বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকাকে নিষিদ্ধপল্লিতে বিক্রি, ফেরার অভিযুক্ত

শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় শিলিগুড়ির খালপাড়ার নিষিদ্ধপল্লি থেকে উদ্ধার হল এক যুবতী৷ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে ওই এলাকায় অভিযান চালায় মেট্রোপলিটন থানার পুলিশ৷ স্থানীয়দের সহায়তায় নিষিদ্ধপল্লির একটি বন্ধ ঘর থেকে অসমের ওই যুবতীকে উদ্ধার করা হয়৷ অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবক তাকে শিলিগুড়িতে নিয়ে আসে৷  পরে তাকে নিষিদ্ধপল্লিতে বিক্রি করে দেওয়া হয় বলেও অভিযোগ৷ ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ৷ খবর দেওয়া হয়েছে যুবতীর বাড়ির লোকদেরও৷

[ঘন কুয়াশার জেরে খাদে পড়ল গাড়ি, আহত ড্রাইভার]

পুলিশ জানিয়েছে, খালপাড়ার নিষিদ্ধপল্লির একটি ঘরে জোর করে আটকে রাখা হয়েছিল ওই যুবতীকে৷ যদিও স্থানীয়দের দাবি, নিজের ইচ্ছাতেই ওই যুবতী নিষিদ্ধপল্লিতে এসেছিলেন৷ পুলিশকে দেওয়া বয়ানে ওই যুবতী জানিয়েছেন, তিনি আসলে অসমের বাসিন্দা৷ সেখানকার এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ ওই যুবক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল৷ যুবকের কথা মতোই তার সঙ্গে শিলিগুড়িতে চলে আসেন যুবতী৷ তাঁর অভিযোগ, দু’দিন আগে তাঁকে ওই নিষিদ্ধপল্লিতে বিক্রি করে দিয়ে চলে যায় অভিযুক্ত যুবক৷

[জঙ্গলে উদ্ধার মা-মেয়ের দেহ, আত্মহত্যা অনুমান পুলিশের]

পুলিশ জানিয়েছে, যুবতীকে উদ্ধার করে খালপাড়া আউটপোস্টে নিয়ে আসেন তাঁরা৷ যুবতীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত যুবকের খোঁজ শুরু করেছে মেট্রোপলিটন থানার পুলিশ৷ যোগাযোগ করা হচ্ছে অসম পুলিশের সঙ্গেও৷ খবর দেওয়া হয়েছে যুবতীর পরিবারকে৷  



Bengali News Bengali News via Sangbad Pratidin

Comments

Popular posts from this blog

দুর্নীতিমুক্ত প্রশাসন, বেকারত্ব কমানো হাসিনার নয়া চ্যালেঞ্জ

ভারতীয় মহিলা দলে শেষ পাওয়ার জমানা, নতুন কোচের খোঁজে বোর্ড

কাঠমিস্ত্রীকে কিডন্যাপ করে খুনের হুমকি, গ্রেপ্তার ছয় যুবতী