১৪টি বিড়াল এবং সাতটি কুকুরের দেহ উদ্ধার, বিষ দিয়ে খুন!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সারমেয়কে হত্যার অভিযোগ৷ এবার উদ্ধার হল ১৪টি বিড়াল এবং ৭টি কুকুরের দেহ৷ নির্মম এই ঘটনার সাক্ষী পুনে৷ কুকুর এবং বিড়ালগুলিকে বিষ দিয়ে খুন করা হয়েছে বলেই অভিযোগ উঠেছে৷ এই ঘটনা শিরোনামে আসার পর থেকে সমালোচনায় গর্জে উঠেছেন পশুপ্রেমীরা৷

[চাকরি নেই দেশে, ৪৫ বছর পর রেকর্ড গড়ল বেকারত্বের হার]

গত ২৮ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে পুনেতে একের পর এক সারমেয় এবং বিড়াল হত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটেই চলেছে৷ এই সময়ের মধ্যে মোট ১৪ টি বিড়াল এবং ৭টি কুকুরের দেহ উদ্ধার হয়েছে৷ পশুপ্রেমীদের দাবি, যে ক’টি কুকুর এবং বিড়াল মারা গিয়েছে, তাদের প্রত্যেকের মৃত্যুই অস্বাভাবিক৷ বিষ খাইয়ে পরিকল্পনামাফিকই খুন করা হয়েছে ওই পশুদের৷ কুকুর এবং বিড়ালের দেহ উদ্ধার করেছে পুলিশ৷ দেহগুলি পশু হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ যদিও এখনও ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাননি তদন্তকারীরা৷ তবে কে বা কারা কুকুর এবং বিড়াল খুনের ঘটনায় সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি৷

DOG

[ছেলেদের সঙ্গে কথা বলার শাস্তি, দুই নাবালিকাকে গরম লোহার ছেঁকা মাতব্বরদের]

পশুপ্রেমীদের দাবি, শুধু চলতি বছরেই নয়৷ ২০১৮-র জুনে পুনের রামওয়ারিতে ১৬টি পথ কুকুরের দেহ উদ্ধার হয়৷ তারপরেও আরও ২০টি কুকুরের মৃত্যু হয়েছে৷ তাঁদের দাবি, বিষ খাইয়ে এলাকারই কয়েকজন খুন করেছিল সারমেয়দের৷ নির্মম এই ঘটনা সামনে আসার পরই সমালোচনায় সরব পশুপ্রেমীরা৷ অবিলম্বে কুকুর এবং বিড়ালগুলির হত্যার কারণ খতিয়ে বের করার দাবি জানিয়েছেন তাঁরা৷ এছাড়াও সারমেয়দের হত্যাকারীকে চিহ্নিত করতে হবে বলেও জানিয়েছেন পশুপ্রেমীরা৷ ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা৷ এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি গ্রুপও তৈরি করেছেন পশুপ্রেমীরা৷ আন্দোলনের রূপরেখাও স্থির করছেন তাঁরা৷



Bengali News Bengali News via Sangbad Pratidin

Comments

Popular posts from this blog

দুর্নীতিমুক্ত প্রশাসন, বেকারত্ব কমানো হাসিনার নয়া চ্যালেঞ্জ

ভারতীয় মহিলা দলে শেষ পাওয়ার জমানা, নতুন কোচের খোঁজে বোর্ড

কাঠমিস্ত্রীকে কিডন্যাপ করে খুনের হুমকি, গ্রেপ্তার ছয় যুবতী