দক্ষিণ চিন সাগরে মার্কিন রণতরী, পালটা নৌবহর পাঠাল চিন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ চিন সাগর নিয়ে আবারও চরমে চিন-আমেরিকা দ্বন্দ্ব৷ বিতর্কিত ওই অঞ্চলে রণতরী প্রবেশ করিয়ে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করা হয়েছে এবং ইচ্ছাকৃত ভাবে সেখানকার শান্তিকে বিঘ্নিত করেছে আমেরিকা৷ ঠিক এই কঠোর ভাষাতেই ঘটনার প্রতিবাদ জানাল চিনা বিদেশমন্ত্রক৷ তাঁদের মুখপাত্র জেং শুয়াং জানান, মার্কিন রণতরীকে ওই অঞ্চল থেকে পিছু হটানোর জন্য পালটা রণতরী ও যুদ্ধবিমান পাঠিয়েছে বেজিংও৷

[খাশোগ্গি হত্যায় ‘লিপ্ত’ সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ মোদির]

জানা গিয়েছে, এই ঘটনার সূত্রপাত হয় গত সোমবার৷ যখন দক্ষিণ চিন সাগরে অবস্থিত পারাসেল দ্বীপপুঞ্জের গা ঘেঁসে চলে যায় মার্কিন রণতরী ইউএসএস চ্যান্সেলরভিলে৷ দীর্ঘদিন ধরেই এই দ্বীপপুঞ্জকে নিজেদের সম্পত্তি বলে দাবি করে আসছে চিন৷ ফলে তাঁদের দাবি করা সম্পত্তির পাশ দিয়ে মার্কিন রণতরী যাওয়ার ঘটনায় রাতের ঘুম উড়ে যায় বেজিংয়ের৷ একেই দক্ষিণ চিন সাগর নিয়ে তাঁদের সঙ্গে আমেরিকার দ্বন্দ্ব লেগেই রয়েছে৷ এমত অবস্থায়, তাঁদের দাবি করা সম্পত্তিতে মার্কিন নজর পড়ার আশঙ্কায় তড়িঘড়ি সেখানে পালটা রণতরী ও যুদ্ধবিমান পাঠিয়েছে জিনপিং প্রশাসন৷ সাংবাদিক সম্মেলনে করে ঘটনার কড়া নিন্দা করেছেন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র৷

[পাকিস্তানের মাটিতে খলিস্তানপন্থী নেতার সঙ্গে সিধুর ছবি, তীব্র সমালোচনা বিজেপির]

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিতর্কিত দক্ষিণ চিন সাগর দিয়ে যাতায়াত করেছে মার্কিন রণতরী৷ কয়েক মাস আগেও মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ডেকাটুর পৌঁছে গিয়েছিল দক্ষিণ চিন সাগরের প্রত্যন্ত স্পার্টলি দ্বীপের গাভেন ও জনশন রিফের কাছাকাছি৷ মার্কিন রণতরীকে প্রতিরোধ করতে সঙ্গে সঙ্গে সেখানে লুয়াঙ্গ নামের ডেস্ট্রয়ারকে পাঠায় জিনপিং প্রশাসন৷ অবশেষে বাধ্য হয়ে পিছু হঠে মার্কিন রণতরীটি৷ এই ঘটনার পরেই চিনের বিরুদ্ধে সুর চড়ায় আমেরিকা৷ চিনের এই ব্যবহারকে অপেশাদার কার্যক্রম বলে সমালোচনা করে মার্কিন কমান্ডার নেথ খ্রিস্টেনসেন৷ পালটা তোপ দাগে চিনও৷ আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করার অভিযোগ আনে তাঁরা৷



Bengali News Bengali News via Sangbad Pratidin

Comments

Popular posts from this blog

দুর্নীতিমুক্ত প্রশাসন, বেকারত্ব কমানো হাসিনার নয়া চ্যালেঞ্জ

ভারতীয় মহিলা দলে শেষ পাওয়ার জমানা, নতুন কোচের খোঁজে বোর্ড

কাঠমিস্ত্রীকে কিডন্যাপ করে খুনের হুমকি, গ্রেপ্তার ছয় যুবতী