ফাঁস SBI-এর কয়েক লক্ষ গ্রাহকের অ্যাকাউন্টের তথ্য! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপজ্জনক অবস্থায় একটানা দু’মাস একটি সাভার্রে পড়ে ছিল ‘এসবিআই কুইক’ পরিষেবার সমস্ত তথ্য৷ ওই সার্ভারে দেওয়া ছিল না কোনও পাসওয়ার্ড৷ ছিল না নিরপত্তার যথাযথ ব্যবস্থা৷ ফলে ফাঁস হয়ে যেতে পারে লক্ষ লক্ষ গ্রাহকের অ্যাকাউন্টের গোপন তথ্য৷ সম্প্রতি এমন আশঙ্কা করেই একটি রিপোর্ট পেশ করেছে মার্কিন সংস্থা ‘টেকক্রাঞ্চ’। রিপোর্টে সংস্থাটি জানিয়েছে, সার্ভারে কোনও পাসওয়ার্ড না থাকার ফলে এসবিআই-এর কয়েক লক্ষ্য গ্রাহকের অ্যাকাউন্ট ব্যালেন্স ডিটেলস, ফোন নম্বর, পাসওয়ার্ড-সহ একাধিক তথ্য চুরি হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। যদিও স্টেট ব্যাংক কর্তৃপক্ষের দাবি, ওই সার্ভারে যথাযথ পাসওয়ার্ড সেট করেছেন তাঁরা৷ ফলে আর তথ্য ফাঁসের কোনও সম্ভবনা থাকছে না৷

[১৪টি বিড়াল এবং সাতটি কুকুরের দেহ উদ্ধার, বিষ দিয়ে খুন! ]

কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ বললেও, একেবারে সেই আশঙ্কা উড়িয়ে দিতে নারাজ সাইবার বিশেষজ্ঞরা৷ তাঁদের দাবি, সম্ভবত অনেকটাই দেরি হয়ে গিয়েছে৷ এতক্ষণের মধ্যে হ্যাকাররা তথ্য চুরি করে নিয়েছেন৷ যেকোনও সময় গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে মোটা অংকের টাকা গায়েব হয়ে যেতে পারে। কী এই টেকক্রাঞ্চ? জানা গিয়েছে, এই সংস্থাটি তথ্য-প্রযুক্তি সংক্রান্ত খবর প্রকাশ করে। কয়েকদিন আগে তারাই এসবিআই-এর সার্ভার সংক্রান্ত এই রিপোর্টটি প্রকাশ করে৷ সংস্থাটি দাবি করে, এসবিআই-এর পাশাপাশি ন্যাশনাল ক্রিটিক্যাল ইনফর্মেশন ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশন সেন্টারের সঙ্গেও যোগাযোগ করেছে তারা৷ তাঁদেরকেও বিষয়টি জানিয়েছে এবং দুই সংস্থার মতামত জানতে চেয়েছেন৷ কিন্তু কোনও প্রতিক্রিয়া মেলেনি। যদিও পরে এসবিআই কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পাসওয়ার্ড দিয়ে সার্ভারটিকে সুরক্ষিত করেছে৷ ফলে তাঁদের প্রায় ৫০ কোটি গ্রাহকের তথ্য ফাঁসের কোনও সম্ভবনা থাকছে ৷

[শুরু বাজেট অধিবেশন, রাফালে নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি]

কী এই ‘এসবিআই কুইক’ পরিষেবা? জানা গিয়েছে, এই পরিষেবার সাহায্যে মিসড কলের মাধ্যমে অ্যাকাউন্ড ব্যালান্স, শেষ পাঁচটি লেনদেনের তথ্য পেতে পারেন কোনও গ্রাহক। এ ছাড়া এসএমএস-এর মাধ্যমে আরও বাড়তি কিছু তথ্যও পাওয়া যেতে পারে। যে গ্রাহকদের স্মার্টফোন নেই বা যাঁরা ইন্টারনেট ব্যাংকিং-কে সুরক্ষিত মনে করেন না, তাঁদের অনেকেই ‘এসবিআই কুইক’ পরিষেবা ব্যবহার করেন।



Bengali News Bengali News via Sangbad Pratidin

Comments

Popular posts from this blog

তোলা চেয়ে জেল থেকেই ব্যবসায়ীকে হুমকি ফোন গব্বর-রমেশের

‘পাক সহায়তায় মোদিকে ক্ষমতাচ্যুত করতে চাইছে কংগ্রেস’, আক্রমণ প্রতিরক্ষা মন্ত্রীর

পেট্রোল ছাড়াই চলবে বাইক, দিশা দেখালেন নদিয়ার স্কুল মাস্টার