খাবার টেবিলে চরম বচসা, বিয়ের পরক্ষণেই বিচ্ছেদের সিদ্ধান্ত নবদম্পতির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাগ, ঝগড়া, খুনসুটি বৈবাহিক সম্পর্কে এগুলি অত্যন্ত স্বাভাবিক বিষয়৷ কথায় বলে, ভালবাসায় একটু মান-অভিমান, বিরহ না থাকলে, সেই ভালবাসা ঠিক জমে ওঠে না৷ এগুলিই নাকি মশলার মতো কাজ করে৷ সম্পর্কে আরও বেশি সুস্বাদু করে তোলে৷ কিন্তু আহমেদাবাদের এই নবদম্পতি যে কীর্তি করল, তারপর বোধ হয় এই সমস্ত প্রবাদ বাক্যে ইতি পড়তে চলেছে৷ সামান্য খাবারের জন্য, এত বড় সিদ্ধান্ত? বিয়ের কিছুক্ষণের মধ্যেই, বিয়ে ভেঙে দিলেন! এখনও বিশ্বাস করতে পারছেন না অনেকে৷ কিন্তু এমনটা সত্যি’ই ঘটেছে৷

[বদলাচ্ছে ‘অর্ধেক আকাশ’, কনকাঞ্জলিতে নিয়ম ভাঙলেন নববধূ]

ভারতের ইতিহাসে এটাই হয়ত সবচেয়ে তাড়াতাড়ি বিবাহবিচ্ছেদের ঘটনা৷ বিয়ের কয়ের ঘণ্টার মধ্যে বিচ্ছেদ, এমন নজির নাকি ইতিহাসে আর একটাও নেই৷ পরিসংখ্যান ঘেঁটেও এমন একটা উদাহরণ খুঁজে পাওয়া যাচ্ছে না৷ ঠিক কী ঘটেছিল ওই দিন? জানা গিয়েছে, বিয়ের করতে গুজরাটের খেদা থেকে গোণ্ডলে এসেছিলেন বর ও তাঁর পরিবারের সদস্যরা৷ সবকিছু ঠিকঠাক চলছিল৷ বিয়েও হয় শান্তিপূর্ণ ভাবে৷ কিন্তু গোল বাঁধে বিয়ের পর খাবার টেবিলে বসে৷ খাবার নিয়ে সেখানে বাদানুবাদে জড়িয়ে পড়েন নবদম্পতি৷ পরস্পরের মধ্যে চরম বচসা বাধে৷ পরিস্থিতি এতটাই অস্বাভাবিক হয়ে ওঠে যে, বরযাত্রী ও কনেযাত্রীরাও পরস্পরের দিকে থালা-গ্লাস ছুঁড়তে থাকেন। তাঁদের মধ্যে লেগে যায় হাতাহাতি৷

[পুরুষের নজর এড়াতে তরুণীদের স্তনে গরম পাথরের ছেঁকা!]

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। উন্মত্ত বিয়ের বাড়িকে থামানোর চেষ্টা করেন৷ কিন্তু কোনও লাভ হয় না৷ বচসা থামার নয় দেখে, পিছিয়ে আসেন পুলিশ কর্মীরা৷ নীরবে দু’পক্ষের মধ্যেকার হাতাহাতি দেখতে থাকেন৷ শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্তেই ঝামেলায় ইতি টানেন নবদম্পতি৷ আইনজীবী ডেকে বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা৷ আজীবন একসঙ্গে থাকার যে প্রতিশ্রুতি দিয়ে সাতপাঁকে বাঁধা পড়েছিলেন, কয়েক ঘণ্টার মধ্যে ভাঙলেন সেই প্রতিশ্রুতি৷ যাতে সম্মতি জানিয়েছে ওই দম্পতির পরিবারের সদস্যরাও৷ এই ঘটনা দেখে অবাক আমন্ত্রিত অতিথিরাও৷ এমন বিয়ের বাড়ি জীবনে কখনও দেখেননি বলে জানাচ্ছেন তাঁরা৷ 



Bengali News Bengali News via Sangbad Pratidin

Comments

Popular posts from this blog

দুর্নীতিমুক্ত প্রশাসন, বেকারত্ব কমানো হাসিনার নয়া চ্যালেঞ্জ

ভারতীয় মহিলা দলে শেষ পাওয়ার জমানা, নতুন কোচের খোঁজে বোর্ড

কাঠমিস্ত্রীকে কিডন্যাপ করে খুনের হুমকি, গ্রেপ্তার ছয় যুবতী