ঘন কুয়াশার জেরে খাদে পড়ল গাড়ি, আহত ড্রাইভার

অরূপ বসাক, মালবাজার: সেবকে খাদে পড়ে গেল একটি মাহিন্দ্রা গাড়ি। আহত গাড়ির চালক। আরেকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রবিবার রাত ১১টা নাগাদ সেবকের গনেশঝোরার কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রচণ্ড কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৮০ ফুট খাদে পড়ে যায় গাড়িটি।

[ঈশ্বরের বেশে রক্তদান, সম্প্রীতির অভিনব ভাবনা কুলটিতে]

জানা গিয়েছে, রবিবার রাতে শিলিগুড়ি থেকে ওদলাবাড়ির দিকে যাচ্ছিল এই গাড়িটি। ঘন কুয়াশায় পথ বুঝতে পারেনি ড্রাইভার। গনেশঝোরার বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। আহত চালক মালবাজার হাসপাতালে ভর্তি। গাড়ির মালিক বিক্রম ছেত্রী (২৭) নিখোঁজ। স্থানীয় লোকজন তাঁর খোঁজ চালাচ্ছেন। জানা গিয়েছে, আহত বিক্রম ছেত্রীর বাড়ি ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তুড়িবাড়ি এলাকায়। ১১ বছর পর দার্জিলিংয়ে বরফ পড়েছে। তা সত্ত্বেও পর্যটকদের ভিড় বাড়তে থাকে উত্তরবঙ্গে। সিকিমে প্রায় তিন হাজার পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনা। প্রবল শীতে এলাকায় ঘন কুয়াশা। তাই পাহাড়ে পথেঘাটে গাড়ি চালানো এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। রবিবার রাতে কোনও একটি কাজে ওদলাবাড়ির দিকে যাচ্ছিল গাড়িটি। সেবকের কাছে এসে দুর্ঘটনাটি ঘটে। ৮০ ফুট নিচে পড়ে যায় ওই গাড়ি। তবে আহত গাড়ির চালককে হাসপাতালে ভরতি করা হয়েছে।

[বছরের শেষ রবিবার হাওয়াবদল, তাপমাত্রার পারদ চড়ল রাজ্যে]



Bengali News Bengali News via Sangbad Pratidin

Comments

Popular posts from this blog

তোলা চেয়ে জেল থেকেই ব্যবসায়ীকে হুমকি ফোন গব্বর-রমেশের

‘পাক সহায়তায় মোদিকে ক্ষমতাচ্যুত করতে চাইছে কংগ্রেস’, আক্রমণ প্রতিরক্ষা মন্ত্রীর

পেট্রোল ছাড়াই চলবে বাইক, দিশা দেখালেন নদিয়ার স্কুল মাস্টার