সোশ্যাল সাইটে পরিচয় বদল মালাইকার, ব্যাপারটা কী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বি-টাউনে সম্পর্কের ভাঙাগড়া লেগেই থাকে৷ সদ্যই রাজকীয়ভাবে চারহাত এক হয়েছে দীপিকা-রণবীরের৷ যোধপুরের উমেদ ভবনে বিয়ের আসর প্রায় বসেই গিয়েছে নিক-প্রিয়াঙ্কার৷ একের পর এক বিয়ের খবরে যখন মাতোয়ারা অনুরাগীরা, তখন সকলের নজর এড়িয়ে সম্পর্কের গভীরতা বাড়ছে মালাইকা-অর্জুনের৷ বলিউডের কানাঘুসোকে সত্যি করেই নাকি ধীরে ধীরে সম্পর্কের কথা এবার প্রকাশ্যে আনছেন লাভ বার্ডস৷

[প্রতিশোধ নিতেই কি অর্পিতার বউদি মালাইকাকে বিয়ের সিদ্ধান্ত অর্জুনের?]

সলমন খানের ছোট ভাই আরবাজের সঙ্গে দীর্ঘ দাম্পত্য সম্পর্ক ছিল মালাইকার৷ আচমকাই বিচ্ছেদ হয় দু’জনের৷ তারপর থেকে বি-টাউনে নয়া গুঞ্জন৷ অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন আরবাজ-ঘরনি৷ এদিকে, মালাইকার আগে সলমনের বোন অর্পিতাকে নাকি মন দিয়েছিলেন অর্জুন৷ বলিপাড়ায় কান পাতলেই এখন শোনা যাচ্ছে, বিচ্ছেদের প্রতিশোধ নিতেই নাকি অর্পিতার বৌদি মালাইকার সঙ্গে প্রেম করছেন অর্জুন৷ দু’জনের প্রেম নিয়ে কানাঘুসো চলছে বহুদিন৷ যদিও প্রথমে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি লাভ বার্ডস৷ অর্জুন সম্পর্কের কথা মেনে নেন কয়েকদিন আগে৷ তিনি জানান, মালাইকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন৷ শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন দু’জনে৷ দিনকয়েক আগে লোখণ্ডওয়ালায় বিলাসবহুল বহুতল কিনতেও দেখা গিয়েছে অর্জুন-মালাইকাকে৷ মনে করা হচ্ছে, বিয়ের পর নাকি ওই বহুতলেই সংসার পাতবেন তাঁরা৷  

[সম্পর্কের স্বীকারোক্তি? প্রকাশ্যে বিয়ের কথাও জানালেন অর্জুন!]

বলিপাড়ায় এই ফিসফিসানি চলতে থাকলেও, এখনও মুখে কুলুপ এঁটে মালাইকা৷ কিন্তু দু-একদিন নাকি তাঁর কাজেকর্মে ফুটে উঠছে মনের ঠিকানা বদলের কথা৷ গলার হারের লকেট বদলে ফেলেছেন মালাইকা৷ লকেটে লেখা এ এম৷ অনেকেই বলছেন, মনের মানুষ এবং নিজের নামের আদ্যক্ষর মিলিয়েই নাকি এই লকেট গলায় পরছেন তিনি৷

Malaika

শুধু লকেট বদলেই থেমে থাকেননি মালাইকা৷ সোশ্যাল মিডিয়ায় নিজের নামও বদল করলেন৷ ইনস্টাগ্রামে আর ‘মালাইকা অরোরা খান অফিসিয়াল’ নন এখন ‘মালাইকা অরোরা অফিসিয়াল’ তিনি৷

[সোশ্যাল মিডিয়ায় বিয়ের কার্ডের ছবি পোস্ট কপিলের]

Malaika Arora

প্রোফাইলের নাম বদলের জেরে মাথাচাড়া দিয়েছে নয়া গুঞ্জন, তবে কি এবার সত্যিই অফিসিয়াল রূপ পেতে চলেছে অর্জুন-মালাইকার সম্পর্ক? যদিও উত্তরের জন্য অপেক্ষা করতেই হবে কৌতূহলীদের৷



Bengali News Bengali News via Sangbad Pratidin

Comments

Popular posts from this blog

দুর্নীতিমুক্ত প্রশাসন, বেকারত্ব কমানো হাসিনার নয়া চ্যালেঞ্জ

ভারতীয় মহিলা দলে শেষ পাওয়ার জমানা, নতুন কোচের খোঁজে বোর্ড

কাঠমিস্ত্রীকে কিডন্যাপ করে খুনের হুমকি, গ্রেপ্তার ছয় যুবতী