এক রাতের জন্য ১ কোটি! এমনই প্রস্তাব পেলেন বিখ্যাত অভিনেত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ কয়েকমাস ধরে #MeToo বিতর্কে উত্তাল হয়েছে দেশ৷ অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে যে বিতর্কের সূত্রপাত করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত৷ ধীরে ধীরে সেই একই অভিযোগে বিভিন্ন পরিচালক, প্রযোজক, অভিনেতা ও সংগীত শিল্পীদের বিরুদ্ধে মুখ খোলেন অনেকে৷ এবার এই #MeToo অভিযোগে সরব হলেন দক্ষিণী অভিনেত্রী সাক্ষী চৌধুরী৷ জানালেন, এক কোটি টাকা দিয়ে তার সঙ্গে একরাত কাটাতে চাইছেন অনেকে৷ আসছে আরও নোংরা নোংরা অফার৷

[একই ছবিতে শাহরুখ-সলমন, উদ্যোগ নিলেন বনশালি ]

সদ্যই মুক্তি পেয়েছে অভিনেত্রী সাক্ষী চৌধুরী দক্ষিণী ছবি ‘ম্যাগনেট’৷ বেশ ভালই ব্যবসা করছে সেই ছবি৷ প্রথম দিন থেকেই ছবি দেখতে হলে ভিড় জমছে দর্শকদের৷ ছবিতে সাক্ষীর কাজেরও প্রশংসা করছেন তাঁর অনুগামীরা৷ অভিনেত্রী জানিয়েছেন, এই ছবির মুক্তি পাওয়ার পর থেকেই তাঁর কাছে একের পর এক কুপ্রস্তাব আসতে শুরু করেছে৷ সোশ্যাল মিডিয়াতেও অনেকে তাকে কুপ্রস্তাব দিচ্ছে৷ টুইটারে সাক্ষী লেখেন, ‘‘আমার ছবি ও ভিডিও মুক্তি পাওয়ার পর থেকেই লোক পাগলের মতো ব্যবহার করছে৷ অনেকে এক রাতের জন্য আমায় এক কোটি টাকা দিতে চাইছে৷ কিন্তু তারা আসলে বোকা। তারা জানে না, আমাকে কেনা যায় না৷ শুধু দেখেই কাজ চালাতে হবে ওদের।’’

[পর্দায় আসছে জর্জ ফার্নান্ডেজের বায়োপিক, পরিচালক কে?]

অভিনেত্রী সাক্ষী জানিয়েছেন, যারাই তাঁকে কুপ্রস্তাব দিচ্ছেন, তাদেরই তিনি ‘ম্যাগনেট’ দেখার পরামর্শ দিচ্ছেন৷ সদ্য মুক্তি পাওয়া ‘ম্যাগনেট’ ছাড়াও তেলুগু ছবি ‘সেলফি রাজা’ এবং ‘পোটুগাডু’-তে অভিনয় করেছেন সাক্ষী।



Bengali News Bengali News via Sangbad Pratidin

Comments

Popular posts from this blog

দুর্নীতিমুক্ত প্রশাসন, বেকারত্ব কমানো হাসিনার নয়া চ্যালেঞ্জ

ভারতীয় মহিলা দলে শেষ পাওয়ার জমানা, নতুন কোচের খোঁজে বোর্ড

কাঠমিস্ত্রীকে কিডন্যাপ করে খুনের হুমকি, গ্রেপ্তার ছয় যুবতী