আয়ুষ্মান ভারত প্রকল্পে গরিবের সঞ্চয় ৩ হাজার কোটি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ এর ঠিক একদিন পর অর্থাৎ শুক্রবার অন্তর্বর্তী বাজেটে আয়ুষ্মান ভারত প্রকল্পে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পীযূষ গোয়েল৷ জানালেন, বিশ্বের সবচেয়ে বড় চিকিৎসা পরিষেবা প্রকল্প হল আয়ুষ্মান ভারত৷ এর আওতায় দেশের ৫০ কোটি মানুষ চিকিৎসার সুবিধা পাবেন৷ ফলে দরিদ্র মানুষদের প্রায় তিন হাজার কোটি টাকা সঞ্চয় হচ্ছে৷ [ ৩ লক্ষ কোটি টাকার অনাদায়ী ঋণ আদায়ে সক্ষম কেন্দ্র, দাবি গোয়েলের ] বাজেট অধিবেশন শুরু আগে বৃহস্পতিবার লোকসভায় বক্তৃতা দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ কেন্দ্রের বিজেপি সরকারের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের ভূয়সী প্রশংসা পঞ্চমুখ ছিলেন কোবিন্দ৷ তিনি জানান, গত চারমাসে হাসপাতালগুলিতে প্রায় ১০ লক্ষ মানুষ এই প্রকল্পে পরিষেবা পেয়েছেন। তিনি আরও বলেন ২০১৪ সালের আগে দেশ দিশাহীন ছিল। পালাবদলের পর মসনদে বসে নয়া ভারত গড়ার দিকে কাজ করেছে সরকার। সরকারের প্রকল্পগুলি থেকে সরাসরি লাভান্বিত হয়েছে গরিব মানুষরা। রাষ্ট্রপতির ভাষণেরই প্রভাব দেখা গেল শুক্রবার...