কুশপুতুল ও খেলনা বন্দুকেই নিরাপত্তারক্ষীদের বিভ্রান্ত করছে মাওবাদীরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের আবহে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে ফের সক্রিয় হয়েছে মাওবাদীরা৷ বেড়েছে তাদের নাশকতামূলক কার্যকলাপ৷ এই দুই রাজ্যে প্রায় প্রত্যেকদিনই মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা৷ এহেন পরিস্থিতিতে উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য৷ ঘন জঙ্গলে গোপন অভিযান চালিয়ে সিআরপিএফ জওয়ানরা খোঁজ পেলেন বেশকিছু কুশপুতুলের৷ যেগুলির মুখে কাপড় বাঁধা, হাতে রয়েছে খেলনা বন্দুক  এবং সেগুলিকে দেখতে পুরোপুরি মাওবাদীদের মতো৷ নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, এই কুশপুতলগুলির দ্বারাই তাঁদের বিভ্রান্ত করার চেষ্টা করছে মাওবাদীরা৷ নকশালদের এই নয়া কৌশলই বর্তমানে নয়া মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সিআরপিএফের৷

[খলিস্তানি জঙ্গির সঙ্গে সিধুর ছবি, এনআইএ তদন্তের দাবি স্বামীর]

বৃহস্পতিবার, সুকমা-সহ ছত্তিশগড়ের একাধিক জঙ্গলে মাওবাদীদের গোপন আস্তানার খোঁজে অভিযানে নামেন সিআরপিএফ জওয়ানরা৷ সেখান থেকেই তাঁরা উদ্ধার করেন একাধিক কুশপুতুল৷যেগুলির হাতে নকল বন্দুক ধরিয়ে এবং মাওবাদীদের মতো সাজিয়ে ঘন জঙ্গলে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে৷ দূর থেকে একঝলক দেখলেই, সেগুলিকে গাছের কোনে ঘাপটি মেরে থাকা মাওবাদীদের মতোই দেখায়৷ সিআপরিএফ জানিয়েছে, সেগুলিকে দেখে প্রথমে তাঁরাও বিভ্রান্ত হয়েছিলেন৷ ভেবেছিলেন মাওবাদী৷ কিন্তু পরে তাঁদের ভুল ভাঙে৷ কাছে গিয়ে তাঁরা দেখেন সেগুলি খড়ের তৈরি কুশপুতুল এবং এদের প্রত্যেকের হাতে রয়েছে খেলনা বন্দুক৷

[সমস্যা মেটাতে সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি কৃষকদের]

জানা গিয়েছে, এই কুশপুতুলের কাছাকাছি এলাকার মাটিতে আইইডি বিস্ফোরক পুঁতে রেখেছিল মাওবাদীরা৷ যাতে জঙ্গলে টহলদারির সময় ভুল করে এগুলির উপর নিরাপত্তা রক্ষীদের পা পড়ে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে৷ সিআরপিএফ সূত্রে খবর, এমন একটি আইইডিও বৃহস্পতিবার উদ্ধার করেছেন তাঁরা৷ পরে ফাঁকা স্থানে সেটিকে নষ্ট করা হয়৷ সিআরপিএফের ১৫০ নম্বর ব্যাটেলিয়নের কম্যান্ডার ডি সিং জানিয়েছেন, “নিরাপত্তারক্ষীদের বিভ্রান্ত করতে এবং মনোবল নষ্ট করার জন্যই এই নয়া কৌশল নিয়েছে মাওবাদীরা৷” মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই সেখানে বেড়েছে মাও কার্যকলাপ৷ নির্বাচন ভেস্তে দেওয়া এবং জনমানবে ভীতি তৈরির উদ্দেশ্যে ক্রমাগত সেখানে নাশকতামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে মাওবাদীরা৷ নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে গত সোমবারও ছত্তিশগড়ের সুকমায় খতম হয়েছে আট মাওবাদী৷ ঘটনায় শহিদ হন দুই ডিআরজি আধিকারিকও৷



Bengali News Bengali News via Sangbad Pratidin

Comments

Popular posts from this blog

দুর্নীতিমুক্ত প্রশাসন, বেকারত্ব কমানো হাসিনার নয়া চ্যালেঞ্জ

ভারতীয় মহিলা দলে শেষ পাওয়ার জমানা, নতুন কোচের খোঁজে বোর্ড

কাঠমিস্ত্রীকে কিডন্যাপ করে খুনের হুমকি, গ্রেপ্তার ছয় যুবতী