তিন মহিলার সঙ্গে অভিসার তৃণমূল নেতার, ফাঁস সেক্স টেপ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরে তিন  মহিলা, পরনে তোয়ালে মাত্র। আর তিন সহচরীকে সঙ্গ দিতে পুরোপুরি নগ্ন একমাত্র পুরুষ সঙ্গীটি। এই অবস্থাতেই মদের আসরে মেতে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেলেন বৈদ্যবাটির তৃণমূল কাউন্সিলর সুবীর ঘোষ৷ সিসিটিভি ফুটেজে ধরা পড়া সেই গোপন ছবি সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন৷

[মরদেহের সঙ্গে উদ্দাম যৌনতায় মাতল যুবক! তারপর…]

একটি ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়৷ ভিডিওতে যাঁকে দেখতে পাচ্ছেন, তিনি সুবীর ঘোষ৷ হুগলির বৈদ্যবাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর৷ গোয়ার একটি হোটেলের ঘরে আলো-আঁধারিতে তিনজন মহিলার সঙ্গে নগ্ন অবস্থায় মদের আসরে মেতেছেন কাউন্সিলর৷ ঘরের টিভিতে চলছে ক্রিকেট ম্যাচ৷ সেদিকে ভ্রূক্ষেপমাত্র নেই সুবীর ঘোষের৷ খেয়াল নেই নিজের ইমেজ নিয়েও। মদিরায় চুর কাউন্সিলর তখন মেতেছেন নিজের খেলায়৷ সম্পূর্ণ নগ্ন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন ঘরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত৷ বিছানায় শুয়ে এক মহিলা৷ কিছুক্ষণ পর পাশের ড্রেসিং রুম থেকে আরেক মহিলাকে বের করে ঘরে আনলেন কাউন্সিলর৷ মহিলার শরীরে শুধুই একটি তোয়ালে৷ তিনিও এসে শুয়ে পড়লেন বিছানায়৷ ভিডিওতে দেখা যাচ্ছে, যাঁর হাতে মোবাইল, সেই মহিলাকেও কিছু একটা নির্দেশ দিচ্ছেন সুবীর ঘোষ।

[২৫ বছর পর ফিরল নিখোঁজ বাবা, হাসপাতালে জড়িয়ে ধরল ছেলে]

সোশ্যাল মিডিয়ার দৌলতে তৃণমূল কাউন্সিলরের কীর্তি ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে নেটিজেনদের টাইমলাইনে৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভিডিও হাতে এসেছে সংবাদ প্রতিদিনের৷ যদিও ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা৷



Bengali News Bengali News via Sangbad Pratidin

Comments

Popular posts from this blog

দুর্নীতিমুক্ত প্রশাসন, বেকারত্ব কমানো হাসিনার নয়া চ্যালেঞ্জ

ভারতীয় মহিলা দলে শেষ পাওয়ার জমানা, নতুন কোচের খোঁজে বোর্ড

কাঠমিস্ত্রীকে কিডন্যাপ করে খুনের হুমকি, গ্রেপ্তার ছয় যুবতী