গ্রাফিক্সের কারসাজিতে কাত দর্শক, বক্স অফিস কাঁপাচ্ছে থালাইভার ‘২.০’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তি পাওয়ার পরই রজনীকান্তের ‘২.০’ নিয়ে শুরু হয়ে গিয়েছে শোরগোল৷ হাউসফুলের পর হাউসফুল সবকটি শো৷ সবার মনে একটাই প্রশ্ন, নতুন ছবিতে এবার কী ম্যাজিক করলেন রজনীকান্ত? ভিলেন হয়ে রজনীকান্তের বিপরীতে দাঁড়িয়ে নিজেকে কী ধরে রাখতে পারলেন অক্ষয় কুমার? যদিও বক্স অফিসেই মিলছে সমস্ত প্রশ্নের উত্তর৷ মুক্তির দু’দিনের মধ্যেই সাড়ে ৭৩  কোটি টাকা আয় করল এই সিনেমা৷

[মুক্তির আগেই ৩৭০ কোটি টাকা ঘরে তুলল ‘২.০’]

রজনীকান্তের ছবি মানেই গোটাটাই এন্টারটেনমেন্ট৷ ‘২.০’-এর ক্ষেত্রেও ছক একইরকম৷ গোটা সিনেমায় এন্টারটেনমেন্টই শেষ কথা৷ তাই ‘২.০’ হলে দেখতে যাওয়ার আগে পৃথিবীর সমস্ত যুক্তি-তর্ক, কারণ-কার্য সম্পর্ক বিসর্জন দিয়ে যাওয়াই ভাল৷ কারণ, এই ছবি শুধু মুগ্ধ হয়ে গ্রাফিক্সের কারসাজি দেখার জন্যই আদর্শ৷ রজনী ও পরিচালক শংকর হাতে হাত মিলিয়ে তৈরি করেছেন ‘২.০’৷ ভরপুর গ্রাফিক্স ও চূড়ান্ত বিনোদন উপহার দিয়েছেন দর্শকদের৷ তাই গল্প হিসেবে বা ছবির শৈলী হিসেবে নতুন কিছু থাকলেও তবে রজনীর এই নতুন ছবিতে রয়েছে টানটান চিত্রনাট্য৷ আর রজনীকান্ত ও অক্ষয় কুমারের দুর্দান্ত অভিনয়৷ পরিচালক শংকরের ‘রোবোট’ ছবি যেখানে শেষ, সেখান থেকেই শুরু হয় ‘২.০’৷ বিজ্ঞানী ভাসিগরন, ‘এভিল চিট্টি’ ও ‘গুড চিট্টি’ এবং পক্ষীরাজা হিসাবে অক্ষয়কুমারের শক্তির লড়াই এই ছবির চিত্রনাট্য৷ এই ছবিতে না রয়েছে কোনও টুইস্ট আর না রয়েছে কোনও সারপ্রাইজ৷ তবুও গোটা আড়াই ঘণ্টার ছবিটি আপনি মুগ্ধ হয়ে দেখবেন গ্রাফিক্স ও রজনীকান্তের জন্যই৷ ছবির প্রথমভাগ অবশ্য নিজের মুঠোয় রেখেছেন থালাইভা৷ এদিকে দ্বিতীয়ভাগ একেবারেই অক্ষয়ের৷ আর এই দ্বিতীয়ভাগেই নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি৷ তবে অনেকেই বলছেন, সত্যিই নাকি থালাইভার কাছে হেরে গিয়েছেন বলিউডের খিলাড়ি কুমার৷

[‘২.০’-র বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের মোবাইল সংস্থাগুলির]

মুক্তির মাত্র দু’দিনের মাথায় বক্স অফিস কাঁপাচ্ছে ‘২.০’৷ ভারতে ইতিমধ্যেই সাড়ে ৭৩ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি৷ এছাড়াও অস্ট্রেলিয়া ৫৮.৪৬ লক্ষ এবং নিউজিল্যান্ডে ১১.১১লক্ষ টাকা আয় করেছে থালাইভা-খিলাড়ি কুমারের ‘২.০’৷



Bengali News Bengali News via Sangbad Pratidin

Comments

Popular posts from this blog

দুর্নীতিমুক্ত প্রশাসন, বেকারত্ব কমানো হাসিনার নয়া চ্যালেঞ্জ

ভারতীয় মহিলা দলে শেষ পাওয়ার জমানা, নতুন কোচের খোঁজে বোর্ড

কাঠমিস্ত্রীকে কিডন্যাপ করে খুনের হুমকি, গ্রেপ্তার ছয় যুবতী