আয়ুষ্মান ভারত প্রকল্পে গরিবের সঞ্চয় ৩ হাজার কোটি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ এর ঠিক একদিন পর অর্থাৎ শুক্রবার অন্তর্বর্তী বাজেটে আয়ুষ্মান ভারত প্রকল্পে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পীযূষ গোয়েল৷ জানালেন, বিশ্বের সবচেয়ে বড় চিকিৎসা পরিষেবা প্রকল্প হল আয়ুষ্মান ভারত৷ এর আওতায় দেশের ৫০ কোটি  মানুষ চিকিৎসার সুবিধা পাবেন৷ ফলে দরিদ্র মানুষদের প্রায় তিন হাজার কোটি টাকা সঞ্চয় হচ্ছে৷

[৩ লক্ষ কোটি টাকার অনাদায়ী ঋণ আদায়ে সক্ষম কেন্দ্র, দাবি গোয়েলের ]

বাজেট অধিবেশন শুরু আগে বৃহস্পতিবার লোকসভায় বক্তৃতা দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ কেন্দ্রের বিজেপি সরকারের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের ভূয়সী প্রশংসা পঞ্চমুখ ছিলেন কোবিন্দ৷ তিনি জানান, গত চারমাসে হাসপাতালগুলিতে প্রায় ১০ লক্ষ মানুষ এই প্রকল্পে পরিষেবা পেয়েছেন। তিনি আরও বলেন ২০১৪ সালের আগে দেশ দিশাহীন ছিল। পালাবদলের পর মসনদে বসে নয়া ভারত গড়ার দিকে কাজ করেছে সরকার। সরকারের প্রকল্পগুলি থেকে সরাসরি লাভান্বিত হয়েছে গরিব মানুষরা। রাষ্ট্রপতির ভাষণেরই প্রভাব দেখা গেল শুক্রবারের অন্তর্বর্তী বাজেটে৷

[‘র’-এর বিশেষ বিমানে দেশে ফিরল চপার কেলেঙ্কারির দুই অভিযুক্ত]

গত বছর বাজেটে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্পের ঘোষণা করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এরপর ২৫ সেপ্টেম্বর দীন দয়াল উপাধ্যায়ের জন্মদিনে এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্র জানিয়েছিল, প্রায় চল্লিশ শতাংশ দরিদ্র ভারতবাসীর এই প্রকল্পের সুবিধা পাবে। আয়ুষ্মান ভারত প্রকল্পে ১০ কোটি পরিবারের প্রায় ৫০ কোটি মানুষ স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন। অর্থাৎ প্রতি পরিবার থেকে পাঁচজন করে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমার পাবেন। সরকারি হাসপাতালের পাশাপাশি, বেসরকারি হাসপাতালেও মিলবে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা।



Bengali News Bengali News via Sangbad Pratidin

Comments

Popular posts from this blog

তোলা চেয়ে জেল থেকেই ব্যবসায়ীকে হুমকি ফোন গব্বর-রমেশের

‘পাক সহায়তায় মোদিকে ক্ষমতাচ্যুত করতে চাইছে কংগ্রেস’, আক্রমণ প্রতিরক্ষা মন্ত্রীর

পেট্রোল ছাড়াই চলবে বাইক, দিশা দেখালেন নদিয়ার স্কুল মাস্টার