বিদায়বেলায় শীতের ছক্কা, এক ধাক্কায় পারদ নামল ৫ ডিগ্রি
রিংকি দাস ভট্টাচার্য: পূর্বাভাস একটা ছিল। তা শুধু মিলেই গেল না, পড়ে পাওয়া চোদ্দো আনার মতো বিদায়বেলায় শীতের হাঁকানো ছক্কায় রীতিমতো কুঁকড়ে যেতে হল! আলিপুর আবহাওয়া দপ্তর ইঙ্গিত দিয়েছিল, আগামী কয়েকদিনে তাপমাত্রা কমবে। কিন্তু একধাক্কায় পারদ যে এতটা নেমে যাবে, হাওয়া অফিসের কর্তারাও আঁচ করতে পারেননি। তাঁদের দস্তুরমতো হতচকিত করে বুধবারের পর বৃহস্পতিবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এল ১২ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। মঙ্গলবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি। বুধবার এক ঝটকায় তা নেমে দাঁড়ায় ১২.২ ডিগ্রি। মানে ২৪ ঘণ্টার ব্যবধানে শহরের পারদ নেমেছে ৫ ডিগ্রি! “মঙ্গলবার সন্ধ্যার পর ভেবেছিলাম তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রিতে নামবে। সেইমতো পূর্বাভাসও দিয়েছিলাম। কিন্তু এতটা নেমে যাবে, তা কল্পনাতেও আসেনি।”-মন্তব্য হাওয়া অফিসের এক আবহাওয়াবিদের। যদিও তাপমাত্রার এই নিম্নগামিতা আগামী ৭২ ঘণ্টা বজায় থাকবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। প্রধানমন্ত্রীর সভার জন্য নির্বিচারে বৃক্ষ নিধন, বিতর্ক তুঙ্গে ঠাকুরনগরে আচমকা এই পারাপতন কেন? কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের উপ মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বুধব...
Comments
Post a Comment