রাস্তায় ফেলে যুবককে ধারালো অস্ত্রের কোপ, আতঙ্ক প্রিন্স আনোয়ার শাহ রোডে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোরে রাস্তায় ফেলে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ। ছুটির সকালে আতঙ্ক ছড়াল দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে। গুরুতর আহত ওই যুবক ভরতি হাসপাতালে। পুলিশ জানিয়েছে, ওই যুবকের শরীরের চার জায়গায় কোপ মারা হয়। তদন্ত শুরু করেছে চারু মার্কেট থানার পুলিশ।

খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার আরও এক জেএমবি জঙ্গি]

আক্রান্ত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার খুব ভোরে প্রিন্স আনোয়ার শাহ রোডে ওই যুবকের উপর চড়াও হয় কয়েকজন যুবক। কিছু বুঝে ওঠার আগেই ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে তারা। প্রাণ বাঁচাতে আক্রান্ত যুবক চিৎকার করছিলেন। পরিস্থিতি বেগতিক বেগতিক বুঝে অ্যাপ ক্যাব চড়ে এলাকা থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সাতসকালে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে টালিগঞ্জের প্রিন্স আনোয়ার শাহ রোডে। চারু মার্কেট থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেছে পুলিশ। শরীরের চার জায়গায় ধারালো অস্ত্রের ক্ষত, তবে ওই যুবকের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।

কিন্তু, রাস্তায় ফেলে কেন ওই যুবককে কোপানো হল? প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গত কয়েক দিন ধরেই হোয়াটসঅ্যাপে আক্রান্তের বান্ধবীকে উত্যক্ত করছিল কয়েকজন যুবক। এই নিয়ে হোয়াটসঅ্যাপে ওই যুবকদের সঙ্গে আক্রান্তের বেশ কয়েকবার বাগ-বিতণ্ডাও হয়। শনিবার রাতেও যথারীতি ওই তরুণীকে উত্যক্ত করা হয়। যারা উত্যক্ত করছিল বলে অভিযোগ, তাঁরা রবিবার ভোরের দিকে আক্রান্ত যুবককে প্রিন্স আনোয়ার শাহ রোডে ডেকে পাঠায়। এরপরই তাঁর উপর হামলা চালানো হয়।

[ শহরে ক্রেডিট কার্ড জালিয়াতি, ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে উধাও ১ লক্ষ টাকা]



Bengali News Bengali News via Sangbad Pratidin

Comments

Popular posts from this blog

তোলা চেয়ে জেল থেকেই ব্যবসায়ীকে হুমকি ফোন গব্বর-রমেশের

‘পাক সহায়তায় মোদিকে ক্ষমতাচ্যুত করতে চাইছে কংগ্রেস’, আক্রমণ প্রতিরক্ষা মন্ত্রীর

পেট্রোল ছাড়াই চলবে বাইক, দিশা দেখালেন নদিয়ার স্কুল মাস্টার