১৪টি বিড়াল এবং সাতটি কুকুরের দেহ উদ্ধার, বিষ দিয়ে খুন!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সারমেয়কে হত্যার অভিযোগ৷ এবার উদ্ধার হল ১৪টি বিড়াল এবং ৭টি কুকুরের দেহ৷ নির্মম এই ঘটনার সাক্ষী পুনে৷ কুকুর এবং বিড়ালগুলিকে বিষ দিয়ে খুন করা হয়েছে বলেই অভিযোগ উঠেছে৷ এই ঘটনা শিরোনামে আসার পর থেকে সমালোচনায় গর্জে উঠেছেন পশুপ্রেমীরা৷

[চাকরি নেই দেশে, ৪৫ বছর পর রেকর্ড গড়ল বেকারত্বের হার]

গত ২৮ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে পুনেতে একের পর এক সারমেয় এবং বিড়াল হত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটেই চলেছে৷ এই সময়ের মধ্যে মোট ১৪ টি বিড়াল এবং ৭টি কুকুরের দেহ উদ্ধার হয়েছে৷ পশুপ্রেমীদের দাবি, যে ক’টি কুকুর এবং বিড়াল মারা গিয়েছে, তাদের প্রত্যেকের মৃত্যুই অস্বাভাবিক৷ বিষ খাইয়ে পরিকল্পনামাফিকই খুন করা হয়েছে ওই পশুদের৷ কুকুর এবং বিড়ালের দেহ উদ্ধার করেছে পুলিশ৷ দেহগুলি পশু হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ যদিও এখনও ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাননি তদন্তকারীরা৷ তবে কে বা কারা কুকুর এবং বিড়াল খুনের ঘটনায় সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি৷

DOG

[ছেলেদের সঙ্গে কথা বলার শাস্তি, দুই নাবালিকাকে গরম লোহার ছেঁকা মাতব্বরদের]

পশুপ্রেমীদের দাবি, শুধু চলতি বছরেই নয়৷ ২০১৮-র জুনে পুনের রামওয়ারিতে ১৬টি পথ কুকুরের দেহ উদ্ধার হয়৷ তারপরেও আরও ২০টি কুকুরের মৃত্যু হয়েছে৷ তাঁদের দাবি, বিষ খাইয়ে এলাকারই কয়েকজন খুন করেছিল সারমেয়দের৷ নির্মম এই ঘটনা সামনে আসার পরই সমালোচনায় সরব পশুপ্রেমীরা৷ অবিলম্বে কুকুর এবং বিড়ালগুলির হত্যার কারণ খতিয়ে বের করার দাবি জানিয়েছেন তাঁরা৷ এছাড়াও সারমেয়দের হত্যাকারীকে চিহ্নিত করতে হবে বলেও জানিয়েছেন পশুপ্রেমীরা৷ ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা৷ এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি গ্রুপও তৈরি করেছেন পশুপ্রেমীরা৷ আন্দোলনের রূপরেখাও স্থির করছেন তাঁরা৷



Bengali News Bengali News via Sangbad Pratidin

Comments

Popular posts from this blog

তোলা চেয়ে জেল থেকেই ব্যবসায়ীকে হুমকি ফোন গব্বর-রমেশের

‘পাক সহায়তায় মোদিকে ক্ষমতাচ্যুত করতে চাইছে কংগ্রেস’, আক্রমণ প্রতিরক্ষা মন্ত্রীর

পেট্রোল ছাড়াই চলবে বাইক, দিশা দেখালেন নদিয়ার স্কুল মাস্টার