সরকারি হাসপাতালে ৩২০০জন নিরাপত্তারক্ষী নিয়োগ

গৌতম ব্রহ্ম: নিরাপত্তা বাড়ছে সরকারি হাসপাতালের। মেডিক্যাল কলেজগুলিতে ২৫ জন, জেলা হাসপাতালে ২৪ জন ও মহকুমা হাসপাতালে ১৬ জন করে সিভিক ভলান্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দপ্তর৷

[পরীক্ষা নয়, শুধু ইন্টারভিউ দিয়েই প্রচুর চাকরির সুযোগ এসবিআই-তে]

বৃহস্পতিবার এই মর্মে যে নির্দেশিকা জারি হয়েছে তাতে বলা হয়েছে, মেডিক্যাল কলেজ থেকে গ্রামীণ হাসপাতাল সর্বত্রই নিরাপত্তা বাড়ানো হচ্ছে। সব মিলিয়ে মোট ৩২০০জন রক্ষী চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে। এর মধ্যে ১৫০০ রক্ষী থাকবে বিপর্যয় মোকাবিলা দপ্তরের অধীনে। বাকিরা রাজ্য পুলিশের তত্ত্বাবধানে। এক বছরের চুক্তিতে এই নিয়োগ হবে। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে রোগীর চাপ ক্রমশ বাড়ছে। চিকিৎসকদের উপরও হামলার ঘটনাও নিয়মিত ঘটছে। তাই নিরাপত্তা নিয়ে ডাক্তার-নার্সদের মধ্যে অসন্তোষ রয়েছে। এই ৩২০০ নিরাপত্তারক্ষী বর্তমান নিরাপত্তারক্ষীদের সঙ্গে একযোগেই কাজ করবেন। স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে৷

[প্রচুর কর্মী নিয়োগ করবে বিএসএফ, মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন]



Bengali News Bengali News via Sangbad Pratidin

Comments

Popular posts from this blog

তোলা চেয়ে জেল থেকেই ব্যবসায়ীকে হুমকি ফোন গব্বর-রমেশের

‘পাক সহায়তায় মোদিকে ক্ষমতাচ্যুত করতে চাইছে কংগ্রেস’, আক্রমণ প্রতিরক্ষা মন্ত্রীর

পেট্রোল ছাড়াই চলবে বাইক, দিশা দেখালেন নদিয়ার স্কুল মাস্টার