দশম শ্রেণির গণ্ডি না টপকেই পাইলট! প্রকাশ্যে পাক বিমান পরিষেবার দুরবস্থা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবাক কাণ্ড! দশম শ্রেণির গণ্ডি না টপকেই এতদিন বিমান চালাচ্ছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের পাঁচ চালক৷ পাক সুপ্রিম কোর্টে পেশ করা পিআইএ-এর এই তথ্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে আন্তর্জাতিক মহলে৷ দেশের বিমান পরিষেবার এই দুর্দশা দেখে অবাক শীর্ষ আদালতের বিচারপতিরাও৷ তাঁরা জানালেন, দশম শ্রেণির গণ্ডি না পেড়িয়ে কেউ বাস পর্যন্ত চালাতে পারে না। আর এত মানুষের জীবন বিপন্ন করে এরা বিমান চালাচ্ছে৷

[ট্রাম্পের অস্বস্তি বাড়িয়ে বর্ষশেষে সাংবাদিকতার পক্ষে সওয়াল করবে টাইমস স্কোয়্যার]

সেদেশের অসামরিক বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা পিআইএ-র বিমানচালক ও কর্মীদের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছে পাক সুপ্রিম কোর্টে৷ সম্প্রতি সেই মামলারই শুনানি হয় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি শাকিব নিসারের নেতৃত্বাধীন বেঞ্চে। সেখানে একাধিক অভিযোগ করে পিআইএ৷ কর্তৃপক্ষ জানায়, পাক এডুকেশনাল বোর্ড ও বিশ্ববিদ্যালয়গুলি বিমানচালকদের শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের বিষয়ে তাদের সঙ্গে যথাযথ সহযোগিতা করছে না। কোনওক্রমে সাতজন বিমানচালকের শিক্ষাগত যোগ্যতার নথি জোগাড় করতে পেরেছেন তাঁরা৷ জানতে পেরেছেন এই সাতজনের মধ্যে পাঁচ জন দশম শ্রেণির গণ্ডি না টপকেই বিমান চালাচ্ছে৷ এছাড়া আরও ৫০ জন কর্মী তাদের শিক্ষাগত যোগ্যতার নথি পেশ করতে পারেনি৷ ফলে তাদেরও সাসপেন্ড করা হয়েছে৷

[দাম্পত্য জীবনে বিরক্ত, স্বামীকে অনলাইনে বিক্রির জন্য বিজ্ঞাপন মহিলার!]

বেশ কয়েক বছর ধরেই লোকসানে চলছে পিআইএ৷ গত জুন মাস পর্যন্ত লোকসানের মাত্রা দাঁড়িয়েছে ৩৬ হাজার কোটি টাকা৷ ধুঁকতে থাকা বিমান পরিষেবা সংস্থাকে চাঙ্গা করতে তৎপর হয়েছে ইমরান খানের সরকার৷ পিআইএ-র জন্য সম্প্রতি ১৭০০ কোটি টাকা বরাদ্দ করে পাক সরকার৷ পাশাপাশি, সুপ্রিম কোর্টে মামলা দায়ের হওয়ার সেদেশের বিমানসংস্থার কর্মী ও পাইলটদের শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের কাজ শুরু হয়৷ সেই রিপোর্টই পেশ হয় শীর্ষ আদালতে প্রধান বিচারপতির সামনে৷ যা দেখে চক্ষু চড়কগাছ সকলের৷



Bengali News Bengali News via Sangbad Pratidin

Comments

Popular posts from this blog

দুর্নীতিমুক্ত প্রশাসন, বেকারত্ব কমানো হাসিনার নয়া চ্যালেঞ্জ

ভারতীয় মহিলা দলে শেষ পাওয়ার জমানা, নতুন কোচের খোঁজে বোর্ড

কাঠমিস্ত্রীকে কিডন্যাপ করে খুনের হুমকি, গ্রেপ্তার ছয় যুবতী