ভুয়ো কল সেন্টার খুলে কোটি টাকার প্রতারণা, গোয়েন্দাদের জালে ৪ অভিযুক্ত

অর্ণব আইচ: ভুয়ো কল সেন্টারের নামে আর্থিক প্রতারণা চক্র ফাঁস কলকাতায়৷ অভিযোগের ভিত্তিতে চার যুবককে গ্রেপ্তার করেছে লালবাজারের সাইবার ক্রাইম শাখার পুলিশ৷ ধৃতদের নাম আনোয়ারুল মোল্লা, মহম্মদ সাহিল কুরেশি, মহম্মদ আমিরুল হক ও আখতার আলম৷ প্রগতি ময়দান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃতদের কাছ থেকে প্রচুর গ্যাজেট-সহ একটি মার্সিডিজ গাড়ি উদ্ধার করেছে পুলিশ৷ ধৃতদের জেরা করে এই চক্রের মূলে পৌঁছাতে চাইছেন লালবাজারের সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা৷

[চোলাইয়ের কারবারের রমরমা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভপ্রকাশ মমতার]

জানা গিয়েছে, কল সেন্টারের নাম করে একটি ভুয়ো সংস্থা খুলেছিল ধৃতরা৷ বিগত আট মাস ধরে রমরমিয়ে চলছিল তাদের এই জাল কারবার৷ অভিযোগ, এই সংস্থার নাম করেই বিদেশি নাগরিকদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলত অভিযুক্তরা৷ কাউকে বলা হত সফটওয়্যার আপডেট করে দেওয়া হবে অথবা কাউকে বলা হত অ্যান্টি-ভাইরাস ইনস্টল করে দেওয়া হবে৷ লালবাজারের আধিকারিকরা জানিয়েছেন, কোনও তথ্যপ্রমাণ না রাখার জন্য হোয়াটসঅ্যাপের সাহায্য নিয়েছিল অভিযুক্তরা৷ তারা যোগাযোগ করত হোয়াটসঅ্যাপের ভয়েস কলের মাধ্যমে৷ সেখানেই বিভিন্ন কাজের টোপ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হত বিদেশি নাগরিকদের কাছ থেকে৷

[কর্মপ্রার্থীদের জন্য সুখবর, ৭ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য]

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই সাইবার ক্রাইম শাখার কাছে এই ধরনের প্রতারণার অভিযোগ আসছিল৷ অভিযোগ আসছিল, কানাডা, অস্ট্রেলিয়া ও আমেরিকা থেকে এবং অভিযোগকারীরা বেশিরভাগই বয়স্ক ব্যক্তি বা মহিলা৷ জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরই গোপনে এই চক্রের খোঁজ শুরু করেন লালবাজারের সাইবার ক্রাইম শাখার গোয়েন্দারা৷৷ ধৃতের বিরুদ্ধে যথোপযুক্ত তথ্যপ্রমাণ পাওয়ার পরই তাদের গ্রেপ্তার করা হয়৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর অত্যাধুনিক গ্যাজেট৷ যেগুলির সাহায্যেই এই প্রতারণা চক্র চালাত তারা৷ পাশাপাশি, উদ্ধার হয়েছে একটি মার্সেডিজ গাড়ি৷ সূত্রের খবর, আরও তদন্তের খাতিরে ধৃতদের নিজেদের হেফাজতে নিতে পারে সাইবার ক্রাইম শাখার গোয়েন্দারা৷



Bengali News Bengali News via Sangbad Pratidin

Comments

Popular posts from this blog

দুর্নীতিমুক্ত প্রশাসন, বেকারত্ব কমানো হাসিনার নয়া চ্যালেঞ্জ

ভারতীয় মহিলা দলে শেষ পাওয়ার জমানা, নতুন কোচের খোঁজে বোর্ড

কাঠমিস্ত্রীকে কিডন্যাপ করে খুনের হুমকি, গ্রেপ্তার ছয় যুবতী