ন দেশে যে বিপুল সংখ্যক বাংলাদেশি নানাভাবে রুটি-রুজির ব্যবস্থা করছে সেখানেও ইদানিং প্রতারণার শিকার হচ্ছে। স্বভাবতই...
Comments
Post a Comment