বেঙ্গল সাফারি পার্ক থেকে উধাও চিতাবাঘ, আতঙ্ক শিলিগুড়িতে

শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: বেঙ্গল সাফারি পার্কের এনক্নোজার থেকে উধাও চিতাবাঘ৷ বছরের শুরুতে আতঙ্ক শিলিগুড়িতে৷ এখনও পর্যন্ত চিতাবাঘটির সন্ধান মেলেনি৷ আপাতত বেঙ্গল সাফারি পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷ পর্যটকদের পার্কে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ সাফারি পার্কে বাঘের সন্ধানে তল্লাশিতে নেমেছে বনদপ্তরের পাঁচটি স্পেশ্যাল টিম৷

শিলিগুড়ি শহরের অন্যতম দর্শনীয় স্থান বেঙ্গল সাফারি পার্ক৷ শীতের মরশুমে প্রতিদিন সাফারি পার্কে ভিড় জমান পর্যটকরা৷ বড়দিন কিংবা নিউ ইয়ারে কার্যত ভিড় উপচে পড়ে৷ কিন্তু এ বছর ১ জানুয়ারির সকালে সাফারি পার্ক খোলার আগেই ঘটল বিপত্তি৷ রোজকার মতোই মঙ্গলবার সকালে সাড়ে সাতটা নাগাদ সাফারি পার্কে টহল দিচ্ছিলেন মনিটারিং টিমের সদস্যরা, তখন তাঁদের নজরে পড়ে চিতাবাঘের এনক্লোজারটি ফাঁকা৷ দাবানলের মতো খবর ছড়িয়ে পড়ে শিলিগুড়ি শহরে৷ আতঙ্কে শহরবাসী৷ বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষের অবশ্য দাবি, এনক্লোজার থেকে বেরিয়ে গেলেও, পার্কের বাইরে যায়নি চিতাবাঘটি৷ পার্কেই ঘোরাফেরা করছে সে৷ বনদপ্তরের বৈকুন্ঠপুর ও শারুগারা রেঞ্জের কর্মীরা ছয়টি দলে ভাগ হয়ে সাফারি পার্কে চিতাবাঘের সন্ধান চালাচ্ছেন৷ তবে এখনও পর্যন্ত চিতাবাঘের খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে৷ আপাতত বেঙ্গল সাফারি পার্কে আগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ৷

[ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকাকে নিষিদ্ধপল্লিতে বিক্রি, ফেরার অভিযুক্ত]

এদিকে এই ঘটনায় বেঙ্গল সাফারি পার্কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ কয়েক মাসে আগে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে একটি রয়্যাল বেঙ্গল শাবকের মৃত্যু হয়েছিল৷ সেই শাবকটির আবার নামকরণ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷



Bengali News Bengali News via Sangbad Pratidin

Comments

Popular posts from this blog

দুর্নীতিমুক্ত প্রশাসন, বেকারত্ব কমানো হাসিনার নয়া চ্যালেঞ্জ

ভারতীয় মহিলা দলে শেষ পাওয়ার জমানা, নতুন কোচের খোঁজে বোর্ড

কাঠমিস্ত্রীকে কিডন্যাপ করে খুনের হুমকি, গ্রেপ্তার ছয় যুবতী